জুলাই-আগস্টে গণহত্যার মামলায় একজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) এ পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল। এদিন চট্টগ্রামের সাবেক এমপি এবিএম ফজলে করিম চৌধুরীকে ১৬ ফেব্রুয়ারি ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশও দেয়া হয়েছে। এছাড়া আওয়ামী লীগের পলাতক সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের মামলার তদন্তে কর্মকর্তাদের তল্লাশি, জব্দ ও নথিপত্র যাচাইয়ের নির্দেশও দেন ট্রাইব্যুনাল। বিষয়টি নিশ্চিত করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এমএইচ তামিম।...
পলাতক ওবায়দুল কাদেরের বিষয়ে যে নির্দেশনা দিলেন ট্রাইব্যুনাল
নিজস্ব প্রতিবেদক
বিচারবিভাগ ও জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদন জমা
নিজস্ব প্রতিবেদক
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে বিচারবিভাগ ও জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদন হস্তান্তর করা হয়েছে। জনপ্রশাসন সংস্কার নিয়ে শতাধিক সুপারিশ থাকতে পারে বলে আগে জানা গেছে। আজ (বুধবার) দুপুর ১টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিচারবিভাগ সংস্কার কমিশনের প্রধান সাবেক বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমান ও জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী প্রতিবেদনগুলো হস্তান্তর করেন। এর আগে গত ৮ আগস্ট সরকার গঠন করার পর রাষ্ট্রের বিভিন্ন খাতের সংস্কারের জন্য ছয়টি কমিশন গঠন করা হয়। এর মধ্যে গত ১৫ জানুয়ারি নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, পুলিশ এবং সংবিধান সংস্কারে গঠিত কমিশন প্রধান উপদেষ্টার কাছে রিপোর্ট জমা দেয়। গতকাল জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী বলেন, আমাদের রিপোর্ট জমা দেওয়ার কথা ছিল গত মাসে।...
দু-একটা ঘটনা ঘটবে, সরকার ব্যবস্থা নিচ্ছে কিনা সেটা গুরুত্বপূর্ণ: স্বরাষ্ট্র উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেছেন, থানায় ও কারাগারে হামলা কিংবা অন্যান্য সহিংস ঘটনা দুএকটি ঘটবেই, তবে সরকার এই বিষয়ে ব্যবস্থা নিচ্ছে কিনা, সেটাই গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, আন্দোলনের নামে জনগণকে হয়রানির মধ্যে ফেলা হচ্ছে, এবং এভাবে ধৈর্যের সীমা অতিক্রম করেছে আন্দোলনকারীরা। মঙ্গলবার রাতে একাধিক সহিংস ঘটনা ঘটে। হামলা চালানো হয় থানায়, ভাঙচুর করা হয় পুলিশ স্টেশন এবং পুলিশ সদস্যরা আহত হন। একইদিন হামলা চলে কাশিমপুর কারাগারে, যেখানে কারা কর্তৃপক্ষ বাধ্য হয়ে দুই জঙ্গিকে মুক্তি দিতে হয়। জানুয়ারিতে বনানী ও নিউ মার্কেট থানায় আসামি ছিনতাইয়ের জন্য হামলা হয়। দেশে অস্ত্রের মহড়া, ছিনতাই এবং দস্যুতার মতো অপরাধ প্রতিদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। তবে স্বরাষ্ট্র উপদেষ্টা দাবি করেছেন, সরকার এই বিষয়গুলোতে ব্যবস্থা নিচ্ছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) গুলশানে নৌ...
আগামী বছরের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা
নিজস্ব প্রতিবেদক
শেষ হয়েছে ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাত। এ ধাপ শেষে আগামী বছর ২০২৬ সালের ৫৯তম বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা করা হয়েছে। আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) বেলা ১২ টা ২৭ মিনিট মোনাজাত শেষে মাওলানা যুবায়ের এ ঘোষণা দেন। বিষয়টি নিশ্চিত করেছেন শুরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হানও। তিনি বলেন, শুরায়ী নেজামের অধীনে ওলামায়ে কেরামে তত্ত্বাবধানে ২০২৬ সালের টঙ্গী বিশ্ব ইজতেমা দুই ধাপে অনুষ্ঠিত হবে। তিনি আরও বলেন, প্রথম ধাপের ইজতেমা অনুষ্ঠিত হবে ২, ৩, ৪ জানুয়ারি। চার দিন বিরতি দিয়ে দ্বিতীয় ধাপ অনুষ্ঠিত হবে ৯, ১০, ১১ জানুয়ারি। news24bd.tv/SHS...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর