চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ১৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৭ জানুয়ারি) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) মাহমুদা বেগম এ তথ্য নিশ্চিত করেছেন। এডিসি বলেন, বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুর ২টা থেকে শুক্রবার দুপুর ২টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- মো. আকতার হোসেন প্রকাশ আকতার কোম্পানি (৪৮), বিজয় দে (২৫), মো. ছিদ্দিক মুন্সি (৪১), জাবেদ উদ্দিন চৌধুরী প্রকাশ সাজু (৩৯), শেখ রাসেল (৪০), রতন ঘোষ (৪৮), ডা. কথক দাশ (৪০), মো. নাজমুল হাসান (১৯), সুশান্ত দাশ দেবু (২৫), সৌরভ কুমার দে প্রকাশ বাসু (৪৫), মো. হিরন মিয়া (৬৮), মো. পারভেজ খান প্রিন্স (৩৪), মো. সফি আলম সওদাগর (৪০), শেখ আব্দুল শুক্কুর (৫৮), মো. রিয়াজুল ইসলাম (২১) ও গোলাম...
চট্টগ্রামে ২৪ ঘণ্টায় আ.লীগ-নিষিদ্ধ ছাত্রলীগের ১৬ নেতাকর্মী গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
![চট্টগ্রামে ২৪ ঘণ্টায় আ.লীগ-নিষিদ্ধ ছাত্রলীগের ১৬ নেতাকর্মী গ্রেপ্তার](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/07/1738944179-aab311188b4cfc678fb5f645f2a09e93.jpg?w=1920&q=100)
কক্সবাজার উপকূলে লুটকরা মাছসহ ১৮ জলদস্যু আটক
অনলাইন ডেস্ক
![কক্সবাজার উপকূলে লুটকরা মাছসহ ১৮ জলদস্যু আটক](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/07/1738941980-a1c3db42e81c060cd4e7de330a0a6c40.jpg?w=1920&q=100)
কক্সবাজারের উপকূলবর্তী সোনাদিয়া দ্বীপ সংলগ্ন সাগরে অভিযান চালিয়ে ১৮ জলদস্যুকে আটক করেছে কোস্টগার্ড। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকালে এ অভিযানে লুট করা বিপুল পরিমাণ মাছসহ এফবি মায়ের দোয়া ১৭৯ নামের একটি মাছ ধরার ট্রলার জব্দ করা হয়। কোস্টগার্ড ও পুলিশ সূত্রে জানা গেছে, গত বুধবার রাতে মহেশখালীর সোনাদিয়া দ্বীপের কাছে সাগরে মাছ ধরার সময় একদল জলদস্যু একটি ট্রলারে হামলা চালায়। তারা ধারালো অস্ত্র দিয়ে জেলে বেলালকে আঘাত করে এবং অন্যান্য জেলেদের হত্যার হুমকি দিয়ে ট্রলার থেকে মাছ, মোবাইল ও নগদ টাকা লুট করে। পরে ট্রলারের ইঞ্জিন ভেঙে দিয়ে পালিয়ে যায়। আক্রান্ত জেলেরা ৯৯৯-এ কল করলে অন্য একটি ট্রলার গিয়ে তাদের উদ্ধার করে। ঘটনার পরপরই কোস্টগার্ড অভিযান চালিয়ে জলদস্যুদের আটক করে। জব্দকৃত মাছগুলো কক্সবাজার সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা সুজয় পালের...
রংপুরে তুলা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড
গঙ্গাচড়া প্রতিনিধি
![রংপুরে তুলা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/07/1738940891-aa7b8c3bb34444049eea0a572e2ad88b.jpg?w=1920&q=100)
রংপুরের বুড়িহাট বাজারে একটি তুলা কারখানাসহ ৪টি ঔষধের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় এ ঘটনা ঘটে। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারনা করেছে স্থানীয়রা। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি। প্রত্যক্ষদর্শীরা জানান, তুলার কারখানার পাশে একটি ৪ তলা ভবনের ছাদ ঢালাইয়ের কাজ চলছিল। সেখানে ক্রেন দিয়ে নিচ থেকে নির্মাণ সামগ্রীর মালামাল ছাদে তোলার সময় পাশে থাকা বিদ্যুতের তারের সঙ্গে ক্রেনটি বেঁধে গেলে সেখান থেকে আগুনের সূত্রপাত ঘটে। এরপর পাশে থাকা তুলার কারখানাটিতে আগুন লেগে যায়। বুড়িরহাট বাজারে হোমিও চিকিৎসক আবদুল হাকিম বলেন, আমরা দেখতেছি একটি বালুর ট্রাক থেকে ক্রেন দিয়ে ছাঁদের উপরে বালু তোলা হচ্ছে এমন সময় ক্রেনটি পাশে থাকা বৈদ্যুতিক তারের সাথে জড়িয়ে যায়। ফলে তাৎক্ষনিক ভাবে সেখানে আগুন লেগে যায়। সাথে সাথে...
ফেনী-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ঘোষণা
ফেনী প্রতিনিধি
![ফেনী-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ঘোষণা](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/07/1738940776-d52c1a4340bbd5ef793e69c530463071.jpg?w=1920&q=100)
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ফেনী-৩ (দাগনভূঞা-সোনাগাজী) আসনের প্রার্থীর নাম ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। জামায়াতের নীতিনির্ধারণী বৈঠকে বিষয়টি চূড়ান্ত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা গাজী ছালেহ উদ্দিন। সূত্রে জানা যায়, গত ৩ ফেব্রুয়ারি দাগনভূঞা আতাতুর্ক মডেল হাই স্কুল মাঠে জামায়াত ইসলামীর আমীরের পথসভা শেষে ফেনী জেলা আমীর মুফতি আব্দুল হান্নান দলীয় প্রার্থী হিসেবে ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও জামায়াতের ঢাকা মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি জেনারেল ড. ফখরুদ্দিন মানিকের নাম ঘোষণা করেন। news24bd.tv/এআর
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর