ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে, রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৫ দশমিক ১। যদিও এটি বেশিক্ষণ স্থায়ী হয়নি। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দিবাগত রাত ১টা ২৫ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। জানা গেছে, সিলেট, শেরপুর, ফেনীসহ দেশের আরও কয়েক জায়গায় ভূমিকম্প হয়েছে। তাৎক্ষণিক কোথাও ক্ষয়ক্ষতি বা হতাহতের কথা জানা যায়নি। ভলকানো ডিসকভারি জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল পার্শ্ববর্তী দেশ মিয়ানমার। এটি মাটির ১১২ কিলোমিটার গভীরে সংঘটিত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ১। এটির প্রভাবে মিয়ানমার, ভারতের কয়েকটি রাজ্য ও বাংলাদেশে কম্পন হয়। ভলকানো ডিসকভারি আরও জানিয়েছে, বাংলাদেশের বেশিরভাগ মানুষ প্রথমে ২ থেকে ৩ সেকেন্ড কাঁপুনি অনুভবে করেন। এরপর এটি থেমে যায়। এর অল্প সময়ের মধ্যেই আবার ২ থেকে ৩ সেকেন্ডের মতো ফের সবকিছু কাঁপতে থাকে। তবে...
মাঝরাতে পরপর ৩ সেকেন্ড করে ভূমিকম্প, কাঁপল দেশ
নিজস্ব প্রতিবেদক
হাসিনা আমলের প্রবৃদ্ধির পুরোটাই ভুয়া: রয়টার্সকে ড. ইউনূস
অনলাইন ডেস্ক
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে দেশের যে উচ্চ প্রবৃদ্ধি দেখানো হয়েছিল, তা ভুয়া বলে জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস। এই উচ্চ প্রবৃদ্ধি নিয়ে প্রশ্ন না তোলার জন্য পুরো বিশ্বকে দায়ী করেছেন তিনি। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি। ছাত্র-জনতার কয়েক সপ্তাহের আন্দোলনের মুখে গত আগস্টে ভারতে পালিয়ে যেতে বাধ্য হন শেখ হাসিনা। তারপর দেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে দায়িত্ব নেন ২০০৬ সালে শান্তিতে নোবেল পুরস্কার জয়ী ৮৪ বছর বয়সী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। শেখ হাসিনা গত আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের মুখে ভারতে পালিয়ে যান এবং তারপর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে...
আইএসআই প্রধানের ঢাকা সফরের খবর ভুয়া: প্রধান উপদেষ্টার প্রেস উইং
অনলাইন ডেস্ক
পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্সের (আইএসআই) প্রধান লেফটেন্যান্ট জেনারেল অসিম মালিকের ঢাকা সফরের খবরটি ভুয়া বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইং ফ্যাক্ট নামের ভেরিফায়েড ফেসবুক পেজের এক পোস্টে এ তথ্য জানানো হয়। সংস্থাটি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্রের বরাত দিয়ে বলছে, বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, আইএসআই প্রধান বাংলাদেশ সফর করেছেন বলে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে যে খবরটি প্রকাশিত হয়েছে, তা সত্য নয়। এর আগে বিভিন্ন ভারতীয় সংবাদমাধ্যমে অসিম মালিকের ঢাকা সফরের খবর প্রচার করা হয়। কথিত নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে ইকোনমিক টাইমসের প্রতিবেদনে উল্লেখ করা হয়, মালিকের বাংলাদেশ সফরের মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশ ও...
জাতীয় নির্বাচনের তারিখ নিয়ে যা বললেন ইসি মাছউদ
নিজস্ব প্রতিবেদক
নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, ২০২৫ এর শেষ অথবা ২০২৬ সালের প্রথমার্ধে প্রভাবমুক্ত, সুন্দর, সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচন জাতিকে উপহার দিতে চাই। তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে। এবারের ভোটগ্রহণ ব্যালট পদ্ধতিতে হবে বলেও জানান তিনি। ভোটার তালিকা হালনাগাদ ২০২৫ উপলক্ষ্যে বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) পটুয়াখালী জেলা নির্বাচন অফিসে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ইসি আব্দুর রহমানেল মাছউদ বলেন, বর্তমানে আমাদের পূর্ণ মনোযোগ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে। আমরা আশা করছি, ২০২৫ সালের ডিসেম্বরের শেষ বা ২০২৬ সালের জানুয়ারির শুরুতে নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি আরও বলেন, দেশজুড়ে ভোটার তালিকা হালনাগাদের কাজ চলছে। এ কাজে ৩৫ হাজার তথ্য সংগ্রহকারী নিযুক্ত রয়েছেন। তবে...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর