ঝিনাইদহের মহেশপুরে বাসের চাকায় পিষ্ট হয়ে নাজিম উদ্দিন (৪৪) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার (৩ ফেব্রুয়ারি) সকালে খালিশপুর-চুয়াডাঙ্গা সড়কের গোয়ালহুদা হক ব্রিকসের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাজিম উদ্দিন সাড়াতলা গ্রামের মিনহাজ উদ্দিনের ছেলে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে নিহত নাজিম উদ্দিন মোটরসাইকেল নিয়ে খালিশপুর বাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে উপজেলার গোয়ালহুদা গ্রামে পৌঁছালে সামনের দিক থেকে আসা শাপলা পরিবহনের একটি বাস তাকে পিষ্ট করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মহেশপুর থানার ওসি ফয়েজ উদ্দিন মৃধা জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। news24bd.tv/AH
ঝিনাইদহে বাস চাপায় মোটরসাইকেল আরোহী নিহত
ঝিনাইদহ প্রতিনিধি
পুলিশের কাছ থেকে আওয়ামী লীগ নেতা ছিনতাই, আটক ১৬
পাবনা প্রতিনিধি
পাবনার সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওহাবকে গ্রেপ্তারের পর পুলিশের গাড়ি থেকে ছিনিয়ে নেয়ার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় ১৬ জনকে আটক করা হয়েছে। গতকাল রোববার (২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে সুজানগর উপজেলার বিভিন্ন স্থানে যৌথবাহিনীর অভিযানে তাদের আটক করা হয়। পুলিশ বলছে, রোববার রাতে অভিযান চালিয়ে ১৬ জনকে আটক করা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে। এদের মধ্যে যাদেরকে ভিডিও ফুটেজে দেখা যাবে, তাদেরকে গ্রেপ্তার দেখানো হবে। এ ঘটনায় সুজানগর থানার এসআই আজাহার আলী বাদী হয়ে আজ সোমবার (৩ ফেব্রুয়ারি) সকালে একটি মামলা দায়ের করেছেন। পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। খুব শিগগিরই বাকি আসামিদের গ্রেপ্তার করা হবে। রোববার বিকেলে নামাজ পড়ে বের হওয়ার পর সুজানগর পৌর এলাকার মথুরাপুর হাইস্কুলের সামনে থেকে আব্দুল ওহাবকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তার সমর্থক...
যমুনা সেতুতে ২ দুর্ঘটনা, বন্ধ যান চলাচল
অনলাইন ডেস্ক
ঘন কুয়াশায় সাত সকালে যমুনা সেতুতে দুটি দুর্ঘটনার ঘটনা ঘটেছে। ফলে উত্তরাঞ্চল-ঢাকা অভিমুখে উত্তর লেন দিয়ে যানবাহন চলাচল সকাল ৭টা থেকে বন্ধ ছিল। সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল থেকে সেতুর পশ্চিম পাড়ের টোল কার্যক্রম সাময়িক বন্ধ রেখেছে সেতু কর্তৃপক্ষ। ফলে বিড়ম্বনায় পড়েছেন ঢাকা অভিমুখে উত্তরাঞ্চলের হাজারো যাত্রী। যমুনা সেতু পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল ইসলাম বলেন, আজ সকাল ৭টার পর সেতুর উপরে ২০ নম্বর পিলারের কাছে একটি ফোর এক্সেল ভেহিকল পেছন থেকে একটি গাড়িকে ধাক্কা দিলে এ সমস্যার সৃষ্টি হয়। এরপর পেছনে আরও কিছু যানবাহন কুয়াশার কারণে ধাক্কা লেগে লেনটিতে আটকে যায়। সেতু কর্তৃপক্ষ দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে ফেললেও দীর্ঘ লাইন সৃষ্টি হয়। যমুনা সেতু ট্রাফিক কন্ট্রোল রুমের ইনচার্জ মাহবুর রহমান জানান, ঘন কুয়াশার কারণে সকালে সেতুর উপর...
পার্কের ডিজিটাল স্ক্রিনে ভেসে উঠলো 'শেখ এর বেটি আসবেই'
শরীয়তপুর প্রতিনিধি
শরীয়তপুর জেলা প্রশাসনের নিয়ন্ত্রিত পার্কের ডিজিটাল স্ক্রিনে এবার ভেসে উঠলো শেখ এর বেটি আসবেই জয় বাংলা জয় শেখ হাসিনা। ইতোমধ্যে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। রোববার (২ ফেব্রুয়ারি) দুপুরে শরীয়তপুর জেলা ছাত্রলীগ নামের একটি ফেসবুক একাউন্ট থেকে ভিডিওটি আপলোড করা হয়। ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায়, শরীয়তপুর জেলা শিল্পকলা একাডেমির মাঠের পূর্ব পাশে জেলা প্রশাসনের নিয়ন্ত্রিত শরীয়তপুর পার্ক। পার্কটি মূলত শিশুদের জন্য। পার্কটির প্রবেশপথের ডানপাশে রয়েছে টিকিট কাউন্টার। টিকিট কাউন্টারের উপরে থাকা ডিজিটাল স্ক্রিনে শেখ এর বেটি আসবেই, জয় বাংলা, জয় শেখ হাসিনা লেখাটি প্রদর্শিত হয়। ভিডিওটি রোববার আনুমানিক দুপুর ৩ টার দিকে শরীয়তপুর জেলা ছাত্রলীগ নামের আইডি থেকে আপলোড করা হয়। ভিডিওটির ক্যাপশনে লেখা হয়েছে, শরীয়তপুর শিল্পকলা...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর