সবাইকে পেছনে ফেলে রেকর্ড বইয়ে সাকিব

সংগৃহীত ছবি

সবাইকে পেছনে ফেলে রেকর্ড বইয়ে সাকিব

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

রংপুর রাইডার্সের বিপক্ষে মঙ্গলবারের ম্যাচে একাই পাঁচ উইকেট নিয়ে তাক লাগিয়ে দিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আর এর মাধ্যমেই রেকর্ড বইয়ে নিজের নামটি আরেকবার লিখিয়ে নিলেন তিনি। টি-টোয়েন্টি ক্রিকেটে এক ভেন্যুতে সবচেয়ে বেশি উইকেট শিকারি এখন তিনি।

রংপুরের বিপক্ষে মাঠে নামার আগে ৭৯ উইকেট নিয়ে যৌথভাবে এই দৌড়ে স্যামিত প্যাটেলের পাশাপাশি হাঁটছিলেন সাকিব।

রংপুরের ইনিংসের একাদশতম ওভারে বল করতে আসেন সাকিব। প্রথম বলটি খেলতে গিয়ে মোহাম্মদ আমিরের তালুবন্দী হয়ে সাজঘরের পথ ধরেন শাহরিয়ার নাফীস। এর মাধ্যমেই প্যাটেলকে ছাড়িয়ে যান তিনি। এরপর নেন আরও চার উইকেট।

বিপিএলের ইতিহাসে নবম বোলার হিসেবে ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার মাইলফলকও এদিন স্পর্শ করেন সাকিব। মিরপুরের হোম অব ক্রিকেটে টি-টোয়েন্টি ফরম্যাটে নিজের ৮৪তম উইকেট শিকার করেন বাঁহাতি অলরাউন্ডার সাকিব; যা যেকোন বোলারের পক্ষে এক মাঠে সর্বাধিক উইকেট শিকার করার রেকর্ড। দ্বিতীয় স্থানে রয়েছেন ব্রিটিশ ক্রিকেটার স্যামিত প্যাটেল (৭৯ উইকেট)।  

সম্পর্কিত খবর