শিক্ষার্থীদের রাজনীতি সচেতন হতে হবে: শিক্ষামন্ত্রী

শিক্ষার্থীদের রাজনীতি সচেতন হতে হবে: শিক্ষামন্ত্রী

  নিজস্ব প্রতিবেদক, খুলনা

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ব্যক্তি জীবনে রাজনীতি না করলেও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রাজনীতি সচেতন হতে হবে। অনেক মূল্যে কেনা এ দেশে স্বাধীনতা বিরোধী ও নারী বিদ্বেষীদের আশ্রয় হতে পারে না। কেবল ভাল শিক্ষার্থী হলে চলবে না দেশকে ভালবাসতে হবে।  

বৃহস্পতিবার তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ে শিক্ষামেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

 

এতে সভাপতিত্ব করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান। বক্তব্য রাখেন, খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. সোহরাব হোসাইন ও খুবি’র ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ।  

এর আগে সকালে শিক্ষা মন্ত্রী খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উদ্বোধনী ও ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে বক্তৃতা করেন।

তিনি বলেন, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শিল্প উন্নয়নকে একসময় গলা চেপে ধরা হয়েছিল।

বাংলাদেশের স্বাধীনতায় অবিশ্বাসীদের সীমাহীন অবহেলার শিকার হয়েছিল এই অঞ্চল। তবে পদ্মাসেতু নির্মানের পর বদলে যাবে এ অঞ্চল।  

তিনি বলেন, অগ্রসরমান বিশ্বের সাথে তাল মিলিয়ে কৃষি ও বিজ্ঞানের উন্নত প্রযুক্তিসম্পন্ন জ্ঞান বিস্তার ঘটাতে হবে।  

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শহীদুর রহমান খান।  

সম্পর্কিত খবর