কৃষি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

কৃষি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনায় কৃষি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শনিবার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের দুইটি অনুষদের ৬০ জন শিক্ষার্থীর আসনে পরীক্ষায় অংশ নিচ্ছেন দুই হাজার ১১৫ জন। সে হিসেবে প্রতি আসনের বিপরীতে লড়ছেন ৩৫ জন। সকালে পরীক্ষা অনুষ্ঠিত হয় খালিশপুর খুলনা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে।

 

এদিকে এ ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করল। ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার জন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সভাপতি ও রেজিস্ট্রারকে সদস্য সচিব করে ৯ সদস্য বিশিষ্ট ভর্তি পরীক্ষার কমিটি গঠন করা হয়েছে।  

ভেটেরিনারী অ্যানিমেল অ্যান্ড বায়ো মেডিকেল সায়েন্স অনুষদে ৫ বছর মেয়াদী বিএসসি কোর্স এবং কৃষি অনুষদে ৪ বছরে মেয়াদী বিএসসি (অনার্স) কোর্সে এ দুটি বিষয়ের ৬০ জন শিক্ষার্থীর অনুকূলে আবেদন পড়ে দুই হাজার ১১৫টি। ১১ মার্চ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হবে।

 


(নিউজ টোয়েন্টিফোর/কামরুল)

সম্পর্কিত খবর