মোদির দম নেই, চীন জানে: রুহুল গান্ধী

মোদি-রাহুল

মোদির দম নেই, চীন জানে: রুহুল গান্ধী

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ভয় পেয়েছেন আর তাই চীনের বিরুদ্ধে তার মুখ থেকে একটি শব্দ বের হয় না। ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধী বৃহস্পতিবার এই মন্তব্য করেন।

মোদিকে ‘দুর্বল’ আখ্যা দিয়ে রাহুল বলেন, দুর্বল মোদি, শি জিনপিংয়ের ভয়ে ভীত। চীন ভারতের বিরুদ্ধে পদক্ষেপ নিলেও ওনার মুখ থেকে একটা শব্দও বেরোয় না।

চীনের বাধায় জাতিসঙ্ঘের নিরাপত্তা পরিষদে পাকিস্তানভিত্তিক জৈশ-ই-মুহাম্মদ নেতা মাসুদ আজহার নিষিদ্ধ তালিকায় অন্তর্ভুক্ত না হওয়াকে কেন্দ্র করে রাহুল ওই মন্তব্য করেন।

ওই ইস্যুতে ভারতের পাশে আমেরিকা, ফ্রান্স, রাশিয়া, ব্রিটেনসহ বিভিন্ন রাষ্ট্র ভারতের পাশে থাকলেও চীনের ধাক্কায় সেই উদ্যোগ আটকে গেছে। ওই ঘটনায় ভারত ‘হতাশ’ বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে।

এর আগে চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী মোদির দোলনায় চড়ার প্রসঙ্গ উল্লেখ করে রাহুল গান্ধী কটাক্ষ করে বলেছিলেন, যখন নরেন্দ্র মোদি দোলনায় দুলছেন, তখনই ডোকলাম হলো।

চীনা প্রেসিডেন্ট নরেন্দ্র মোদিকে বুঝিয়ে দিলেন, তিনি বুঝে গিয়েছেন, মোদির দম নেই। তিনি দুর্বল, ভীতু। ’

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

এই রকম আরও টপিক

সম্পর্কিত খবর