এবার মালয়েশিয়ায় মুক্তি পেতে যাচ্ছে দরদ। আগামী ৬ ডিসেম্বর দেশটির ১৮ টি সিনেমা হলে একযোগে মুক্তি পাচ্ছে সুপারস্টার শাকিব খানের এ ছবিটি। এর আগে শাকিবের পরপর দুটি ইন্ডাস্ট্রি হিট ছবি প্রিয়তমা ও তুফান মালয়েশিয়া মুক্তির পর সেখানকার প্রবাসীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল। পরিবেশকরা বলছেন, প্রিয়তমা ও তুফান সাফল্যে মালয়েশিয়ায় প্রবাসীদের মাঝে শাকিবের ছবির চাহিদা তুঙ্গে। রাজধানী কুয়ালালামপুরের কোতারায়ার রয়েল রূপসী রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান জেটিজি এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী মো. রাসেল। আগামী ডিসেম্বর মাসের ৬ তারিখে প্রিমিয়ার শো অনুষ্ঠিত হবে। ৭ ডিসেম্বর থেকে সারা মালয়েশিয়ার ১৮টি হলে দরদ ছবিটি মুক্তি পাবে। যেসব হলে দরদ ছবিটি যাবে তা হলো: কেএলসিসি, টাইম স্কয়ার, রাওয়াং,কেলাং, জোহরবারুর সিটি স্কয়ার, ইপু , পেনাং বিএম, পেনাং সিটি,...
৬ ডিসেম্বর থেকে মালয়েশিয়ায় চলবে ‘দরদ’
নিজস্ব প্রতিবেদক
স্বেচ্ছায় নগ্ন হয়েছিলেন 'বার্বি' তারকা, মুখ খুললেন নিজেই
নিজস্ব প্রতিবেদক
জনপ্রিয় বার্বি তারকা মার্গো রবি। বহুল প্রশংসিত সিনেমা দ্য উলফ অব দ্য ওয়াল স্ট্রিট- এ সুদক্ষ অভিনয় করেই খ্যাতি পান মার্গো রবি। তবে এই সিনেমার এক নগ্ন দৃশ্যের জন্য অনেক অংশেই সমালোচনার মুখে পড়তে হয়েছিল এই হলিউড অভিনেত্রীকে। এবার সেই বিষয় নিয়েই মুখ খুললেন অভিনেত্রী। ২০১৩ সালে মুক্ত পেয়েছিল মার্টিন স্করসেজি পরিচালিত সিনেমা দ্য উলফ অব দ্য ওয়াল স্ট্রিট। আর সেই সিনেমায় অভিনয়ের সুদক্ষতা নিয়ে যতটা প্রশংসিত হয়েছেন তার থেকেও বেশি নগ্ন দৃশ্যের জন্য সমালোচিত হয়েছিল তিনি। এই প্রসঙ্গে সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, গল্পের প্রয়োজনেই পুরোপুরি নগ্ন হয়েছিলেন তিনি। এমনকি পুরোপুরি নগ্ন হওয়ার আইডিয়াও পরিচালক স্করসেজির নয়! মার্গো রবি বলেন, স্করসেজি আমাকে একটা তোয়ালে জড়িয়ে নিতে বলেছিলেন। তবে দৃশ্যটির জন্য অন্য...
নতুন ছবিতে হেনরি ক্যাভিল-রিতা ওরা জুটি
নিজস্ব প্রতিবেদক
অ্যাকশন ধাঁচের নতুন ভোলট্রন ছবিতে সুপারম্যান তারকা হেনরি ক্যাভিলের সঙ্গে থাকছেন পপ তারকা রিতা ওরা। এতে জন কিম এবং ড্যানিয়েল কুইন-টয়েকেও অভিনয় করবেন। সবকিছু ঠিক থাকছে চলতি মাসেই অস্ট্রেলিয়ায় শুরু হবে ভোলট্রন ছবির শুটিং। তবে এর মুক্তির তারিখ এখনও ঘোষণা করা হয়নি। জনপ্রিয় জাপানি অ্যানিমে ফ্র্যাঞ্চাইজি ভোলট্রনের উপর ভিত্তি করে তৈরি হতে যাচ্ছে সিনেমাটি। সেখানে একটি দল মহাকাশের এক্সপ্লোরার একটি বিশাল রোবট ভোলট্রনকে নিয়ন্ত্রণ করে। ভোলট্রন নিয়ে এর আগে বেশ কিছু কাজ হয়েছে। যার মধ্যে ভোলট্রন: লিজেন্ডারি ডিফেন্ডার নামের সিরিজটি নেটফ্লিক্সে খুবই জনপ্রিয়তা পেয়েছিল। রিতা ওরা তার সঙ্গীত ক্যারিয়ারের পাশাপাশি দ্য মাস্কড সিঙ্গার, দ্য এক্স ফ্যাক্টর এবং দ্য ভয়েস-এর মতো শোয়ে বিচারক হিসেবে কাজ করে পরিচিতি পেয়েছেন। তিনি সম্প্রতি অ্যাকশন-থ্রিলার হি ব্লেড...
যোগব্যায়াম করতে গিয়ে ঢেউয়ে তলিয়ে গেলেন রাশিয়ান অভিনেত্রী
অনলাইন ডেস্ক
সমুদ্রপাড়ে যোগব্যায়ামের অনুশীলন করতে গিয়ে ঢেউয়ে তলিয়ে গেলেন রাশিয়ান অভিনেত্রী কামিলা বেলিয়াতস্কায়া। গত ২৯ নভেম্বর থাইল্যান্ডে ছুটি কাটাতে গিয়ে এমন মর্মান্তিক মৃত্যুর স্বীকার হয়েছেন এই অভিনেত্রী। মৃত্যুকালে কামিলার বয়স হয়েছিল মাত্র ২৪ বছর। নিউইয়র্ক পোস্ট এক প্রতিবেদনে জানানো হয়েছে এই তথ্য। প্রতিবেদনে বলা হয়েছে, থাইল্যান্ডের দ্বিতীয় বৃহত্তম দ্বীপ কো সামুই এলাকায় একটি ভিউপয়েন্টের নিচে পাথুরে এলাকায় গিয়েছিলেন কামিলা। পরে একটি শক্তিশালী ঢেউ সেখান থেকে তাকে ভাসিয়ে নেয়। সামাজিক যোগাযোগ মাধ্যমেও অভিনেত্রীর মর্মান্তিক দুর্ঘটনার সেই ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা গেছে, ঢেউ আছড়ে পড়ার পর অভিনেত্রীকে একজন পথচারী বাঁচানোর চেষ্টা করেছিলেন। তবে শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছেন তিনি। কামিলাকে আর জীবিত অবস্থায় উদ্ধার করা যায়নি। প্রতিবেদনে আরও বলা...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর