বাস উল্টে খুলনা বিএল কলেজের ২০ শিক্ষক আহত

ম্যাপ

বাস উল্টে খুলনা বিএল কলেজের ২০ শিক্ষক আহত

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

ঢাকায় যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়ে খুলনার বিএল কলেজের ২০ শিক্ষক আহত হয়েছেন। বিসিএস সাধারণ শিক্ষা সমিতির এক সমাবেশে যোগ দিতে বৃহস্পতিবার রাতে তারা ঢাকার উদ্দেশ্যে খুলনা থেকে রওনা দেন বলে জানা গেছে।

রাত সাড়ে এগারোটার দিকে খুলনার রুপসা সেতুতে শিক্ষকদের বহনকারী বাসটি নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে। পরে শিক্ষকদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ও গাজী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিএল কলেজের প্রিন্সিপাল প্রফেসর সৈয়দ সাদিক জাহিদুল ইসলাম বলেন, বিসিএস সাধারণ শিক্ষা সমিতি 'নো বিসিএস, নো ক্যাডার' আন্দোলনের সমাবেশে যোগ দিতে ঢাকার উদ্দেশ্যে একটি পরিবহন বাসে করে শিক্ষকরা খুলনা থেকে রওনা দেন। কিন্তু বাসটি রুপসা সেতুতে ওঠার পর নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।    

প্রসঙ্গত, জাতীয়করণকৃত কলেজ শিক্ষকদের বিসিএস শিক্ষা ক্যাডারে অন্তর্ভুক্ত করার বিরুদ্ধে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি ‘নো বিসিএস, নো ক্যাডার’ আন্দোলনের ঘোষণা দেয়। ওই আন্দোলনের অংশ হিসেবে ২৪ নভেম্বর সারাদেশ থেকে আন্দোলনকারীদের কেন্দ্রীয় শহীদ মিনারে একত্রিত হওয়ার কথা রয়েছে।

সম্পর্কিত খবর