রাজধানীর কড়াইল বৌ বাজার বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ সোয়া ৫টার দিকে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। তবে আগুনে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এর আগে আজ বিকেলে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করে। ফায়ার সার্ভিস সদরদপ্তরে কর্মকর্তা আনোয়ার ইসলাম দোলন বলেন, বিকেল ৪টার দিকে বস্তির একটি ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন আশপাশের ঘরগুলোয় ছড়িয়ে পড়ে। বস্তির সরু রাস্তা এবং ঘরগুলো কাচা হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে বলে জানান স্থানীয়রা। ঘটনাস্থলে উপস্থিত ফায়ার সার্ভিস কর্মকর্তা জানিয়েছেন, আগুনের খবর পেয়ে সঙ্গে সঙ্গে সাত ইউনিট ঘটনাস্থলে যায়। তবে রাস্তায় যানজট থাকার কারণে কিছুটা দেরি হয়েছে। তবে বস্তির এলাকা অত্যন্ত ঘনবসতিপূর্ণ হওয়ায় কাজ করতে কিছুটা বেগ পেতে হচ্ছে। তাৎক্ষণিকভাবে...
রাজধানীর কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে
নিজস্ব প্রতিবেদক
কড়াইল বস্তিতে আগুন
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি স্টেশন থেকে ৭টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে। তবে রাস্তায় প্রচণ্ড জ্যামের কারণে প্রথম ইউনিট পৌঁছেছে। বুধবার বিকেল ৪টায় ফায়ার সার্ভিস মিডিয়া সেল থেকে এসব জানানো হয়েছে। এ বিষয়ে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনার জন্য কাজ চলছে এবং বিস্তারিত তথ্য শিগগিরই জানানো হবে। সবশেষ খবর অনুযায়ী এখন পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি। news24bd.tv/FA
কামারপাড়া, আব্দুল্লাহপুর ও উত্তরা এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ
নিজস্ব প্রতিবেদক
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) রাজধানীর কামারপাড়া, আব্দুল্লাহপুর, উত্তরা সেক্টর-১০ এবং তুরাগ নদীর দক্ষিণ-পশ্চিম এলাকায় যেকোনো প্রকার সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা বা বিক্ষোভ পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিষিদ্ধ করেছে। বুধবার দুপুরে ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের ডিসি মুহাম্মদ তালেবুর রহমান এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান। এতে বলা হয়, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এই এলাকার মধ্যে কোনো ধরনের গণসমাবেশ বা বিক্ষোভের আয়োজন করা যাবে না। আরও পড়ুন: বিশ্ব ইজতেমা মাঠ দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ৩ এর আগে পৃথক বিজ্ঞপ্তিতে গাজীপুর মহানগর পুলিশ (জিএমপি) ইজতেমা এলাকার তিন কিলোমিটারের মধ্যে সকল প্রকার গণজমায়েত, মিছিল সমাবেশ নিষিদ্ধ করেছে। একইসাথে দুই বা ততোধিক ব্যক্তির একসাথে ঘোরাফেরা ও জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। উল্লেখ্য, বুধবার ভোরে ইজতেমা...
বৃহস্পতিবার যেসব এলাকায় ৮ ঘণ্টা থাকবে না গ্যাস
নিজস্ব প্রতিবেদক
গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত কাজের জন্য আগামীকাল বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এছাড়া এলাকাগুলোর আশেপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। আজ বুধবার (১৮ ডিসেম্বর) এক বার্তায় এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। বার্তায় বলা হয়, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ৮ ঘণ্টা মীরহাজীরবাগ আদর্শ স্কুল রোড, যাত্রাবাড়ী, ঘুণ্টিঘর, গেন্ডারিয়া রোড ও জুরাইন খন্দকার রোড সংলগ্ন এলাকায় বিদ্যমান সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এছাড়া বর্ণিত এলাকাগুলোর আশেপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। গ্রাহকদের সাময়িক এ অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর