যুক্তরাষ্ট্র আ.লীগ নেতার হত্যাকারীর ১৮ বছরের জেল

যুক্তরাষ্ট্র আ.লীগ নেতার হত্যাকারীর ১৮ বছরের জেল

এনআরবি নিউজ, নিউইয়র্ক

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ-সভাপতি নজমুল ইসলামকে হত্যাকারীর ১৮ বছরের জেল হয়েছে। কারামুক্তির পর আরও ৫ বছর তাকে কর্তৃপক্ষের কঠোর নিময় মেনে চলতে হবে। দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম নেস্টও রডরিগুয়েজ (২৫)। হত্যাকাণ্ডের অপর আসামি কার্লোস জিনোকে এখনও জামিনহীন আটকাদেশ দিয়ে কারাগারে রাখা হয়েছে।

কুইন্স ডিস্ট্রিক্ট এটর্নি রিচার্ড এ ব্রাউনের অফিস থেকে বৃহস্পতিবার জানায়, ২০১৪ সালের ৯ জুলাই ভোর রাত সাড়ে ৪টায় ৫৫ বছর বয়সী নজমুল ইসলামকে হত্যা করা হয় ওজনপার্কে ৭৬ স্ট্রিট এবং আটলান্টিক এভিনিউতে। তাকে বেধড়ক পিটিয়ে ভূপাতিত করার পর পকেটে যা ছিল সবকিছু নেয়া হয়।

এ হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছিল দণ্ডপ্রাপ্ত নেস্টও রডরিগুয়েজ। সে উডহ্যাভেন সেকশনে ৯০ স্ট্রিটের বাসিন্দা।

গত জানুয়ারিতে নেস্টও রডরিগুয়েজ দোষ স্বীকার করেছিল কুইন্স সুপ্রিম কোর্টে বিচারপতি ব্যারি সুয়ার্টেজ’র এজলাশে।

একই এজলাশে ফেব্রুয়ারির প্রথমার্ধে তাকে এ দণ্ড প্রদান করা হয়েছে। অপর অভিযুক্তকে ২২ মার্চ আদালতে হাজির করার পর বিচার শুরু হবে বলেও জানা গেছে।

উল্লেখ্য, সিলেটের সন্তান নজমুল ট্যাক্সি ড্রাইভিংয়ের মাধ্যমে জীবিকা নির্বাহ করতেন।  


(নিউজ টোয়েন্টিফোর/কামরুল)

সম্পর্কিত খবর