বেশ কিছুদিন ধরেবিমান টিকিটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি পেয়েছে। বিমান টিকিটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি রোধে এবংযাত্রীদের স্বার্থ সংরক্ষণের লক্ষ্যে বিভিন্ন নির্দেশনাসহ পরিপত্র জারি করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। মঙ্গলবার মন্ত্রণালয়ের সিএ-২ অধিশাখা থেকে পরিপত্রটি জারি করা হয়। এতে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব রুমানা ইয়াসমিন। পরিপত্রে বলা হয়েছে- অনতিবিলম্বে গ্রুপ-টিকিট বুকিংসহ যে কোনো প্রকার টিকিট বুকিংকালে ভ্রমণেচ্ছু যাত্রীর নাম, পাসপোর্ট নম্বর ও পাসপোর্টের ফটোকপিসহ বুকিং সম্পন্ন করতে হবে। বুকিং প্রদানের তিন দিনের মধ্যে সংশ্লিষ্ট যাত্রীর নামে টিকিট ইস্যু না হলে, এয়ারলাইন্স স্বয়ংক্রিয় পদ্ধতিতে ওই টিকিট বাতিল করবে। এয়ারলাইন্স/ট্রাভেল এজেন্সি কর্তৃক গ্রুপ-বুকিং এর মাধ্যমে ইতোমধ্যে ব্লককৃত টিকিট আগামী...
বিমান টিকিটের অস্বাভাবিক দাম বৃদ্ধি রোধে যেসব নির্দেশনা দিল মন্ত্রণালয়
নিজস্ব প্রতিবেদক
![বিমান টিকিটের অস্বাভাবিক দাম বৃদ্ধি রোধে যেসব নির্দেশনা দিল মন্ত্রণালয়](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/12/1739339589-4ab0bddb10b620b0a4374f85aca0b2d5.gif?w=1920&q=100)
২০০ কোটিতে হচ্ছে ৩৫০০ কোটি টাকার নকশিপল্লী প্রকল্প
অনলাইন ডেস্ক
![২০০ কোটিতে হচ্ছে ৩৫০০ কোটি টাকার নকশিপল্লী প্রকল্প](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/12/1739339061-b89c4cc90e26a826ef04a7adfea8c40d.jpg?w=1920&q=100)
সাবেক বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী এবং জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের এমপি মির্জা আজম। তিনি ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকও। চীন সফর করে দেখে আসেন বিশাল নকশিপল্লী। ক্ষমতার প্রভাব খাটিয়ে দেশের চাহিদা বিবেচনা না করেই আকাশকুসুম নকশিপল্লী প্রকল্প নিয়ে ফেলেন। বিশাল ফসলি জমি নষ্ট হলেও তার ধার ধারেননি তিনি। তখন পরিকল্পনামন্ত্রীসহ অনেকেই বিরোধিতা করেছিলেন এই আকাশকুসুম নকশিপল্লীর। তবে নকশিপল্লীর নামের আগে শেখ হাসিনার নাম লাগিয়ে তিনি সবার মুখে কুলুপ এঁটে দেন। বস্ত্র ও পাট মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ৭২২ কোটি টাকা ব্যয়ের শেখ হাসিনা নকশিপল্লীর প্রথম পর্যায় (জমি অধিগ্রহণ ও ভূমি উন্নয়ন) অনুমোদন করিয়ে নিলেও পাঁচ বছরেও কাজ শুরু করতে পারেননি মির্জা আজম। প্রকল্প বাস্তবায়নে সাড়ে তিন হাজার কোটি টাকা ব্যয়ের পরিকল্পনা নেওয়া হয়। অনেকের মতে, সাবেক...
আজ থেকে যমুনা বহুমুখী সেতুতে আপাতত চলবে না ট্রেন
অনলাইন ডেস্ক
![আজ থেকে যমুনা বহুমুখী সেতুতে আপাতত চলবে না ট্রেন](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/12/1739329219-529d22825e87b50c43af3cad27e2f5b1.jpg?w=1920&q=100)
দীর্ঘ অপেক্ষার পর আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) থেকে নতুন নির্মিত যমুনা রেল সেতুতে যাত্রীবাহী ট্রেন নিয়মিত চলাচল শুরু হওয়ার কথা থাকলেও যমুনা বহুমুখী সেতুতে ট্রেন চলাচল বন্ধ হয়ে যাচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন যমুনা রেল সেতু প্রকল্পের পরিচালক আল ফাত্তাহ মো. মাসউদুর রহমান। প্রকল্প পরিচালক বলেন, বুধবার সকাল থেকে নতুন তৈরি যমুনা রেল সেতুতে নিয়মিত ট্রেন চলবে। রাজশাহী থেকে ছেড়ে আসা সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনটি প্রথম পাড়ি দেবে যমুনা বহুমুখী সেতু থেকে উত্তর পাশে অবস্থিত নতুন এই সেতু দিয়ে। বুধবার সকাল ৭টায় সিল্কসিটি ট্রেন ছেড়ে আসবে, ১০টার দিকে ট্রেনটি সেতু অতিক্রম করবে। পর্যায়ক্রমে সিডিউল অনুযায়ী বাকি ট্রেনগুলো যাবে। তিনি জানান, ৪ দশমিক ৮ কিলোমিটার দীর্ঘ যমুনা রেল সেতুতে দুটি লাইন থাকলেও প্রথমে একটি লাইন দিয়েই উভয় দিকে ট্রেন চলাচল করবে। ঢাকা থেকে যেতে...
প্রখ্যাত স্থপতি লাইলুন নাহার একরাম আর নেই
অনলাইন ডেস্ক
![প্রখ্যাত স্থপতি লাইলুন নাহার একরাম আর নেই](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/12/1739328216-1acf4290eec622f9a45985428b447385.jpg?w=1920&q=100)
দেশের প্রখ্যাত স্থপতি ও এসেঞ্জ সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক লাইলুন নাহার একরাম আর নেই। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দিনগত রাত ১টা ৫০ মিনিটে তিনি ইন্তেকাল করেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না-ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। দেশের অনেক নান্দনিক ও গুরুত্বপূর্ণ ভবনের নির্মাণশৈলীর দায়িত্বে ছিলেন স্থপতি লাইলুন নাহার একরাম। এগুলোর মধ্যে ঢাকা নগর ভবন, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, আগারগাঁওয়ের এলজিআরডি ভবন ও বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন প্রকল্প উল্লেখযোগ্য। তিনি দীর্ঘদিন কিডনি রোগে আক্রান্তছিলেন। তিনি স্বামী, এক পুত্র, এক কন্যা, পুত্রবধু,জামাতা ও তিন নাতি-নাতনি রেখে গেছেন। আজ বুধবার (১২ই ফেব্রুয়ারি) বাদ আছর (৪: ০০মি:) ধানমন্ডির তাকওয়া মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। আগামীকাল বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি)যোহর (১.৩০ মি:) গুলশান আজাদ মসজিদে...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর