এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসরের আকর্ষণ বাড়াতে কানাডিয়ান মডেল, ফিটনেস ইনফ্লুয়েন্সার এবং ক্রিকেট প্রেজেন্টার ইয়েশা সাগরের সঙ্গে চুক্তি করেছে চট্টগ্রাম কিংস। আজ শনিবার (১৪ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ফ্র্যাঞ্চাইজিটি জানায়, (ভারতীয় বংশোদ্ভূত) কানাডার মডেল-অভিনেত্রী, ফিটনেস ইনফ্লুয়েন্সার ও ক্রিকেট প্রেজেন্টার ইয়েশা সাগরকে আসন্ন বিপিএলে চট্টগ্রাম কিংসের অফিসিয়াল হোস্ট (উপস্থাপক) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। শনিবার চট্টগ্রাম কিংস তাদের ফেসবুক পেজে ইয়েশার সঙ্গে চুক্তির বিষয়টি নিশ্চিত করে জানায় ইয়েশা এর আগে গ্লোবাল টি২০ কানাডায় কাজ করেছেন এবং ক্রীড়া উপস্থাপনার পাশাপাশি ফিটনেস নিয়ে কাজ করেন। সামাজিক মাধ্যমে স্বাস্থ্য-সচেতনতার বিষয়ে মানুষকে প্রভাবিত করে আসছেন এই কানাডিয়ান মডেল। ফলে তার সঙ্গে...
বিপিএলে কানাডিয়ান মডেল নিয়োগ চট্টগ্রামের
অনলাইন ডেস্ক
রুদ্ধশ্বাস ম্যাচে আবাহনীকে হারালো মোহামেডান
অনলাইন ডেস্ক
রুদ্ধশ্বাস ম্যাচে আবাহনীকে ১-০ গোলে হারিয়েছে মোহামেডান। আজ শনিবার (১৪ ডিসেম্বর) কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ম্যাচের শেষদিকে ঘটা রোমাঞ্চে আলো ছড়ায় মোহামেডান। শুরুটা ম্যাড়ম্যাড়ে হলেও সব নাটকীয়তা যেনো শেষের জন্যই তৈরি ছিলো। বিশেষ করে ম্যাচের যোগ করা অতিরিক্ত সময়ের ৫ মিনিটের তৃতীয় মিনিটে আবাহনীকে সমতায় ফেরানোর সুযোগ পেয়েছিলেন আকাশ। গোলবারে বলকে রাখতে পারলেই গোল করার এমন সুযোগ পেয়েও কল্পনাতীতভাবে হাতছাড়া করলেন তিনি। সুমন রেজার পাসটা পোস্টর বাইরে মারলেন আকাশ। তার মিসের পরেই আবাহনীর খেলোয়াড়দের মাথায় হাত। যদিও এরপরই ম্যাচের বড় নাকটীয়তা শুরু হয়। একদম শেষ মুহূর্তে গোল করে আবাহনী। কিন্তু আগেই রেফারি অফসাইডের পতাকা তুলে ধরায় সমতায় ফেরা হয়নি আবাহনীর। পরে সহকারী রেফারিকে ঘিরে বেশ উত্তেজনা সৃষ্টি হয়। তাতে অবশ্য লাভ হয়নি আবাহনীর।...
রহমতগঞ্জকে ৪-১ গোলে হারালো বসুন্ধরা কিংস
অনলাইন ডেস্ক
প্রিমিয়ার ফুটবল লিগে দুর্দান্ত পারফরম্যান্সে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ৪-১ গোলে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটিকে হারিয়েছে। এই জয়ে তারা লিগের শীর্ষস্থানে উঠে এসেছে। শনিবার (১৪ ডিসেম্বর) কিংস অ্যারেনায় অনুষ্ঠিত এই ম্যাচে দাপুটে ফুটবল খেলে জয় তুলে নেয় ভ্যালেরি তিতার শিষ্যরা। ৮ মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল কিংস। তবে ফাহিমের শট সেভ করেন রহমতগঞ্জ গোলরক্ষক আহসান হাবিব। দুই মিনিট পরেই ব্রাজিলিয়ান তারকা জোনাথন ফের্নান্দেস গোল করে কিংসকে লিড এনে দেন। রিমনের দূরপাল্লার শট সোহেল রানার পায়ে লেগে থেমে যাওয়া বলটি জালে পাঠান তিনি। ১২ মিনিটে সমতায় ফেরে রহমতগঞ্জ। নাবীব নেওয়াজ জীবন একটি চোখ ধাঁধানো ফ্রি কিকে গোল করেন। এরপর ২০ মিনিটে কিংসের মিগেলের একটি দুর্দান্ত শট সেভ করেন হাবিব। বিরতিতে যাওয়ার ঠিক আগে কিংস আবারও এগিয়ে...
শ্রীলঙ্কাকে গোলবন্যায় ভাসালো বাংলাদেশ
অনলাইন ডেস্ক
শ্রীলঙ্কাকে ৮-০ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ জুনিয়র মহিলা দল। আজ শনিবার (১৪ ডিসেম্বর) ম্যাচটিতে শ্রীলঙ্কাকে পাত্তাই দেয়নি বাংলাদেশ। এর আগে ওমানের মাসকাট থেকে বাংলাদেশ পুরুষ হকি দল যুব বিশ্বকাপের টিকিট নিশ্চিত করলেও অনূর্ধ্ব-২১ জুনিয়র মহিলা দল এশিয়া কাপ খেলতে না পারার আক্ষেপ নিয়ে নবম হয়ে টুর্নামেন্ট শেষ করেছে। এর আগে তারা গ্রুপ পর্বের চারটি ম্যাচই হারের মুখ দেখে। সেই চার ম্যাচে ৪০ গোল হজমের বিপরীতে বাংলাদেশ করেছিলো মাত্র দুটি। চার ম্যাচই হারায় বাংলাদেশকে নবম-দশম স্থান নির্ধারণী ম্যাচ খেলতে হয়। ম্যাচের প্রথম কোয়ার্টারে বাংলাদেশ মাত্র একটি গোল পায়। দ্বিতীয় কোয়ার্টারে আরও দুটি গোল করলে ৩-০ ব্যবধান নিয়ে মধ্যবিরতিতে ফেরে দুদল। বিরতির পর তৃতীয় কোয়ার্টারে আরও ২ গোল করে বাংলাদেশ। শেষ কোয়ার্টারে সবচেয়ে বেশি সংখ্যক তিন গোল করায় বাংলাদেশ...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর