মিশোরের রাজধানী কায়রোতে ডি-৮ শীর্ষ সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি আজ শুক্রবার বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। বিমানবন্দরে পৌঁছে উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুর খবর শোনেন প্রধান উপদেষ্টা। সঙ্গে সঙ্গে তিনি রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ছুটে যান। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো ওই বার্তায় বলা হয়েছে, প্রধান উপদেষ্টা দুবাই থেকে ফেরার পর শুক্রবার বিকেলে শাহজালাল বিমানবন্দরে অবতরণের সঙ্গে সঙ্গেই উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুর সংবাদ শুনতে পান। তিনি বিমানবন্দর থেকে সরাসরি ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে গিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের এই প্রয়াত উপদেষ্টার প্রতি শেষ শ্রদ্ধা জানান। এর আগে ১৭ ডিসেম্বর রাতে ডি-৮ শীর্ষ সম্মেলনে...
দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা, ছুটে গেলেন ল্যাবএইড হাসপাতালে
নিজস্ব প্রতিবেদক
উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে স্বরাষ্ট্র উপদেষ্টার শোক
অনলাইন ডেস্ক
অন্তর্বর্তী সরকারের ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং সাবেক অ্যাটর্নি জেনারেল এ এফ হাসান আরিফের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জনসংযোগ বিভাগের পরিচালক ফয়সল হাসান সাক্ষরিত এক শোকবার্তায় এই তথ্য জানানো হয়। শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। উল্লেখ্য, উপদেষ্টা এ এফ হাসান আরিফ বিকালে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। news24bd.tv/DHL
হাসান আরিফের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার (২০ ডিসেম্বর) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান হাসান আরিফ। প্রধান উপদেষ্টা দুবাই থেকে ফেরার পর শুক্রবার বিকেলে শাহজালাল বিমানবন্দরে অবতরণের সঙ্গে সঙ্গেই উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুর সংবাদ শুনতে পান। তিনি বিমানবন্দর থেকে সরাসরি ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে গিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের এই প্রয়াত উপদেষ্টার প্রতি শেষ শ্রদ্ধা জানান। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এসব তথ্য জানানো হয়েছে। শোক বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, তার আকস্মিক মৃত্যুতে আমি গভীরভাবে মর্মাহত। উপদেষ্টা হাসান আরিফ ছিলেন একজন শীর্ষ আইনজীবী, যিনি অন্তর্বর্তীকালীন সরকারের একজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী সদস্য ছিলেন। প্রধান...
বারভিডা নির্বাচন শনিবার
নিজস্ব প্রতিবেদক
দীর্ঘ প্রতীক্ষার পর সকল জটিলতা কাটিয়ে আগামী শনিবার (২১ ডিসেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিকেলস ইমপোর্টার্স অ্যান্ড ডিলারস অ্যাসোসিয়েশন (বারভিডা)-এর নির্বাচন। পূর্ব নির্ধারিত তফসিল অনুযায়ী এই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছেন সংগঠনের শীর্ষ নেতা আব্দুল হক। শুক্রবার বিকেলে নয়াপল্টনে এক সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে আব্দুল হক বলেন, বাণিজ্য মন্ত্রণালয় উভয় পক্ষের শুনানি নিষ্পত্তি করে এবং নির্বাচনের অন্তরায় হিসেবে জারি করা পত্রটি প্রত্যাহার করে নিয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব পুলক কুমার মণ্ডল স্বাক্ষরিত এক পত্রে এই প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করা হয়। এতে বলা হয়েছে, ২৬.০০.০০০০.১৫৭.৩৩.০৪১.৯২.৮১৫ নম্বর স্মারকের পত্রটি নির্দেশক্রমে প্রত্যাহার করা হলো। আব্দুল হক বলেন, একটি মহল অসৎ উদ্দেশ্যে...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর