মহান বিজয় দিবসে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সংবর্ধনা অনুষ্ঠানে হারানো মোবাইল ফোন ফিরে পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাতে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন। তবে মোবাইলটি কখন এবং কোথা থেকে উদ্ধার করা হয়েছে, এ বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি। এর আগে, বিজয় দিবস উপলক্ষে সোমবার (১৬ ডিসেম্বর) রাষ্ট্রপতির আমন্ত্রণে বঙ্গভবনে যান মির্জা আব্বাস। সেখানে তিনি তার মোবাইল ফোনটি হারিয়ে ফেলেন। শায়রুল কবির খান জানান, মির্জা আব্বাস অনুষ্ঠানে অংশগ্রহণের সময় তার মোবাইল ফোনটি যে চেয়ারে বসে ছিলেন, তার পাশেই রেখেছিলেন। পরে সেটি হারিয়ে যায়। news24bd.tv/DHL
বঙ্গভবনে হারানো মোবাইল ফিরে পেলেন মির্জা আব্বাস
অনলাইন ডেস্ক
সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিলে জনগণের অধিকার পুন:প্রতিষ্ঠিত হয়েছে: জামায়াত
প্রেস বিজ্ঞপ্তি
উচ্চ আদালতের রায়ে সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিলের মাধ্যমে জনগণের অধিকার পুন:প্রতিষ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। মঙ্গলবার এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, গত ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে বাংলাদেশে কোনো নির্বাচন অনুষ্ঠিত হয়নি। নির্বাচনের নামে তামাশা হয়েছে মাত্র। মূলত পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে গণতন্ত্র ও গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে। আজ ১৭ ডিসেম্বর দেশের উচ্চ আদালতের রায়ে জনগণের অধিকার পুনরায় প্রতিষ্ঠিত হলো। এটি জনগণের আরেকটি বিজয়। আমরা দেশবাসীকে এই আইনি লড়াইয়ে জনগণের ভোটাধিকার পুনরায় প্রতিষ্ঠিত হওয়ায় আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাচ্ছি। গোলাম পরওয়ার বলেন, ২০১১ সালের ৩০ জুন জাতীয় সংসদে সংবিধানের পঞ্চদশ সংশোধনী পাস হয়। এই সংশোধনীর মাধ্যমে জনগণের...
খেলাফত প্রতিষ্ঠিত হলে মানুষ পাবে মৌলিক অধিকার: ইসমাঈল নুরপুরী
নিজস্ব প্রতিবেদক
শায়খুল হাদীস আল্লামা ইসমাঈল নুরপুরী বলেছেন, আমরা খেলাফত প্রতিষ্ঠা করতে চাই। খেলাফতের জন্য যোগ্য ও দক্ষ লোক তৈরির কাজ করছি। খেলাফত প্রতিষ্ঠিত হলে বৈষম্য, দুর্নীতি ও সন্ত্রাস কিছুই থাকবে না। মানুষ ভোগ করবে মৌলিক অধিকার। প্রত্যেকে পালন করতে পারবে ধর্মীয় রীতি নীতি। গতকাল সোমবার (১৭ ডিসেম্বর) বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে আয়োজিত দিনব্যাপী কেন্দ্রীয় প্রশিক্ষণ মজলিসে সভাপতির বক্তব্যে আমীরে মজলিস আল্লামা ইসমাঈল নুরপুরী এসব কথা বলেন। সংগঠনের দায়িত্বশীলদেরকে মানুষের কাছে গিয়ে খেলাফতের সুফলতা তুলে ধরার আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, ভারতে বিভিন্ন অজুহাতে মুসলমানদের ঘরবাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে মুসলমানদের বসতবাড়ি ছাড়া করা হচ্ছে। অথচ ভারত বাংলাদেশের বিরুদ্ধে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের মিথ্যা সংবাদ পরিবেশন করে বিশ্বকে ধোকা দিচ্ছে।...
মুক্তিযুদ্ধ নিয়ে মোদীর বক্তব্যর প্রতিবাদ জামায়াত সেক্রেটারির
নিজস্ব প্রতিবেদক
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ভারতের যুদ্ধ হিসেবে উল্লেখ করে যে বক্তব্য দিয়েছেন, তার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। জামায়াতের সেক্রেটারি জেনারেল এবং সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) এক বিবৃতিতে মোদীর বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন। বিবৃতিতে অধ্যাপক পরওয়ার বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষে একটি পোস্ট দিয়েছেন, যেখানে তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ভারতের যুদ্ধ বলে দাবি করেছেন এবং ১৯৭১ সালের ঐতিহাসিক বিজয়কে ভারতের বিজয় হিসেবে আখ্যায়িত করেছেন। এমনকি ওই পোস্টে বাংলাদেশের নামও উল্লেখ করেননি তিনি। তিনি আরও বলেন, নরেন্দ্র মোদীর এই বক্তব্য বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং মুক্তিযুদ্ধের প্রতি...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর