পাপ থেকে বেঁচে থাকা কঠিন হলেও অসম্ভব নয়। তাই এই কষ্টসাধ্য বিষয়ের জন্য আল্লাহর সন্তুষ্টি লাভের আশা নিয়ে চেষ্টা করলে সফলতা অনিবার্য। তবে এজন্য কষ্ট করতে হবে এবং গোনাহ পরিত্যাগের ব্যাপারে আন্তরিক প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। তাহলে আল্লাহর সাহায্যও মিলবে। আল্লাহ বলেন, আর যারা আমাদের রাস্তায় সর্বাত্মক প্রচেষ্টা চালায়, আমরা অবশ্যই তাদের আমাদের রাস্তা সমূহের দিকে পরিচালিত করব। আর নিশ্চয়ই আল্লাহ সত্কর্মশীলদের সাথে থাকেন। (সুরা আনকাবুত, আয়াত : ৬৯) সুতরাং কুপ্রবৃত্তি যাতে গোনাহে লিপ্ত করাতে না পারে সেজন্য প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। আল্লাহ বলেন, হে বিশ্বাসীরা! তোমরা ধৈর্যধারণ কর ও ধৈর্যের প্রতিযোগিতা করো এবং সদা প্রস্তুত থাক। আর আল্লাহকে ভয় কর, যাতে তোমরা সফলকাম হতে পারো। (সুরা আলে ইমরান, আয়াত : ২০০) পাপ বর্জনে ধৈর্যের সাথে প্রচেষ্টা অব্যাহত রাখতে...
পাপ থেকে বেঁচে থাকতে সর্বাত্মক চেষ্টা করতে হবে
আহমাদ মুহাম্মাদ
মুমিনের অনুভূতিতে শীতকাল
আসআদ শাহীন
এই বিশাল সৃষ্টিজগতের অস্তিত্ব এবং এর অন্তর্গত পরিবর্তনশীল দৃশ্যপটমেঘের গর্জন ও বৃষ্টির ঝরঝর, ঝড়ের তাণ্ডব, কোথাও তীব্র রৌদ্রের দহন আবার কখনো সেই রৌদ্রের মাঝেই বৃষ্টির নরম ছোঁয়া, নদীর শুকিয়ে যাওয়া, আগ্নেয়গিরির অগ্নুৎপাত, দিন-রাতের লুকোচুরি, মাস-বছরের ক্রমবিন্যাস ও এর পরিবর্তমান প্রভাবসবকিছুই আল্লাহ তাআলার অস্তিত্বের জ্বলন্ত প্রমাণ। এই জগত্ তাঁর আদেশের দাস, আর প্রতিটি সৃষ্টিই তাঁর সিদ্ধান্তে অবিচলভাবে কার্যকর। এ কারণেই আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন : আমি সব কিছু সৃষ্টি করেছি নির্ধারিত পরিমাপে। (সুরা আল কামার, আয়াত : ৪৯) ঋতুর পরিবর্তন আল্লাহ তাআলার অপার মহিমা ও অসীম ক্ষমতার নিদর্শন। কখনো তপ্ত গ্রীষ্ম, যার দাহক লু যেন জ্বলন্ত শিখার মতো, যা বরফ পর্যন্ত গলিয়ে দেয়; আবার কখনো হিমশীতল শীত, যা প্রবাহিত জলকেও কঠিন বরফে রূপান্তরিত করে। কখনো প্রকৃতি...
কাবাঘরের চেয়ে উঁচু স্থানে নামাজ পড়া যাবে?
মুফতি আহমদ আবদুল্লাহ
হাবিব রবিউল হক পেশায় একজন ব্যবসায়ী। সম্প্রতি তিনি ওমরাহ পালন করেন। মসজিদুল হারামে নামাজ আদায়ের সময় তিনি লক্ষ্য করেন, বহু মানুষ পবিত্র কাবাঘরের চেয়ে উঁচু স্থানে দাঁড়িয়ে নামাজ আদায় করছে। তার প্রশ্ন হলো, কাবাঘরের চেয়ে উঁচু স্থানে দাঁড়িয়ে নামাজ পড়লে কি নামাজ হয়? ফকিহ আলেমরা বলেন, কাবাঘরের চেয়ে উঁচু স্থান বা ভবনের ওপর দাঁড়িয়ে নামাজ আদায় করলে কোনো সমস্যা নেই। যেমন কেউ যদি মসজিদুল হারামের ছাদে দাঁড়িয়ে, জাবালে আবু কুবাইসের ওপর দাঁড়িয়ে অথবা মসজিদুল হারামে আশ-পাশের কোনো বহুতল ভবনের ওপরে দাঁড়িয়ে নাম নামাজ আদায় করে, তবে কোনো সমস্যা নেই। ইমাম নববী (রহ.) বলেন, যদি কোনো ব্যক্তি জাবালে আবু কুবাইসের ওপর দাঁড়িয়ে নামাজ আদায় করে, অথবা কাবাঘরের নিকটবর্তী কিন্তু তার চেয়ে উঁচু স্থানে দাঁড়িয়ে নামাজ আদায় করে, তবে তার নামাজ শুদ্ধ হয়ে যাবে। এই বিষয়ে ফিকহের ইমামদের ভেতর কোনো...
আল্লাহর নাম দিয়ে হারাম কাজ করা নিষিদ্ধ
মাইমুনা আক্তার
কাজের শুরুতে আল্লাহর নাম নেওয়া তথা বিসমিল্লাহ বলা মুমিনের বৈশিষ্ট্য। আমার প্রিয় নবীজি (সা.) যেকোনো ভালো বিসমিল্লাহ দিয়ে শুরু করতেন। বিসমিল্লাহ ইসলামের অন্যতম প্রতীক বা নিদর্শন। একে সম্মান করা প্রতিটি মুসলমানের দায়িত্ব। পবিত্র কোরআনে ইসলামের প্রতীক বহন করে এমন বিষয়গুলোকে সম্মান করার প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এর মাধ্যমে মুমিনের তাকওয়ার বহিঃপ্রকাশ হয়। ইরশাদ হয়েছে, এটাই আল্লাহর বিধান এবং কেহ (আল্লাহর) নিদর্শনাবলীকে সম্মান করলে এটাতো তার হূদয়ের তাকওয়ারই বহিঃপ্রকাশ। (সুরা হজ, আয়াত : ৩২) তাই ইসলামের এই প্রতীকবহনকারী এসব নিদর্শনগুলোর ব্যাপারে এমন উক্তি করা উচিত নয়, যার মাধ্যমে তার সম্মান নষ্ট হয়। যেমন কোনো হারাম কাজ করার সময় ঠাট্টা করে আল্লাহর নাম নেওয়া বা কাউকে বিসমিল্লাহ বলে হারাম কাজ করতে বলা ইসলামের প্রতীকবহনকারী বিসমিল্লাহ-এর সঙ্গে...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর