ফরিদপুরে পল্লীকবি জসীমউদ্দীনের ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত

ফরিদপুরে পল্লীকবি জসীমউদ্দীনের ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত

সোহাগ জামান, ফরিদপুর

নানা আয়োজনের মধ্যে দিয়ে ফরিদপুরে পল্লীকবি জসীমউদ্দীনের ৪৩তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের পল্লীকবির কবরস্থানে সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশারফ হোসেনের পক্ষে থেকে, জেলা প্রশাসন, জসীম ফাউন্ডেশন, সরকারি ইয়াছিন কলেজের বাংলা বিভাগ, সাহিত্য পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, আনছারউদ্দিন উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পুষ্পমাল্য অর্পণ করেন।
 
এরপর কবির বাড়ির আঙ্গিনায় জেলা প্রশাসন ও জসীম ফাউন্ডেশন আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) রোকসানা রহমান, কবি পুত্র ড. জামাল আনোয়ার, অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা, অধ্যাপক রেজভী জামান প্রমুখ।  

উল্লেখ্য ১৯৭৬ সালের ১৪ মার্চ এই দিনে তিনি ঢাকায় ইন্তেকাল করেন।

পরে তাঁকে ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের গোবিন্দপুর পৈত্রিক বাড়ির তাঁর প্রিয় ডালিম গাছের তলায় দাফন করা হয়।


(নিউজ টোয়েন্টিফোর/কামরুল)
 

সম্পর্কিত খবর