কিশোরগঞ্জের ভৈরবে জগন্নাথপুর এলাকায় পিকআপ ভ্যান ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৩ নারীসহ ৫ জন নিহত হয়েছেন। সোমবার (১৬ ডিসেম্বর) সকালে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। বিস্তারিত আসছে... news24bd.tv/DHL
ভৈরবে অটোরিকশা-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৫
অনলাইন ডেস্ক
![ভৈরবে অটোরিকশা-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৫](https://asset.news24bd.tv/public/news_images/2024/12/16/1734327499-2a47945176fc15609a5e29c3b6f975d4.jpg?w=1920&q=100)
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ
অনলাইন ডেস্ক
![দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ](https://asset.news24bd.tv/public/news_images/2024/12/16/1734316021-bcac34cafcecd21aacde4ca953fd4fe1.jpg?w=1920&q=100)
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল সোমবার (১৬ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে বন্ধ করে দেওয়া হয়েছে। ঘন কুয়াশার কারণে নৌ দুর্ঘটনা এড়াতে এ সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক মো. খোরশেদ আলম জানান, ভোর সাড়ে ৫টার দিকে কুয়াশা তীব্র আকার ধারণ করলে চ্যানেলের বিকন বাতি এবং মার্কিং পয়েন্টের কিছুই দেখা যাচ্ছিল না। ফলে নিরাপত্তার জন্য ফেরি চলাচল বন্ধ রাখতে হয়েছে। কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল পুনরায় স্বাভাবিক করা হবে। news24bd.tv/DHL
মহেশপুর সীমান্ত থেকে তিন ভারতীয় নাগরিক আটক
অনলাইন ডেস্ক
![মহেশপুর সীমান্ত থেকে তিন ভারতীয় নাগরিক আটক](https://asset.news24bd.tv/public/news_images/2024/12/16/1734312768-b70e86750073e3a09d1d8bbcd0316a93.jpg?w=1920&q=100)
ঝিনাইদহের মহেশপুর উপজেলার মাইলবাড়িয়া সীমান্ত থেকে দুই নারীসহ তিন ভারতীয় নাগরিককে আটক করেছে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি)। রোববার দুপুরে তারা সীমান্ত পার করার সময় বিজিবির হাতে ধরা পড়েন। বিজিবির খালিশপুর ৫৮ ব্যাটালিয়নের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটককৃতরা ভারতের উত্তর প্রদেশ, শেহাজাহানপুর এবং নদীয়া জেলার বাসিন্দা। তারা বেশ কিছুদিন আগে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে এবং সম্প্রতি ভারতে ফিরে যাওয়ার সময় আটক হন। গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সীমান্ত এলাকায় টহল জোরদার করেছিল, ফলে মেহগনি বাগান থেকে তাদের আটক করা হয়। পরে, বিজিবি মামলা দায়ের করে আটক তিনজনকে মহেশপুর থানায় সোপর্দ করেছে। news24bd.tv/DHL
নাশকতার আশঙ্কায় আওয়ামী লীগের ৩১ নেতাকর্মী আটক
অনলাইন ডেস্ক
![নাশকতার আশঙ্কায় আওয়ামী লীগের ৩১ নেতাকর্মী আটক](https://asset.news24bd.tv/public/news_images/2024/12/16/1734306494-0d3f56278f9b7be047df079a2cc8de81.jpg?w=1920&q=100)
বিজয় দিবসকে কেন্দ্র করে নাশকতার আশঙ্কায় নাটোর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৩১ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। রোববার (১৫ ডিসেম্বর) বিকেলে নাটোরের পুলিশ সুপার মারুফাত হুসাইন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বিজয় দিবস উদ্যাপন নির্বিঘ্ন করতে শনিবার দিনগত রাতে জেলার ৭ উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন মামলার আসামিসহ ৩১ জনকে আটক করা হয়েছে। আটকদের মধ্যে নাটোর সদর উপজেলা থেকে ৯ জন, গুরুদাসপুর থেকে ৪ জন, বড়াইগ্রাম থেকে ৯ জন, লালপুর থেকে ৪ জন, সিংড়া থেকে ৩ জন এবং নলডাঙ্গা ও বাগাতিপাড়া থেকে ১ জন করে রয়েছেন। রোববার বিকেলে আটক ব্যক্তিদের আদালতে উপস্থাপন করে জেলহাজতে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, বিজয় দিবসে কোনো ধরনের বিশৃঙ্খলা রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর