মাগুরায় ধর্ষণের শিকার ৮ বছরের সেই শিশুটির শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি এও জানিয়েছেন, চিকিৎসকরা সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। আজ বুধবার (১২ মার্চ) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য দেন তিনি। এর আগে, শিশুটির চিকিৎসায় সিএমএইচের চিকিৎসকদের নিয়ে গঠিত মেডিকেল বোর্ডের এক সদস্য বলেন, তার অবস্থা আরো জটিল হয়েছে। আজ সকাল আটটার দিকে প্রথমবার তার হৃৎস্পন্দন বন্ধ হয়ে যায়। চিকিৎসায় তার হৃৎস্পন্দন ফিরে আসে। পরে দ্বিতীয়বার তার হৃৎস্পন্দন বন্ধ হয়ে যায়। সেবারও চিকিৎসায় তা ফিরে আসে। তার মস্তিষ্ক প্রতিক্রিয়াহীন অবস্থায় আছে। তার গ্লাসগো কোমা স্কেল (জিসিএস) ৩। মস্তিষ্কের আঘাতের কারণে কোনো ব্যক্তির চেতনার মাত্রা হলো জিসিএস। মানুষের স্বাভাবিক...
মাগুরার শিশুটির অবস্থার অবনতি হয়েছে, জানালেন প্রেস সচিব
নিজস্ব প্রতিবেদক

গুতেরেসের সফর ঘিরে গ্লোবাল আলোচনায় আসবে রোহিঙ্গা সংকট: প্রেস সচিব

জাতিসংঘের মহাসচিব আন্তনিও গুতেরেস আগামীকাল বৃহস্পতিবার (১৩ মার্চ) ঢাকা সফর করবেন। জাতিসংঘের মহাসচিবের এটি বাংলাদেশে দ্বিতীয় সফর। তার সফরের ফলে রোহিঙ্গা সংকট গ্লোবাল আলোচনায় আসবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুর আলম। বুধবার (১২ সার্চ) ফরেন সার্ভিস একাডেমিতে নিয়মিত সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। প্রেস সচিব জানান, জাতিসংঘ মহাসচিবের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক হবে। প্রধন উপদেষ্টা এবং জাতিসংঘের মহাসচিব একসঙ্গে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন। তিনি জানান, রোহিঙ্গাদের হিউম্যান এইড কমে যাচ্ছে। প্রায় ১৫ মিলিয়ন ডলার প্রতি মাসে রোহিঙ্গাদের দরকার হয়। শফিকুল আলম জানান, শুক্রবার এক লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতার করবেন প্রধান উপদেষ্টা এবং জাতিসংঘের মহাসচিব। কক্সবাজারের বিমান বন্দর, মডেল মসজিদ উদবোধন করবেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন,...
বৃহস্পতিবার সারা দেশে ২ ঘণ্টা বন্ধ থাকবে এনআইডি সেবা
অনলাইন ডেস্ক

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নির্বাচন কমিশনে রাখার দাবিতে বৃহস্পতিবার (১৩ মার্চ) সারাদেশের ২ ঘণ্টার জন্য কর্মবিরতিতে যাচ্ছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের কর্মকর্তাসহ সারা দেশের কর্মকর্তারা। এর ফলে সারাদেশে ২ ঘণ্টার জন্য এনআইডি সেবা বন্ধ থাকবে। বুধবার (১২ মার্চ) নির্বাচন ভবনের মিডিয়া সেন্টার বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ও ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, কমিশনের পক্ষ থেকে দৃশ্যমান পদক্ষেপ দেখা গেলেও সরকারের পক্ষ থেকে নির্ধারিত সময়ের মধ্যে দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখতে না পাওয়ায় সারাদেশে একযোগে আগামীকাল বৃহস্পতিবার স্ট্যান্ড ফর এনআইডির ব্যানারে বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করা হবে। এতে করে এসময় সারাদেশে এনআইডি সেবা বন্ধ থাকবে। মনির হোসেন বলেন, এনআইডি...
মঞ্জুর এলাহীর জানাজা শেষে কালই বনানী কবরস্থানে দাফন
অনলাইন ডেস্ক

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও এপেক্স গ্রুপের চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহীর জানাজা আগামীকাল বৃহস্পতিবার (১৩ মার্চ) বাদ জোহর অনুষ্ঠিত হবে। রাজধানীর গুলশানের আজাদ মসজিদে জানাজা শেষে তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে। এর আগে আজ বুধবার (১২ মার্চ) সকালে সিঙ্গাপুরের একটি হাসপাতালে (বাংলাদেশ সময় সকাল সাড়ে ৭টা) মারা গেছেন এ ব্যবসায়ী। সৈয়দ মঞ্জুর এলাহী বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যুর আগপর্যন্ত তার পাশে ছিলেন ছেলে সৈয়দ নাসিম মঞ্জুর ও মেয়ে মুনিজে মঞ্জুর। তারা আজই মরদেহ দেশে নিয়ে আসার চেষ্টা করছেন। এর আগে ২০২০ সালের ২৬ মে সৈয়দ মঞ্জুর এলাহীর স্ত্রী ও সানবিমস স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ নিলুফার মঞ্জুর করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান। সৈয়দ মঞ্জুর এলাহী বাংলাদেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী প্রতিষ্ঠান এপেক্স...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর