রোহিঙ্গাদের ফেরাতে সমঝোতা স্মারক সই

ফাইল ছবি

রোহিঙ্গাদের ফেরাতে সমঝোতা স্মারক সই

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

অবশেষে আন্তর্জাতিক চাপের মুখে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে রাজি হয়েছে মিয়ানমার। বুধবার দিনব্যাপী আলোচনার পর বৃহস্পতিবার বাংলাদেশের সাথে সমঝোতায় এসেছে দেশটি। রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনের বিষয়ে এদিন মিয়ানমারের নেপিদোতে স্টেট কাউন্সিলর অং সান সু চির কার্যালয়ে আনুষ্ঠানিক সমাঝোতা সই করে দুই দেশ। সমঝোতা অনুযায়ী আগামী দুই মাসের মধ্যে রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার দৃশ্যমান প্রক্রিয়া শুরু হবে বলে জানা গেছে।

আজ অং সান সু চির সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর বৈঠকের পরই এ স্মারক সই হয়। সেখানে সই করেন হাসান মাহমুদ আলী ও মিয়ানমারের স্টেট কাউন্সেলরের দপ্তরের মন্ত্রী চ টিন্ট সোয়ের। সমঝোতা সই অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্র সচিব শহিদুল হকসহ অন্যান্য শীর্ষ সরকারি কর্মকর্তারা।

ঢাকায় ফিরে আনুষ্ঠানিক প্রেস ব্রিফ্রিং -এ সফরের বিস্তারিত তুলে ধরা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

রাখাইনে গত ২৫ আগস্ট তল্লাশিচৌকিতে সন্ত্রাসী হামলার জেরে রোহিঙ্গাদের ওপর দমন-নির্যাতন শুরু করেন মিয়ানমার সশস্ত্র বাহিনী। নৃশংসতার মুখে এ পর্যন্ত প্রায় সাড়ে ৬ লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে। তাদের ফিরিয়ে নিতে বাংলাদেশের আহ্বানে আন্তর্জাতিক বিশ্ব মিয়ানমারকে চাপ দিয়ে যাচ্ছে। অবশেষে এ বিষয়ে সমঝোতা স্মারক সই হল।

এছাড়া নাফ নদী সিমান্ত সংশ্লিষ্ট একটি সমঝোতা সই ও ১৯৯৮ সালের আইন অনুযায়ী সিমানা নির্ধারণ করে তা বিনিময় করে দুই দেশ।

সম্পর্কিত খবর