মধ্যপ্রাচ্যের মুসলিম অধ্যুষিত রাষ্ট্র কুয়েতের বিভিন্ন অঞ্চলে ২০২৪ সালে অভিযানে ভিন্ন ভিন্ন অপরাধে ৩৫ হাজার প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে দেশটির অভিবাসন বিভাগ প্রশাসন। জানা গেছে, ভিসার ধরণ ও স্থানীয় আইন সম্পর্কে ধারণা না থাকায় বৈধ ভিসায় গিয়ে কাজ না পেয়ে অবৈধ হয়ে দেশে ফিরছেন প্রবাসীরা। এছাড়া গ্রেপ্তাররা দেশটিতে পুনরায় ভিসা নিয়ে প্রবেশ করা যোগ্যতাও হারাচ্ছেন। বর্তমানে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে বাংলাদেশ থেকে শিক্ষিত ও অর্ধশিক্ষিত বেকার যুবকেরা ব্যক্তিগত কাফিল গৃহকর্মী ২০ নম্বর ভিসা বা ছোট কোম্পানি ১৮ নাম্বার ভিসা এর অধীনে ৭ লাখ থেকে ৯ লাখ টাকার বিনিময়ে যাচ্ছেন। দালালের মিথ্যা প্রতিশ্রুতিতে বিভ্রান্ত হয়ে কিছু ক্ষেত্রে একক ভিসায় বাংলাদেশি কর্মী কুয়েতে যাওয়ার কিছু দিন পরে মালিক (কাফিল) ওই কর্মীর (ভিসা) ইকামা বসবাসের অনুমতি বাতিল করে অন্য...
বৈধ ভিসায় কুয়েত গিয়ে ফিরছেন অবৈধ হয়ে
অনলাইন ডেস্ক
![বৈধ ভিসায় কুয়েত গিয়ে ফিরছেন অবৈধ হয়ে](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/06/1738828579-4efdd2f969559e8b1c92e99f32ded48e.jpg?w=1920&q=100)
মালয়েশিয়ায় ভিক্ষাবৃত্তির অভিযোগে গ্রেপ্তার ১৮
অনলাইন ডেস্ক
![মালয়েশিয়ায় ভিক্ষাবৃত্তির অভিযোগে গ্রেপ্তার ১৮](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/06/1738802459-c0af0a6b1744d78ee7a161fb1c5e74af.jpg?w=1920&q=100)
মালয়েশিয়ায় ভিক্ষাবৃত্তির অভিযোগে বাংলাদেশিসহ ১৮ বিদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। জনসাধারণের অভিযোগের ভিত্তিতে জোহর বাহরু রাজ্যের ইমিগ্রেশন বিভাগ দুটি পৃথক অভিযানে বাংলাদেশিসহ ১৮ জন বিদেশিকে গ্রেপ্তার করেছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) রাজ্যের ইমিগ্রেশন বিভাগের পরিচালক দাতুক মোহাম্মদ রুশদি মোহাম্মদ দারুস এক বিবৃতিতে বলেন, (৪ ফেব্রুয়ারি) মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় শুরু হওয়া এই অভিযানে কাম্পুং মাজিদি এবং তামান আবাদের রাতের বাজার স্থানগুলো থেকে বিদেশি ভিক্ষুকদের গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে চীন, থাইল্যান্ড, কম্বোডিয়া, সিরিয়ার চারজন এবং বাংলাদেশ ও পাকিস্তানের একজন করে নাগরিক রয়েছেন। যাদের বয়স ৪০ থেকে ৬৯ বছরের মধ্যে। মোহাম্মদ রুসদি বলেন, জনসাধারণের সহানুভূতি অর্জনের জন্য ভিক্ষুকরা তাদের শরীরের বিকৃতি প্রদর্শন করে।...
ইতালির রোমে শতরুপা মানবিক উন্নয়নের কর্মশালা শীর্ষক আলোচনা
অনলাইন ডেস্ক
![ইতালির রোমে শতরুপা মানবিক উন্নয়নের কর্মশালা শীর্ষক আলোচনা](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/05/1738730768-550319b866c18a57d557d61167728919.jpg?w=1920&q=100)
ইতালিতে শতরূপা মানবিক উন্নয়ন ফাউন্ডেশনের কার্যক্রম গতিশীল এবং ইতালি প্রবাসীদের সমস্যা সমাধান ও জীবনমান উন্নয়নে করণীয় শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার (ফেব্রুয়ারি) সন্ধ্যায় দেশটির রাজধানী রোমের একটি রেস্টুরেন্টে এ কর্মশালার আয়োজন করা হয়। শতরুপা মানবিক উন্নয়ন মানবিক ফাউন্ডেশনের স্থায়ী দাতা সদস্য হাজী মোহাম্মদ নুরে আলমের সভাপতিত্বে এবং সংগঠনের মহাসচিব মোজাম্মেল হক মোল্লা ও যুগ্ম মহাসচিব মোশাররফ হোসেনের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা দি ইউরোপীয়ান ইন্টারন্যাশনাল স্কুলের চেয়ারম্যান হাজী মোহাম্মদ জসীম উদ্দিন। এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সার্ভিস ইতালিয়ার পরিচালক মনির মোহাম্মদ। আলোচনা সভায় উপস্থিত অতিথিরা সবাই প্রবাসীদের জীবনমান উন্নয়নে বিশেষ গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানে...
লন্ডনে পলাতক মন্ত্রীর হাত থেকে লিফলেট নিতে অস্বীকৃতি ব্যবসায়ীদের
নিজস্ব প্রতিবেদক
![লন্ডনে পলাতক মন্ত্রীর হাত থেকে লিফলেট নিতে অস্বীকৃতি ব্যবসায়ীদের](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/04/1738642184-f984ec6a1a9d327600cf272a2f326d41.jpg?w=1920&q=100)
যুক্তরাজ্যে অবস্থানরত পলাতক দুই সাবেক মন্ত্রীর মাধ্যমে লন্ডন থেকে ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে প্রচার অভিযান শুরু করেছে যুক্তরাজ্য আওয়ামী লীগ। তবে পূর্ব লন্ডনের ক্যানন স্ট্রিট এলাকায় লিফলেট বিতরণ করতে গিয়ে স্থানীয় ব্যবসায়ীদের অনাগ্রহের মুখে পড়েন সাবেক মন্ত্রী আব্দুর রহমান ও শফিকুর রহমান। গত ২ ফেব্রুয়ারি লন্ডনের বাংলাদেশি অধ্যুষিত এলাকায় দলটির নেতাকর্মীদের লিফলেট বিতরণের চিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। দুটি ভিডিওতে দেখা যায়, একটি সুইটস শপে সাবেক পানি সম্পদ মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান এক ব্যবসায়ীর হাতে লিফলেট দিতে চাইলে তিনি তা নিতে অস্বীকৃতি জানান। একপর্যায়ে ব্যর্থ হয়ে বিরক্তি প্রকাশ করেন আব্দুর রহমান এবং দোকান থেকে বেরিয়ে যান। পরবর্তীতে দলবদ্ধভাবে তারা আরেকটি ক্যাফেতে প্রবেশ করলেও সেখানেও একই...
সর্বশেষ
সর্বাধিক পঠিত