দিনাজপুরের আট জেলায় এইচএসসি পরীক্ষা শুরু

এইচএসসি পরীক্ষা

দিনাজপুরের আট জেলায় এইচএসসি পরীক্ষা শুরু

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধিনে আটটি জেলায় উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা শুরু হয়েছে।

দিনাজপুর শিক্ষা বোর্ডে এবার ১ লাখ ২৪ হাজার ৮৭৯ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেবে। যার মধ্যে ছাত্রের সংখ্যা ৬৪ হাজার ১৭৮ জন এবং ছাত্রী ৬০ হাজার ৭০১ জন। গতবারের (২০১৮সাল) তুলনায় এ বছর শিক্ষার্থী বেড়েছে ৫৯৩৮ জন।

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে আটটি জেলায় মোট ৬৫৮টি কলেজ পরীক্ষা দিচ্ছে ১৯৯টি কেন্দ্রে।
শুধু দিনাজপুরের ১৩টি উপজেলায় ৪০টি কেন্দ্রে ১২৭টি কলেজের ২৪হাজার ৯৬ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করছে। প্রতিটি পরীক্ষা কেন্দ্রে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন আছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে সব রকম প্রস্তুতিসহ অতিরিক্ত পুলিশের ব্যবস্থা রয়েছে।
এছাড়াও জেলা প্রশাসন ও বোর্ডের কর্মকর্তাগন বিভিন্ন কেন্দ্র নিয়মিত পরিদর্শন করছেন।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর