লাশ দাফনের ৬১ দিন পর আদালতের নির্দেশে ঝিনাইদহে কিশোর স্কুলছাত্র সোহানের মরদেহ উত্তোলন করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকালে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেফতাহুল হাসানের নেতৃত্বে ডিবি পুলিশ সদর উপজেলার নগরবাথান গ্রামের একটি কবরস্থান থেকে সোহানের মরদেহ উত্তোলন করে। গত ২০ সেপ্টেম্বর ঢাকায় রহস্যজনক মৃত্যু হয় সোহানের। ২১ সেপ্টেম্বর ময়না তদন্ত ছাড়াই তড়িঘড়ি করে তার মরদেহ একটি মহল ঝিনাইদহের নগরবাথান গ্রামে দাফন করে। মরদেহ দাফনের পর সোহানকে হত্যা করা হয়েছে বলে প্রচার হলে ঝিনাইদহের একটি আদালতে তার পিতা শহিদুল ইসলাম ৮ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। আদালত মামলাটি তদন্তের জন্য ঝিনাইদহ ডিবি পুলিশকে দায়িত্ব দেন। মামলার তদন্ত কর্মকর্তা এসআই শরীফ ময়না তদন্তের জন্য আবেদন করলে ঝিনাইদহ সদর আমলি আদালতের বিচারক তা মঞ্জুর করেন। পরে মরদেহ...
ঝিনাইদহে দাফনের ৬১ দিন পর মরদেহ উত্তোলন
ঝিনাইদহ প্রতিনিধি
আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষে আহত ২০
অনলাইন ডেস্ক
আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছে। সংঘর্ষ চলাকালে কয়েকটি ককটেল বিস্ফোরণ ও যানবাহন ভাংচুরের ঘটনা ঘটে। যশোরের কেশবপুরে বুধবার (১১ ডিসেম্বর) রাতে এ ঘটনা ঘটে। উপজেলার সুফলাকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম মুনজুর রহমানের সমর্থক ও ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। ইউপি চেয়ারম্যানকে পরিষদে যেতে বাধায় দেয়ায় এই সংঘর্ষের সূত্রপাত হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে। স্থানীয়রা জানায়, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সুফলাকাটি ইউনিয়নের চেয়ারম্যান এসএম মুনজুর রহমান কার্যালয়ে যেতে পারছিলেন না। তাকে বিএনপি নেতারা অবাঞ্ছিত ঘোষণা করেন। বুধবার সকালে চেয়ারম্যান মঞ্জুর তার সমর্থকদের নিয়ে ইউনিয়ন কাউন্সিল ভবনে অফিস করতে যান। সেখানে স্থানীয় বিএনপি নেতারা তাকে বাধা দেয়। এসময়...
পিরোজপুরে আগুনে পুড়ে ছাই ৮ দোকান
পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরে আগুনে পুড়ে ভস্মীভূত হয়েছে ৮ দোকান। গতকাল বুধবার (১১ ডিসেম্বর) রাত সাড়ে ১১টায় নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠী বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানাযায়, বুধবার রাতে শ্রীরামকাঠী বাজারের মুদি ব্যবসায়ী শাহজাহানের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা ছড়িয়ে পড়লে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও মুদি, ইলেক্ট্রনিকস, মোবাইলসহ মোট ৮টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। শ্রীরামকাঠী বাজারের মুদি ব্যবসায়ী শাহজাহান জানান, আগুন লাগার খবর শুনে আসতে আসতে তার দোকানের সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ছয় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি তার। নাজিরপুর উপজেলার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. সোয়াইব হোসেন বলেন, আগুন লাগার খবর শুনে...
তীব্র শীতে কাঁপছে গোপালগঞ্জ
গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জ জেলার উপর দিয়ে হিমেল হাওয়া বয়ে যাওয়ায় তীব্র শীতে জনজীবন বিপযর্স্ত হয়ে পড়েছে। দেশের সর্বনিম্ন তাপমাত্রা গোপালগঞ্জে রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস। আজ বৃহস্পতিবার ভোরে তীব্র কুয়াশার সাথে হিমেল হাওয়া বয়ে যাওয়ায় বেড়েছে শীতের তীব্রতা। সূর্যের মুখ দেখা না যাওয়ায় শীতের তীব্রতা দ্বিগুণ অনুভূত হচ্ছে। আজ দেশের ও জেলার সর্বনিম্ন তাপমাত্রা গোপালগঞ্জে রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস। আর বাতাসের আদ্রতা ছিলো ৯৬ শতাংশ। তীব্র শীত আর গরম কাপড়ের অভাবে চরম ভোগান্তিতে পড়েছে ছিন্নমূল, গরীব ও খেটে খাওয়া মানুষেরা। কাজে বের হতে পারছেন না তারা। তবে অনেকেই টুপি, মাফলার ও চাঁদর মুড়ি দিয়ে বাইরে বের হচ্ছেন। ভোরে মহাসড়কসহ বিভিন্ন সড়কে হেড লাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করেছে। অনেকেই শীতজনিত রোগে আক্রান্ত হয়ে ভীড় করছেন হাসপাতালগুলোতে।...
সর্বশেষ
সর্বাধিক পঠিত