জামিন না মঞ্জুর, কারাগারে হিরো আলম

ছবি সংগৃহীত

জামিন না মঞ্জুর, কারাগারে হিরো আলম

বগুড়া প্রতিনিধি

স্ত্রীকে নির্যাতনের মামলায় আটক বহুল আলোচিত-সমালোচিত আশরাফুল আলম ওরফে হিরো আলমের জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করা হয়েছে।  

আজ বেলা সাড়ে ১২ টায় বগুড়ার চিফ জুডিয়িশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক শাহরিয়ার তারিক তার জামিন না মঞ্জুর করেন।  

বুধবার রাতে বগুড়া সদর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। সে রাতেই যৌতুকের দাবিতে স্ত্রীকে মারপিটের অভিযোগে আলমকে আসামি করে সদর থানায় মামলাটি দায়ের করেন তার শ্বশুর সাইফুল ইসলাম।

জানা যায়, হিরো আলম গত মঙ্গলবার এরুলিয়া এলাকায় তার বাসায় স্ত্রী সাবিহা আকতার সুমির কাছে ২ লাখ টাকা যৌতুক দাবি করে। এ নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে আলম সুমিকে বেধড়ক মারধর করে। এসব অভিযোগ নিয়ে বুধবার বিকেলে সুমির বাবা সাইফুল ইসলাম থানায় এসে তার জামাতা আলমকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

উল্লেখ্য, বিভিন্ন মিউজিক ভিডিওতে অভিনয়ের মধ্য দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে হিরো আলম খ্যাতি পাওয়া আশরাফুল আলম গত সংসদ নির্বাচনে বগুড়া-৪ আসনে প্রার্থী হয়েছিলেন।

ওই নির্বাচনে তিনি এক হাজারেরও কম ভোট  পেয়ে জামানত হারান।


(নিউজ টোয়েন্টিফোর/কামরুল)

সম্পর্কিত খবর