বার্লিনে বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস। সোমবার (১৬ ডিসেম্বর) আয়োজিত এ অনুষ্ঠানে বার্লিনে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ, তরুণ সমাজের প্রতিনিধি এবং জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিরা অংশগ্রহণ করেন। দিনের শুরুতে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স রাহাত বিন জামান জাতীয় পতাকা উত্তোলন করেন। এরপর দূতাবাস মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় মহান মুক্তিযুদ্ধের শহীদ এবং গণঅভ্যুত্থানে শহীদ ছাত্র-জনতার স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। চার্জ দ্য অ্যাফেয়ার্স রাহাত বিন জামান তার বক্তব্যে মুক্তিযুদ্ধে শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি প্রবাসী বাংলাদেশিদের দেশের কল্যাণে ভূমিকা রাখতে এবং জাতির সুনাম...
বার্লিনে বাংলাদেশ দূতাবাসে মহান বিজয় দিবস উদযাপন
অনলাইন ডেস্ক
বাংলাদেশিদের একমাসে রেকর্ড সংখ্যক ভিসা দিল সৌদি
অনলাইন ডেস্ক
বাংলাদেশিদের প্রতিদিন ৪ হাজার থেকে ৬ হাজার ভিসা দিচ্ছে সৌদি আরব। বাংলাদেশ থেকে পাওয়া তথ্যের বরাত দিয়ে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) গালফ নিউজ এ খবর জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত নভেম্বরে ৮৩ হাজার বাংলাদেশিকে শ্রমিক ভিসায় প্রবেশের অনুমতি দিয়েছে সৌদির সরকার। এটিও রেকর্ড, কারণ এর আগে কখনও একমাসে এত সংখ্যক বাংলাদেশিকে শ্রমিক ভিসায় প্রবেশের অনুমতি দেয়নি দেশটি। সৌদি আরবের ভিশন ২০৩০ পরিকল্পনার অধীনে উচ্চাভিলাষী উন্নয়ন প্রকল্পগুলো ত্বরান্বিত করার সঙ্গে সঙ্গে কর্মী চাহিদা বৃদ্ধি পেয়েছে। ২০৩৪ সালের ফিফা বিশ্বকাপ এবং ২০৩০ সালের রিয়াদ এক্সপোসহ বেশ কয়েকটি উচ্চ পর্যায়ের ইভেন্টের জন্য প্রস্তুতি নিচ্ছে সৌদি আরব। এসব ইভেন্টের জন্য এয়ারপোর্ট, রেলওয়ে ও স্টেডিয়ামের মতো বিশাল অবকাঠামো প্রকল্প রয়েছে। এই আয়োজনগুলো সফল করতে সৌদি আরব দ্রুত উন্নয়ন...
জার্মানিতে সিড়ি থেকে পড়ে ‘কৃত্রিম কোমায়’ আছেন কবি দাউদ হায়দার
নিজস্ব প্রতিবেদক
জার্মানির বার্লিনের একটি হাসপাতালে কবি দাউদ হায়দার জীবনমৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। চার দশক ধরে বিদেশে নির্বাসনে রয়েছেন তিনি। গত ১২ই ডিসেম্বর বার্লিন শহরের বাসার সিঁড়িতে পড়ে যান তিনি। সেখান থেকে উদ্ধার করে তাকে হাসপাতালে নেয়া হয়। বর্তমানে তিনি হাসপাতালের আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।হাসপাতালটির চিকিৎসক গুলিউও কাটালডেগিরমেন এই প্রতিবেদককে বলেন, এই মুহূর্তে দাউদ হায়দারের শারীরিক অবস্থা বেশ সংকটজনক। দাউদ হায়দারের ছোট ভাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আরিফ হায়দার জানান, যেটুকু জানা গেছে, বাসার সিঁড়িতে অচেতন অবস্থায় পড়েছিলেন তিনি। সেখান থেকে কে বা কারা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়েছে। চারদিনেও তার জ্ঞান ফিরেনি। কবির ঘনিষ্ঠ বন্ধু জার্মান প্রবাসী মাইন চৌধুরী পিটু জানান, গত ১২ই ডিসেম্বর থেকে দাউদ হায়দারের সেলফোনে কল করছিলেন তিনি।...
কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনে বিজয় দিবস উদযাপন
নিজস্ব প্রতিবেদক
যথাযোগ্য মর্যাদায় মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। ১৬ ডিসেম্বর সোমবার স্থানীয় সময় সকাল ৯ টায় হাইকমিশন প্রাঙ্গণে দেশটিতে নিযুক্ত হাইকমিশনার শামীম আহসান জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন। পতাকা উত্তোলন শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনার শুরুতে মহান মুক্তিযুদ্ধ ও জুলাই -আগস্ট এর ছাত্র-জনতার অভ্যুত্থানের বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। এরপর, বীর শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। অনুষ্ঠানে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার বাণী পাঠ করা হয় এবং মহান মুক্তিযুদ্ধ ও জুলাই -আগস্ট অভ্যুত্থানের উপর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নির্মিত প্রামাণ্যচিত্র আধার পেরিয়ে প্রদর্শন করা হয়। হাইকমিশনার তার বক্তৃতার শুরুতে ৭১ এর...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর