একের পর এক খুনের হুমকি পেয়ে এসেছেন বলিউড ভাইজান সালমান খান। তারপরও নানান প্রতিকুল পরিস্থিতিতেও থেমে থাকেন। চালিয়ে গেছেন তার সিনেমার শুটিং। এদিকে বলিউড ভাইজানকে হত্যার পরিকল্পনার অভিযোগে গ্রেপ্তারকৃত দুই ব্যক্তির জামিন মঞ্জুর করেছেন বোম্বে হাইকোর্ট। পুলিশ সূত্রে জানা গেছে, বলিউডের ভাইজান সালমান খানকে হত্যার পরিকল্পনা করেছিল বিষ্ণোই গ্যাং। সেই গ্যাংয়ের সঙ্গেই যুক্ত থাকার সন্দেহে গ্রেপ্তার করা হয় এই দুই ব্যক্তিকে। একজন অভিযুক্তের নাম গৌরব ভাটিয়া ওরফে সন্দীপ বিষ্ণোই এবং অপরজন ওয়াসপি মেহমুদ খানা। গত বছর তাদের কাস্টডিতে নিয়েছিল পুলিশ। পিটিআই সূত্রে জানা যায়, ওই দুই অভিযুক্তের জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। আদালত উল্লেখ করেছেন যে হোয়াটসঅ্যাপ গ্রুপে উপস্থিতি ছাড়া দুজনের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। তাদের বিরুদ্ধে কোনো আপত্তিকর তথ্য এখনো...
সালমানকে হত্যার সন্দেহে গ্রেপ্তার ২ অভিযুক্তের জামিন
অনলাইন ডেস্ক
![সালমানকে হত্যার সন্দেহে গ্রেপ্তার ২ অভিযুক্তের জামিন](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/08/1738993688-867df5f1ae17f1bd3796d14fb6dec9d4.jpg?w=1920&q=100)
যুক্তরাষ্ট্রের গোল্ডেন স্টেট ফিল্ম ফেস্টিভ্যালে বাংলাদেশের ‘নীলচক্র’
অনলাইন ডেস্ক
![যুক্তরাষ্ট্রের গোল্ডেন স্টেট ফিল্ম ফেস্টিভ্যালে বাংলাদেশের ‘নীলচক্র’](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/08/1738991832-f3e3f6c172a386cca1d8e7999cc24340.jpg?w=1920&q=100)
আগামী ১৪ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে অষ্টমবারের মত বসছে গোল্ডেন স্টেট ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৫। চলবে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত। এতে বাংলাদেশ থেকে নীলচক্র সিনেমাটি প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছে। উৎসবের ফরেন ল্যাঙ্গুয়েজ বিভাগে অফিসিয়াল নির্বাচিত হয়েছে সিনেমাটি। গোল্ডেন স্টেট ফিল্ম ফেস্টিভ্যাল মূলত উদীয়মান স্বাধীন চলচ্চিত্র নির্মাতাদের তাদের প্রতিভা প্রদর্শনের সুযোগ হিসেবে কাজ আয়োজন করা হয়ে থাকে। যুক্তরাষ্ট্রসহ বিশ্ব নানা দেশ থেকে চলচ্চিত্র নির্মাতারা অংশ নিয়ে থাকেন। সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ। তার সঙ্গে রয়েছেন মন্দিরা চক্রবর্তী। আরও আছেন ফজলুর রহমান বাবু, শিরীন আলম, খালেদা আক্তার কল্পনা, শাহেদ আলী, টাইগার রবি, মনির আহমেদ শাকিল, প্রিয়ন্তী ঊর্বী, মাসুম রেজওয়ান প্রমুখ। এ সিনেমায় প্রথমবারের মতো বড়...
ঋত্বিক ঘটকের প্রয়াণ দিবস উপলক্ষে কাওসার আহমেদের অপ্রকাশিত গান গাইবেন নাফিস
অনলাইন ডেস্ক
![ঋত্বিক ঘটকের প্রয়াণ দিবস উপলক্ষে কাওসার আহমেদের অপ্রকাশিত গান গাইবেন নাফিস](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/08/1738991433-132523aae92de8218a141e1fcfd0b4c2.jpg?w=1920&q=100)
প্রখ্যাত চলচ্চিত্রকার ঋত্বিক ঘটকের স্মরণে প্রয়াত গীতিকবি কাওসার আহমেদ চৌধুরীর লেখা গানে দীর্ঘ বিরতির পর কণ্ঠ দিলেন শিল্পী নাফিস কামাল। ঋত্বিক ঘটকের প্রয়াণ দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে যোগ দিয়ে শিল্পী নাফিস কামাল এ ঘোষণা দেন। অনুষ্ঠানটিতে তিনি এ গানের পিছনের সব গল্প শ্রোতাদের জানান। আগামী ২২ ফেব্রুয়ারি গীতিকবি কাওসার আহমেদ চৌধুরীর প্রয়াণ দিবসে মুক্তি পাবে এই গানের ভিডিও। ওইদিন গানটি তার ইউটিউব চ্যানেল থেকে অফিসিয়ালি রিলিজ করা হবে বলেও তিনি জানান। ঋত্বিক ঘটক ও কবি কাওসার আহমেদ চৌধুরী ছিলেন ঘনিষ্ঠ বন্ধু। দুজনের সম্পর্কের গভীরভাব, আবেগ আর শূন্যতার বেদনাতে রচিত স্মরণে ঋত্বিক গান। বহুদিন ধরে অপ্রকাশিত থাকা এই গানটি সৈয়দ কল্লোলের সুরে এবং তুষার রহমানের সংগীতায়োজনে নতুন আঙ্গিকে সংগীতায়িত হয়েছে। ইউনিভার্সাল মেডিকেল কলেজ ও হাসপাতাল সহযোগিতায় ও...
অবশেষে অ্যাপার্টমেন্টটি বিক্রি করলেন অক্ষয়
অনলাইন ডেস্ক
![অবশেষে অ্যাপার্টমেন্টটি বিক্রি করলেন অক্ষয়](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/08/1738979576-f51b8b0cd679f95adbf17d165552beb6.jpg?w=1920&q=100)
একটা সময় একের পর এক সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন বলিউড সুপার স্টার অক্ষয় কুমার। তবে বেশ কিছুদিন ধরেই সময়টা খানিক মন্দ যাচ্ছে অক্ষয়ের। তাইতো অভিনেতা তার মুম্বাইয়ের অ্যাপার্টমেন্টটি বিক্রি করেছেন। সূত্রের খবর, মুম্বাইয়ের বোরিভোলির এই অ্যাপার্টমেন্টটি ২১ জানুয়ারি, ২০২৫-এ রেজিস্ট্রি হয়েছিল। মুম্বাইয়ের ওবেরয় ৩৬০ ওয়েস্ট প্রকল্পে সমুদ্রমুখী এ বিলাসবহুল অ্যাপার্টমেন্টটি ৮০ কোটি রুপিতে বিক্রি করেছেন। যা বাংলাদেশি মুদ্রায় ১১১ কোটি টাকারও বেশি। জানা গেছে, ৬৮৩০ বর্গফুটের অ্যাপার্টমেন্ট ওবেরয় ৩৬০ ওয়েস্ট প্রকল্পের ৩৯ তলায় অবস্থিত, যা ওরলির একটি বিলাসবহুল আবাসিক টাওয়ার এবং এতে চারটি পার্কিং স্লট অন্তর্ভুক্ত। ওবেরয় রিয়েলটির বিলাসবহুল আবাসিক প্রকল্পে দুটি টাওয়ার রয়েছে এবং এতে ৪ বিএইচকে এবং ৫ বিএইচকে ইউনিট অন্তর্ভুক্ত। এছাড়াও ডুপ্লেক্স...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর