বাংলাদেশ-ভারত সীমান্ত সুরক্ষিত রাখতে দেশের সীমান্তবর্তী এলাকার মানুষের কাছে সচেতনতামূলক বাণী নিয়ে যাচ্ছেন বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)। এরই ধারাবাহিকতায় আজ বুধবার (১৫ জানুয়ারি) ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় ধনতলা বিওপি সীমান্ত এলাকার মানুষদের নিয়ে ধনতলা উচ্চ বিদ্যালয় মাঠে একটি সচেতনতামূলক সভা করেন বিজিবির ঠাকুরগাঁও সদর দপ্তরের সেক্টর কমান্ডার কর্নেল গোলাম রাব্বানি। এ সভায় থিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লে: কর্নেল তানজীর আহম্মদসহ বিজিবির অন্যান্য কর্মকর্তাবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, ধর্মীয় উপাসনালয়ের লোকজন ও শিক্ষক প্রতিনিধিগণ। সচেতনতা মূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে ঠাকুরগাঁও সদর দপ্তরের সেক্টর কমান্ডার কর্নেল গোলাম...
সচেতনতার বাণী নিয়ে সীমান্তবর্তী মানুষের কাছে ছুটছে বিজিবি
ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ে বিএসএফের হাতে বাংলাদেশি আটক
ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী সীমান্ত থেকে আলিমুর রেজা (৪০)নামে এক বাংলাদেশি নাগরিককে আটক করে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)৷ বিষয়টি নিশ্চিত করেন ৫০ বর্ডার গার্ড বাংলাদেশ ঠাকুরগাঁওয়ের অধিনায়ক লে.কর্ণেল তানজীর আহমেদ। মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাত ৮ টায় উপজেলার আমজানখোর ইউনিয়নের বেউরঝাড়ি সীমান্ত থেকে তাকে আটক করে নিয়ে যায় বিএসএফ। লে.কর্ণেল তানজীর আহমেদ বলেন, শূন্য রেখা অতিক্রম করার পর ইন্ডিয়া তারকাটা অতিক্রম করার সময় তাকে আটক করে। আমরা ফেরত আনার জন্যে যোগাযোগ করেছি। news24bd.tv/DHL
গ্রেপ্তারের পর হাসপাতালে সাবেক ছাত্রদল নেতার রহস্যজনক মৃত্যু
অনলাইন ডেস্ক
নোয়াখালীতে যৌথ বাহিনীর হাতে গ্রেপ্তারের পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক সাবেক ছাত্রদল নেতার মৃত্যু হয়েছে। সোমবার (১৩ই জানুয়ারি) সন্ধ্যার দিকে নোয়াখালী জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত আব্দুর রহমান (৩৩) জেলার সোনাইমুড়ী উপজেলার সোনাপুর ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের হীরাপুর গ্রামের হাওলাদার বাড়ির মাওলানা সাইদুল হকের ছেলে। তিনি সোনাপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক ছিলেন। হাসপাতাল সূত্রে জানা যায়, সোমবার (১৩ জানুয়ারি) বিকেল সাড়ে পাঁচটার দিকে পুলিশ আব্দুর রহমান ও হাবিবুর রহমান (২৫) নামে দুই যুবককে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে। তাৎক্ষণিক তাদের হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির পর সন্ধ্যা ছয়টা ২০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় আবদুর রহমান মারা যান। দুজনের শরীরে জখম ছিলো। কিন্তু তাদের শরীরে গুরুতর কাটাছেঁড়া কিছু ছিলো না। হাবিবুর...
প্রথমবার আসামি সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ
অনলাইন ডেস্ক
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলা ও গুলির ঘটনায় সাবেক রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এর আগে সারাদেশে শত শত মামলায় আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের আসামি করা হয়। তবে প্রথমবার আসামি হলেন দুইবারের এ রাষ্ট্রপতি। কিশোরগঞ্জ সদর থানায় মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকেলে মামলাটি দায়ের করেন লতিবাবাদ এলাকার তরুণ তহমুল ইসলাম (২৭)। মামলা সূত্রে জানা গেছে, আবদুল হামিদ ছাড়াও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল ও ওবায়দুল কাদেরসহ ১২৪ জনকে আসামি করা হয়েছে। জেলা পুলিশ সূত্র জানিয়েছে, শেখ হাসিনা সরকারের পতনের পর গত ৫ আগস্ট থেকে এখন পর্যন্ত কিশোরগঞ্জ সদর থানায় ১১টিসহ জেলায় প্রায় অর্ধশত রাজনৈতিক মামলা হয়েছে। এসব মামলায় প্রায় চার হাজার জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১০...