পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার ও পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদসহ ৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। ২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে গণহত্যার অভিযোগে বুধবার (১২ মার্চ) এ আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গ্রেপ্তারি পরোয়ানা পাওয়া বাকিরা হলেন— সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু (অন্য মামলায় কারাগারে), সাবেক আইজিপি শহিদুল হক, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান, সাবেক পুলিশ কর্মকর্তা মোল্লা নজরুল ইসলাম। news24bd.tv/MR/FA
শাপলা চত্ত্বরে গণহত্যা: হাসিনা-ইমরানসহ ৯ জনকে গ্রেপ্তারে পরোয়ানা
অনলাইন ডেস্ক

‘ক্ষমতার সবরকম অপব্যবহার করেছেন তুরিন আফরোজ’
অনলাইন ডেস্ক

ব্যারিস্টার তুরিন আফরোজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর থাকা অবস্থায় ক্ষমতার সব রকম অপব্যবহার করেছেন বলে জানিয়েছেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক। বুধবার (১২ মার্চ) আপিল বিভাগে বাড়ি সংক্রান্ত মামলার শুনানিতে অংশ নিয়ে আদালতকে এ কথা জানান তিনি। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আবেদনের শুনানিতে এদিন বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগকে তিনি আরও বলেন, সেই সময় তিনি (তুরিন আফরোজ) ছিলেন পরাক্রমশালী। এক মুহূর্তের মধ্যে তার মাকে বাড়ি থেকে বের দিয়েছেন। উত্তরার বাড়িতে সেই মায়ের থাকার নির্দেশনা প্রার্থনা করছি। এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য আগামী ৩০ এপ্রিল দিন নির্ধারণ করেছেন আদালত। আরও পড়ুন শাহবাগ কেড়ে নিয়েছিল মানুষের বাকস্বাধীনতা: হাসনাত আব্দুল্লাহ ১২ মার্চ, ২০২৫ গত ২০ ফেব্রুয়ারি রাজধানীর...
আসাদুজ্জামান খানের ছেলে জ্যোতিসহ পাঁচজন রিমান্ডে
অনলাইন ডেস্ক
রাজধানীর বিভিন্ন থানার পৃথক মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের ছেলে সাফি মুদ্দাসির খান জ্যোতি, সাবেক আইসিটি মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও সাবেক এমপি সোলেমান সেলিমকে রিমান্ডে দিয়েছেন আদালত। আজ বুধবার (১২ মার্চ) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তাদের তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেন। এ ছাড়াও নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতার রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আদালত সূত্রে জানা যায়, রাজধানীর ধানমন্ডি থানার মামলায় জ্যোতিকে তিন দিনের রিমান্ড দিয়েছেন আদালত। এ ছাড়া ধানমন্ডি থানার রিয়াজ হত্যা মামলায় সাবেক আইসিটি মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং লালবাগ থানার হত্যা মামলায় সাবেক এমপি সোলেমান সেলিমের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়।...
ধর্ষণ মামলায় তিন জনের যাবজ্জীবন, দুই শিশুর ১০ বছরের দণ্ড
অনলাইন ডেস্ক

রাজধানীর কামরাঙ্গীরচরে পাঁচ বছর আগে ১৩ বছরের এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় তিনজনকে যাবজ্জীবন ও দুই শিশুর ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা তিনজন হলেন- বগুড়ার ধুনট উপজেলার ফরিদপুর গ্রামের জামাল উদ্দিনের ছেলে মোহন, সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার মুকুন্দগাতী গ্রামের মো. মিজানের ছেলে সাব্বির, শরীয়তপুরের পালং মডেল থানার (সদর) চিকন্দী গ্রামের কামাল ওরফে আবুল কালামের ছেলে রাসেল। কারাদণ্ডের পাশাপাশি তাদের এক লাখ টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাভোগ করতে হবে। এ ছাড়া দুই শিশুকে (শিশু হওয়ায় নাম প্রকাশ করা হয়নি) ১০ বছরের দণ্ডের পাশাপাশি এক লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার (১২ মার্চ) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক মুন্সি মো. মশিয়ার...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর