বিশ্ব ইজতেমা মাঠে যোবায়ের ও সাদপন্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানার এগারসিন্দু গ্রামের আমিনুল ইসলাম বাচ্চু মিয়া (৭০), ঢাকার দক্ষিণ খানের বেড়াইদ এলাকার আব্দুস সামাদের ছেলে বেলাল হোসেন (৬০), এবং বগুড়া জেলার তাজুল ইসলাম (৭০) অন্তর্ভুক্ত রয়েছেন। আজ বুধবার (১৮ ডিসেম্বর) সকালে টঙ্গী ইজতেমা ময়দানে জিএমপির কমিশনার ড. নাজমুল করীম খান এবং সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত হন এবং ময়দানে আটকা পড়া যোবায়ের পন্থীদের উদ্ধার করেন। টঙ্গী আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের সিনিয়র ব্রাদার হাফিজুল ইসলাম নিহত ও আহতদের সংবাদ নিশ্চিত করেছেন। এদিকে, গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার (ডিসি-টঙ্গী জোন) এন এম নাসিরুদ্দিন জানিয়েছেন, দুইজন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে।...
ইজতেমা মাঠ ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান
অনলাইন ডেস্ক
বিশ্ব ইজতেমা মাঠ দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ৩
অনলাইন ডেস্ক
টঙ্গীর বিশ্ব ইজতেমা মাঠে দখলকে কেন্দ্র করে যোবায়েরপন্থী ও সাদপন্থীদের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনায় তিনজন নিহত এবং শতাধিক আহত হয়েছেন।এছাড়া ইজতেমার মাঠ সাদপন্থীরা দখল করেছে দাবি করে ভিডিও বক্তব্য দিচ্ছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাত ৩টার দিকে এ সংঘর্ষ শুরু হয়, যা সকাল পর্যন্ত চলমান ছিল। নিহতরা হলেন- কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার বাচ্চু মিয়া (৭০) এবং ঢাকার দক্ষিণ খানের বেড়াইদ এলাকার বেলাল (৬০)। আরেকজনের নাম পরিচয় জানা যায়নি। আহতদের মধ্যে রয়েছেন আ. রউফ (৫৫), মজিবুর রহমান (৫৮), জহুরুল ইসলাম (৩৮), আরিফ (৩৪), ফয়সাল (২৮), তরিকুল (৪২), এবং আরও অনেকে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্র জানায়, সাদপন্থীরা রাত ৩টার দিকে তুরাগ নদীর পশ্চিম তীর থেকে কামারপাড়া ব্রিজসহ বিভিন্ন দিক দিয়ে ইজতেমা মাঠে প্রবেশের চেষ্টা করে। এ সময় মাঠের ভেতরে থাকা...
ঈশ্বরদীতে ছাত্রদল নেতার ওপর হামলা, গুলিবর্ষণ
অনলাইন ডেস্ক
পাবনার ঈশ্বরদীতে বিজয় দিবস উপলক্ষে মিছিল এবং শহরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জেলা ছাত্রদলের সহসভাপতি ও সাবেক মেয়র প্রার্থী রফিকুল ইসলাম নয়নকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ। এ ঘটনায় যুবদলের ৬নং ওয়ার্ডের যুগ্ম আহ্বায়ক রেজাউল করিমও গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে পৌর শহরের অরণখোলা মোড়ে এ হামলা হয়। হামলাকারীরা নয়ন ও রেজাউল করিমকে কুপিয়ে জখম করার পাশাপাশি কয়েক রাউন্ড গুলি ছোড়ে এবং বিএনপির একটি অফিস ভাঙচুর করে। আহত দুজনকে দ্রুত ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। স্থানীয় যুবদল ও ছাত্রদলের নেতাদের দাবি, বিজয় দিবসে সাবেক ছাত্রদল নেতা রফিকুল ইসলাম নয়নের নেতৃত্বে একটি মিছিল শহরের বিজয় স্তম্ভে গিয়ে শেষ হয়। মিছিলে অরণখোলা এলাকার কর্মীরা অংশ নেওয়ায় প্রতিপক্ষের ক্ষোভ তৈরি হয়, যা হামলার কারণ বলে ধারণা করা...
নাচোলে ছুরিকাঘাতে দুজন নিহত, আহত ৪
অনলাইন ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় ছুরিকাঘাতে দুজন নিহত এবং চারজন আহত হয়েছেন। মর্মান্তিক এই ঘটনা ঘটেছে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাতে ফতেপুর ইউনিয়নের মল্লিকপুর গ্রামে। নিহতরা হলেন- নাচোল উপজেলার খোলসি গ্রামের এজাবুলের ছেলে মাসুদ (২০) এবং চাঁদপাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে রায়হান (১৬)। আহত চারজনের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি। নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, আহত চারজনের মধ্যে তিনজন প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন। তবে গুরুতর আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ বিষয়টি তদন্ত করছে। নিহতের পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। প্রশাসন দ্রুত তদন্তের মাধ্যমে দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর