ভারতে প্রথমবারের মতো কাচের সেতু নির্মাণ করা হয়েছে। তামিলনাড়ুর কন্যাকুমারীতে তৈরি হওয়া এই কাচের সেতুটি ৭৭ মিটার দীর্ঘ বাউস্ট্রিং আর্চ ব্রিজ। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্টালিন সেতুটির উদ্বোধন করেছেন, যা সমুদ্রের উপর বিবেকানন্দ রক মেমোরিয়াল এবং ১৩৩ ফুট উঁচু তিরুভল্লুভার মূর্তির মধ্যে সংযোগ স্থাপন করছে। এই সেতুর মাধ্যমে এখন পায়ে হেঁটে পর্যটকেরা এক স্মৃতিস্তম্ভ থেকে অন্য স্মৃতিস্তম্ভে যেতে পারবেন। সেতুর নিচে ঝকঝকে কাচের উপরে নীল-সাদা সমুদ্রের সৌন্দর্য উপভোগ করা যাবে, যা এক বিশেষ অভিজ্ঞতা। সেতুর উপর দাঁড়িয়ে ক্যামেরা নিয়ে ছবি তোলার সুযোগও থাকবে। স্ট্যালিন নিজে সেতুর একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। তিনি লেখেন, বিবেকানন্দ স্মৃতিসৌধ এবং তিরুভল্লুভার মূর্তির মাঝে কাচের সেতুটির উদ্বোধন হল। ৭৭ মিটার দীর্ঘ এই কাচের সেতুর...
কন্যাকুমারীতে ভারতের প্রথম কাচের সেতু উদ্বোধন
অনলাইন ডেস্ক
নতুন করে দুই দেশের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা
অনলাইন ডেস্ক
মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়া ও ইরানের একাধিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে। এটিকে যুক্তরাষ্ট্রের ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনকে প্রভাবিত করার প্রচেষ্টার অংশ হিসেবে ঘোষণা করা হয়েছে। নিষেধাজ্ঞাগুলো ইরানের অভিজাত বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সহায়ক একটি সংস্থা এবং রাশিয়ার সামরিক গোয়েন্দা সংস্থা (জিআরইউ)-এর সঙ্গে সংশ্লিষ্ট একটি সংস্থার বিরুদ্ধে আরোপ করা হয়েছে। মার্কিন অর্থ বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, এসব প্রতিষ্ঠান ২০২৪ সালের মার্কিন নির্বাচনে ভোটারদের প্রভাবিত করতে এবং মার্কিন সমাজে রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি করতে কাজ করছে। অর্থ বিভাগের সন্ত্রাসবাদ ও আর্থিক গোয়েন্দাবিষয়ক ভারপ্রাপ্ত আন্ডার সেক্রেটারি ব্র্যাডলি স্মিথ বলেছেন, ইরান ও রাশিয়া আমাদের নির্বাচনী প্রক্রিয়া ও প্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করে...
ব্রিটিশদের কলকাতা দখলের দিন আজ
অনলাইন ডেস্ক
ব্রিটিশরা কলকাতা দখল করে ১৭৫৭ সালে, যা ভারতের উপমহাদেশে ঔপনিবেশিক শাসনের সূচনা করে। ২ জানুয়ারি ১৭৫৭ সালের এমন দিনেই কলকাতা পুনর্দখল করে ইংরেজরা। এরপর পলাশীর যুদ্ধে কলকাতা এবং বাংলাকে পরিপূর্ণভাবে দখলে এনেছিল ব্রিটিশরা। পলাশীর যুদ্ধ বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার ও ফরাসি মিত্রদের সাথে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির পলাশী নামক স্থানে যে যুদ্ধ সংঘটিত হয়েছিল তাই পলাশীর যুদ্ধ নামে পরিচিত। ১৭৫৭ সালের জুন ২৩ তারিখে এই যুদ্ধ সংঘটিত হয়েছিল। এই যুদ্ধে সিরাজউদ্দৌলা পরাজিত হন এবং ভারতবর্ষে ইংরেজ শাসন প্রতিষ্ঠার পথ সূচিত হয়। কলকাতা দখল ও তার পরবর্তী প্রভাব কলকাতা দখল করার পর ব্রিটিশরা বাংলা ও ভারতের অন্যান্য অঞ্চলে তাদের আধিপত্য প্রতিষ্ঠা করতে সক্ষম হয়। কলকাতা তখন বাংলার রাজধানী ছিল। এটি ব্রিটিশদের জন্য একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক...
যুক্তরাষ্ট্রে বর্ষবরণে হামলা: কে এই শামসুদ-দীন জব্বার?
ইংরেজি বর্ষবরণের দিনে যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্সের বিখ্যাত বোর্ন স্ট্রিটে ভিড়ের মাঝে ট্রাক চালিয়ে দেয়ার ঘটনায় ১৫ জন প্রাণ হারিয়েছেন। তবে মার্কিন গোয়েন্দা সংস্থা এটাকে হামলা বলে বিবেচনা করছে। এ ঘটনায় অভিযুক্ত ৪২ বছর বয়সী শামসুদ-দীন জব্বার নিজেও হামলায় মৃত্যুবরণ করেছেন। নিউইয়র্ক পোস্টের দাবি, হিউস্টন থেকে আসা জব্বার একজন আমেরিকান-বর্ণের মিলিটারি সদস্য ছিলেন। কর্তৃপক্ষের মতে, এই হামলা একটি পূর্বপরিকল্পিত সন্ত্রাসী আক্রমণ ছিল এবং এটি আইএসআইএস দ্বারা সংগঠিত হতে পারে। প্রতিবেদনে বলা হয়, জব্বার তার হামলার জন্য একটি ভাড়া করা ফোর্ড এফ-১৫০ লাইটনিং ইলেকট্রিক ট্রাক ব্যবহার করেন। যার উপর আইএসআইএসের পতাকা লাগানো ছিল। হামলা চালানোর পর কর্তৃপক্ষ তার গাড়ি ও বাসস্থানসহ একাধিক জায়গায় তল্লাশি চালায়। কে এই শামসুদ-দীন জব্বার? জব্বার ২০০৭ থেকে ২০১৫...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর