ডাকসু ভোটের ফল বাতিলের দাবিতে মিছিল

ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল

ডাকসু ভোটের ফল বাতিলের দাবিতে মিছিল

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

ডাকসু নির্বাচনের ফল বাতিল করে পুনঃতফসিলের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেছে নির্বাচন বর্জনকারী বিভিন্ন প্যানেলের প্রার্থী ও সমর্থকরা। বুধবার বেলা সাড়ে ১২টার দিকে রাজু ভাস্কর্যের সামনে থেকে মিছিলটি শুরু হয়।

মিছিলের কোটা সংস্কার আন্দোলন, বাম জোট ও স্বতন্ত্র জোটের নেতাকর্মীরা অংশ নেয়।

ডাকসু নির্বাচন বাতিল করে পুনঃতফসিলের দাবিতে বুধবার উপাচার্যকে স্মারকলিপি দেবেন নির্বাচনে অংশ নেওয়া পাঁচটি প্যানেল।

পুনঃতফসিল, উপাচার্যের পদত্যাগ, ডাকসু নির্বাচন কমিশনারদের পদত্যাগসহ বিভিন্ন দাবি ওই স্মারকলিপিতে উল্লেখ করা হবে।

এদিকে একই দাবিতে টিএসসির রাজু ভাস্কর্যের সামনে ছয় শিক্ষার্থী মঙ্গলবার সন্ধ্যা থেকে অনশন শুরু করে। চারজন আমরণ অনশন শুরু করলেও পরে তাদের সঙ্গে আরও দুই শিক্ষার্থী যোগ দেন।

এরা হলেন- ডাকসু নির্বাচনে শহীদুল্লাহ হল সংসদের সাহিত্য সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতাকারী শোয়েব মাহমুদ, মুহসীন হল সংসদের সংস্কৃতি সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতাকারী মো. মাঈন উদ্দিন, জগন্নাথ হল সংসদের সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতাকারী অনিন্দ্য মণ্ডল, কেন্দ্রীয় সংসদের ছাত্র পরিবহন পদে প্রতিদ্বন্দ্বিতাকারী তাওহীদ তানজীম।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)
 

সম্পর্কিত খবর