ক্রিকেট বিশ্বে একেবারে আনকোরা নাইজেরিয়া। এবার প্রথমবার অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে এসেই দলটি। আর এসেই করেছে বাজিমাত। ক্রিকেটের অন্যতম পরাশক্তি নিউজিল্যান্ডকে হারিয়ে বড় অঘটনের জন্ম দিয়েছে নাইজেরিয়ার মেয়েরা। বৃষ্টি-বিঘ্নিত ম্যাচে কিউই মেয়েদের ২ রানে হারিয়েছে আফ্রিকার দেশটি। সোমবার (২০ জানুয়ারি) মালয়েশিয়াতে বৃষ্টি-বিঘ্নিত ম্যাচটা নেমে আসে ২০ থেকে ৭ ওভার কমিয়ে করে ১৩ ওভারে। শুরুতে ব্যাট করতে নেমে নাইজেরিয়া অধিনায়ক পিটি লাকি আর লিলিয়ান উডের ব্যাটে ভর করে ৬ উইকেট হারিয়ে ৬৫ রান সংগ্রহ করে। পিটি লাকি করেছেন ১৮ রান। এছাড়া লিলিয়ান উড করেন ২৫ বলে ১৯ রান। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় নিউজিল্যান্ড। কিউই ওপেনার কেন আরউইন ফিরে যান একেবারে ইনিংসের প্রথম বলে। অন্য ওপেনার এমা ম্যাকলয়েড সেই ওভারের তৃতীয় বলে আউট হন উসেন পিসের...
বিশ্বকাপ ক্রিকেটে নতুন ইতিহাস গড়লো নাইজেরিয়া
অনলাইন ডেস্ক
এবার দুর্বার রাজশাহীর অধিনায়ক হলেন তাসকিন
অনলাইন ডেস্ক
বিপিএলে পারিশ্রমিক জটিলতায় দুর্বার রাজশাহী চট্টগ্রাম পর্বের শুরু থেকে ছিল আলোচনায়। এবার তারা অধিনায়ক পরিবর্তন করে আবার আলোচনায় এসেছে। নিয়মিত অধিনায়ক এনামুল হক বিজয়কে সরিয়ে দিয়েছে। নতুন অধিনায়ক হিসেবে সহ-অধিনায়ক তাসকিন আহমেদকে বেছে নিয়েছে রাজশাহী। ফ্র্যাঞ্চাইজিটির পক্ষ থেকে জানানো হয়েছে, ব্যাটিংয়ে আরও বেশি মনোযোগ দেওয়ার জন্য এনামুল হক বিজয়ের কাঁধ থেকে অধিনায়কত্বের ভার সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দুর্বার রাজশাহী। আমরা এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টির বাকি অংশের জন্য নতুন অধিনায়ক হিসেবে তাসকিন আহমেদকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। বিপিএলে আট ম্যাচে তিনটিতে জিতেছে রাজশাহী। গতকাল খুলনা টাইগার্সের বিপক্ষে ৭ রানে ম্যাচ হেরে যায়। দুইশর বেশি রান তাড়া করে এনামুল হক বিজয় সেঞ্চুরি করেও দলকে জেতাতে পারেননি। ম্যাচ শেষে মাঠে...
শেষ ওভারে ঢাকার রুদ্ধশ্বাস জয়
অনলাইন ডেস্ক
এবারের বিপিএলে প্রথম ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে ৩ উইকেটে হারিয়েছিল সিলেট স্ট্রাইকার্স। আজ সোমবার (১৯ জানুয়াির) দ্বিতীয়বার প্রতিশোধ আদায়ের ম্যাচে সিলেটকে ৬ রানে হারিয়ে জয় তুলে নেয় ঢাকা। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং নেয় ঢাকা। ভালো শুরু করেছিলেন ওপেনার তানজিদ তামিম। তবে ইনিংস বড় করতে পারেননি। ১৬ বলে ২২ রান করে সাজঘরে ফেরেন তিনি। পরে লিটনের বিধ্বংসী ব্যাটিংয়ে বড় পুঁজি করেছিল ঢাকা। ডানহাতি ব্যাটার ৪৮ বলে খেলেছেন ৭০ রানের বিধ্বংসী ইনিংস। লিটনের জোরালো ব্যাটিংয়ে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ৬ উইকেটে ১৯৬ রানের পুঁজি গড়েছে ঢাকা ক্যাপিটালস। টানা ছয় ম্যাচে হারে ঢাকা ক্যাপিটালসের বিদায়ঘণ্টা প্রায় কাছেই ছিল। তবে আজ সিলেটকে হারিয়ে সম্ভাবনা টিকিয়ে রাখলো শাকিব খানের দলটি। শেষ ২ ওভারে দরকার ৪০। মুকিদুল ইসলামের প্রথম তিন বলেই...
রেকর্ড দামে কেনার পর পন্তকে অধিনায়ক করলো লক্ষ্ণৌ
অনলাইন ডেস্ক
অনুমিতই ছিল, এবার শুধু ঘোষণা এলো। মেগা নিলাম থেকে আইপিএল ইতিহাসের রেকর্ড দামে রিশাব পন্তকে কেনার পর এবার তাকে দলটির অধিনায়ক করেছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। আজ সোমবার (২০ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ। মেগা নিলামে ২ কোটি টাকার ভিত্তিমূল্যে নাম ওঠে পন্তের। কেএল রাহুলকে ছেড়ে দেওয়া লক্ষ্ণৌ শুরুতেই তাকে দলে ভেড়াতে বিড করে। পরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং সানরাইজার্স হায়দরাবাদের সঙ্গে হাড্ডাহাড্ডি প্রতিযোগিতা করে। শেষ ২০ দশমিক ৭৫ কোটি টাকায় দিল্লি ক্যাপিটালস আরটিএম (রাইট টু ম্যাচ) কার্ড ব্যবহার করলেও নতুন নিয়ম অনুযায়ী লক্ষ্ণৌ বিড বাড়িয়ে ২৭ কোটি টাকায় পন্তকে দলে ভেড়ায়। এটি পন্তের দ্বিতীয় আইপিএল দল, যেখানে তিনি অধিনায়কত্ব করবেন। এর আগে, ২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত দিল্লি ক্যাপিটালসের...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর