শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠা বিএনপির পক্ষেই সম্ভব মন্তব্য করে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, তারেক রহমানের স্বাভাবিক রাজনীতি মানুষের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি করছে। তার কথাকে মানুষ বিশ্বাস করছে, তিনি পরিষ্কারভাবে বলেছেন, তিনি কাউকেই প্রশ্রয় দেবেন না। তারেক রহমান ও বিএনপি চাচ্ছে সাধারণ শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠা করবে। বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার দত্তপাড়া রাম রতন বহুমুখী আদর্শ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বক্তব্য শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। এ্যানি আরও বলেন, আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে পার্থক্য আছে। আওয়ামী লীগ লুটপাট, গুম ও খুন করেছে। জীবনে কোনদিন...
বিএনপির পক্ষেই শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠা সম্ভব : এ্যানি
নিজস্ব প্রতিবেদক
![বিএনপির পক্ষেই শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠা সম্ভব : এ্যানি](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/05/1738748537-bc2fc0c933dc425682c70ad10338f9ea.jpg?w=1920&q=100)
বাংলাদেশে আওয়ামী লীগের নামে কেউ রাজনীতি করতে পারবে না: সালাহউদ্দিন
নিজস্ব প্রতিবেদক
![বাংলাদেশে আওয়ামী লীগের নামে কেউ রাজনীতি করতে পারবে না: সালাহউদ্দিন](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/05/1738747208-8c4b50911380d1c5a4053ccabfe05fbd.jpg?w=1920&q=100)
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, বাংলাদেশ মানুষ গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে, তাদের বিতাড়িত করেছে। বাংলাদেশে সেই আওয়ামী লীগের নামে কেউ রাজনীতি করতে পারবে না। আজ বুধবার (৫ ফ্রেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আঞ্চলিক সম্পাদক পরিষদ আয়োজিত জাতীয় ঐক্য ও বর্তমান বাস্তবতা শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বিএনপির এই নেতা বলেন, দলটির গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের জন্য রাজনৈতিক সংগঠন হিসেবে বিচার দাবি জানাচ্ছি। বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে নির্ধারণ হোক আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি ও নির্বাচন করতে পারবে কিনা। সংবিধানের বিধান মোতাবেক আপনারা আইন প্রস্তুত করুন। সালাহউদ্দিন আহমেদ আরও বলেন, আওয়ামী লীগকে রাজপথে কতদিন পুলিশ দিয়ে ঠেকিয়ে রাখবেন? আপনারা বলছেন, আওয়ামী...
ফ্যাসিবাদী আমলে বিরোধী মতের সবাই নির্যাতিত ছিলো: জামায়াত আমির
নিজস্ব প্রতিবেদক
![ফ্যাসিবাদী আমলে বিরোধী মতের সবাই নির্যাতিত ছিলো: জামায়াত আমির](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/05/1738745546-c43f37ae8c766f4289161b50e626f49e.jpg?w=1920&q=100)
ফ্যাসিবাদী সরকারের আমলে জামায়াতে ইসলামীসহ বিরোধী মতের সবাই নির্যাতিত ছিলেন বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামির আমির ডা. শফিকুর রহমান। বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে জুলাই ২০২৪ বিপ্লবের শহীদ স্মারক মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। জামায়াত আমির জানান, জুলাই আন্দোলনে নিহত বীররা একটা মানবিক এবং বৈষম্যহীন বাংলাদেশ চেয়েছিল। কিন্তু ফ্যাসিস্টরা সেটাই মেনে নিতে পারেননি। জুলাই বিপ্লবের শহীদদের সম্পর্কে সারাবিশ্ব যেনো জানতে পারে এজন্য দেশের সকল রাজনৈতিক দলগুলোকে শহীদদের নিয়ে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের আহবান জানান। জামায়াত আমির আরও বলেন, জামায়াত ১ম ধাপে ৭১৭ জনের ১০ খণ্ডের তালিকা প্রকাশ করলো। এই কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে। অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্য বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।...
নতুন দল গঠনে জনমত জানতে চায় জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধীরা
নিজস্ব প্রতিবেদক
![নতুন দল গঠনে জনমত জানতে চায় জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধীরা](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/05/1738745529-f72cb66356890f4aa172bbf3522bb9cf.jpg?w=1920&q=100)
বুধবার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর বাংলামোটরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ছাত্র-তরুণদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল গঠনে জনমত সংগ্রহে সপ্তাহব্যাপী কর্মসূচি দেয়া হয়। জনমত জরিপের জন্য একটি ফরমও তৈরি করা হয়েছে। এই ফরম পূরণ করে সারাদেশের মানুষ চাইলে তাদের মতামত জানাতে পারবেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে জানানো হয়, রাজনৈতিক দল গঠন করতে এই কর্মসূচির মাধ্যমে তারা সাধারণ মানুষের কাছে যেতে চান। ফরমে তারা ১০টি বিষয়ে জানতে চেয়েছে। এর মধ্যে রয়েছে : ১) পূর্ণ নাম ২) লিঙ্গ ৩) পেশা ৪) জেলা ৫) ফোন নম্বর ৬) আপনার মতে কোন তিনটি কাজ করলে দেশ বদলে যাবে? ৭) নতুন রাজনৈতিক দলের কাছে আপনার জীবনের কোন সমস্যার সমাধান চান? ৮) নতুন দলের কাছে আপনি কী প্রত্যাশা করেন? ৯) দলের নাম কী হতে পারে? ১০) দলের মার্কা কী হতে পারে? ফরমটি গুগলে পাওয়া যাচ্ছে। বৈষম্যবিরোধী...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর