তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও অটোগ্যাসের নতুন দাম ঘোষণা করা হবে আজ। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিকেল ৩টায় এলপিজির দাম সম্পর্কে ভোক্তা পর্যায়ে বেসরকারি মূল্য সমন্বয়ের ঘোষণা দেবে। বুধবার (১ জানুয়ারি) বিইআরসি এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, সৌদি আরামকো ঘোষিত জানুয়ারির সৌদি সিপি (কমোডিটি প্রাইস) অনুযায়ী এ মাসের জন্য এলপিজির মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া, এলপিজির পাশাপাশি এদিন অটোগ্যাসের দামও ঘোষণা করা হবে। ২০২৪ সালে চার দফায় এলপিজি ও অটোগ্যাসের দাম কমানো হয়েছিল, তবে সাত দফায় তা বাড়ানো হয়েছে। গেল বছরের জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে দাম বাড়ানো হয়েছিল, অপরদিকে, এপ্রিল, মে, জুন এবং নভেম্বরে দাম কমানো হয়েছিল। ডিসেম্বরে তবে দাম অপরিবর্তিত ছিল।...
এলপি গ্যাসের দাম নিয়ে সিদ্ধান্ত আজ
অনলাইন ডেস্ক
২০২৫ সালে যতদিন ছুটি পাবেন ব্যাংকাররা?
অনলাইন ডেস্ক
২০২৫ সালে ২৩ দিন ব্যাংক বন্ধ থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন বিভাগ (ডিওএস) এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের আলোকে ব্যাংক ছুটির এ তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংক ছুটির এ তালিকা মোতাবেক, ২০২৫ সালে উৎসব ও বিভিন্ন দিবস উপলক্ষে মোট ২৫ দিন সরকারি ছুটি থাকবে। এর মধ্যে আবার ৪ দিন পড়েছে সাপ্তাহিক ছুটি শুক্রবার। এছাড়া ব্যাংক হলিডে উপলক্ষে ১ জুলাই এবং ৩১ ডিসেম্বর ব্যাংকে লেনদেন হবে না। ২০২৫ সালের ছুটির তালিকার মধ্যে রয়েছে: ১৫ ফেব্রুয়ারি শবে বরাত, ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস, ২৮ মার্চ জুমাতুল বিদা ও শবে কদর, ২৯ থেকে ২ এপ্রিল ঈদুল ফিতর, ১৪ এপ্রিল বাংলা নববর্ষ, ১ মে মহান মে দিবস, ১১ মে...
১০ ব্যাংক বিপর্যয়ের পর এবার টার্গেট ১০ গ্রুপ
অনলাইন ডেস্ক
স্বজনপ্রীতি, দুর্নীতি, মিডিয়া ট্রায়াল এবং রাজনৈতিক মদদে ব্যাংক পরিচালক ও শীর্ষ কর্মকর্তাদের যোগসাজশে টাকা লোপাটের কারণে গভীর সংকটে দেশের ১০টি ব্যাংক। এই ১০টি ব্যাংকসহ পুরো ব্যাংক খাতের ৭৬০ জন পরিচালকই ২ লাখ ৩৪ হাজার কোটি টাকা ঋণ নিয়েছেন। এসব ঋণ ফেরত না আসায় এখন ব্যাংকিং খাতে খেলাপি গিয়ে ঠেকেছে ২ লাখ ৮৫ হাজার কোটিতে। এখন সংকটে থাকা ১০ ব্যাংককে প্রায় ৩০ হাজার কোটি টাকা ধার দিয়ে টিকিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে। অন্যদিকে খেলাপি ঋণ ও পাচারের টাকা উদ্ধারে টার্গেট করা হয়েছে দেশের শীর্ষ ১০টি গ্রুপকে। শিল্প বাঁচিয়ে টাকা আদায়ের কৌশল না নিয়ে বরং ত্বরিতগতিতে প্রবল চাপ দেওয়া হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, ১০টি ব্যাংককে টেনে তোলার জন্য কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে অন্য সবল ব্যাংক থেকে সাময়িক ধারে অর্থ সহায়তা দেওয়া হলেও উৎপাদন, বিনিয়োগ ও কর্মসংস্থানে নিয়োজিত...
এবার দাম কমলো ডিজেল-কেরোসিনের
অনলাইন ডেস্ক
জ্বালানি তেলের মূল্য সমন্বয়ের অংশ হিসেবে জানুয়ারি মাসের জন্য ডিজেল ও কেরোসিনের দাম প্রতি লিটারে ১ টাকা কমানো হয়েছে। পেট্রোল ও অকটেনের দাম অপরিবর্তিত থাকছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাতে জ্বালানি বিভাগের জারি করা প্রজ্ঞাপনে নতুন দাম ঘোষণা করা হয়, যা মধ্যরাত থেকেই কার্যকর হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ডিজেল ও কেরোসিনের বিক্রয়মূল্য লিটারে ১০৪ টাকা নির্ধারণ করা হয়েছে। পেট্রোল ও অকটেন যথাক্রমে ১২১ টাকা এবং ১২৫ টাকায় বিক্রি হবে, যা আগের মতোই রয়েছে। জ্বালানি বিভাগের সূত্র জানায়, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রাখতে গত মার্চ থেকে জ্বালানি তেলের দাম পুনঃনির্ধারণ করে আসছে সরকার। এর আগে অক্টোবরে প্রতিলিটার ডিজেল ও কেরোসিনের দাম ৫০ পয়সা কমিয়ে ১০৫ টাকা করা হয়েছিল। আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর