নারায়ণগঞ্জের রূপগঞ্জে ইয়াকুব (৩২) নামে এক ব্যাক্তি বৈদ্যুতিক সরঞ্জাম চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে। বুধবার গভীর রাতে উপজেলার তারাব পৌরসভার খাদুন এলাকায় এ ঘটনা ঘটে। রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক আলতাব হোসেন জানান, খাদুন এলাকার জালাল উদ্দীনের ছেলে ইয়াকুব (৩২) বিদ্যুতের খুটি থেকে বৈদ্যুতিক সরঞ্জাম চুরি করতে গিয়ে শর্টসার্কিটের কারণে মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ইয়াকুবের বড় ভাই ইয়াছিন জানান, খাদুন এলাকার শাকিল সহ বেশ কয়েকজন রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গেলে দেখতে পান, বিদ্যুতের খুঁটির নিচে লাশ পড়ে রয়েছে। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে পাঠিয়েছে। তিনি আরও জানান, কোন রহস্য আছে কিনা...
বৈদ্যুতিক সরঞ্জাম 'চুরি' করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
অনলাইন ডেস্ক
![বৈদ্যুতিক সরঞ্জাম 'চুরি' করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/06/1738859972-0c18127947d6ca980447386ef95484e9.jpg?w=1920&q=100)
অভিনেত্রী শাওনদের জামালপুরের বাড়িতে আগুন
![অভিনেত্রী শাওনদের জামালপুরের বাড়িতে আগুন](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/06/1738859938-d792b8b490aef953d009f0fbd3211c80.jpg?w=1920&q=100)
জামালপুর সদর উপজেলার নরুন্দিতে অভিনেত্রী মেহের আফরোজ শাওনের বাবা ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলীর বাড়িতে অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ জনতা। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যার আগে নরুন্দি বাজারের পাশে মাঝপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় লোকজন জানান, শেখ হাসিনার বক্তব্য ও বিভিন্ন সময় শাওনের ফেসবুক পোস্টের প্রতিবাদে আজ বিকেলে একটি মিছিল করে বিক্ষুব্ধ জনতা। নরুন্দি বাজার থেকে মিছিলটি শুরু হয়। বিক্ষুব্ধ জনতা মিছিল নিয়ে অভিনেত্রী মেহের আফরোজ শাওনের বাবার বাড়িতে গিয়ে প্রথমে ভাঙচুর এবং পরে অগ্নিসংযোগ করে। শাওনের বাবা ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী জামালপুর জেলা আওয়ামী লীগের বর্তমান কমিটির সদস্য। তিনি গত কয়েকটি সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন। শাওনের মা তহুরা আলী ১৯৯৬ সালের আওয়ামী লীগ সরকারে জামালপুর-শেরপুর সংরক্ষিত মহিলা আসনের সংসদ...
বগুড়ায় আ.লীগ-জাপা-জাসদ অফিসে আগুন দিল ছাত্র-জনতা
বগুড়া প্রতিনিধি
![বগুড়ায় আ.লীগ-জাপা-জাসদ অফিসে আগুন দিল ছাত্র-জনতা](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/06/1738859077-b14303c29140819c283b7ba4caadeea1.jpg?w=1920&q=100)
বগুড়ায় আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও জেলা জাসদের কার্যালয়ে হামলা চালিয়ে ভাংচুরের পর আগুন দিয়েছে বিক্ষুদ্ধ ছাত্র- জনতা। বৃহস্পতিবার রাত ৮ টার দিকে এঘটনা ঘটে। এর আগে সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে বিক্ষুদ্ধ ছাত্র-জনতা মিছিল নিয়ে বগুড়া চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রবেশ করে ১২ তলা ভবনের নীচতলায় শেখ হাসিনার নামফলক হাতুড়ি দিয়ে ভেঙ্গে ফেলে। রাত ৮ টার দিকে স্টেশন রোড, নবাববাড়ি সড়ক দিয়ে দুই শতাধিক ছাত্র-জনতা দিল্লি না ঢাকা ঢাকা- ঢাকা ভুয়া ভুয়া শ্লোগান দিয়ে শহরের সাতমথা সংলগ্ন টেম্পল রোডে বগুড়া জেলা আওয়ামী লীগ অফিস হামলা চালিয়ে হাতুড়ি দিয়ে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। এরপর বিক্ষুদ্ধ ছাত্র-জনতা আওয়ামী লীগ অফিস সংলগ্ন জেলা জাসদ কার্যালয় ভাঙচুর করে। পরে তারা অফিসের ভেতর থেকে আসবাবপত্র বাহিরে বের করে আগুন ধরিয়ে দেয়। একই সময়ে থানা রোডে জেলা জাতীয় পার্টির...
নাটোরে ডাকাতি, টাকা ও ৬ ভরি স্বর্ণ লুট
নাটোর প্রতিনিধি
![নাটোরে ডাকাতি, টাকা ও ৬ ভরি স্বর্ণ লুট](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/06/1738849640-467d66ee01221f590436ad692fefd7e7.jpg?w=1920&q=100)
নাটোরের বড়াইগ্রামে অস্ত্রের মুখে জিম্মি করে দুই ভাইয়ের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার (৬ ফেব্রুয়ারি) মধ্যরাতে উপজেলার আগ্রান গ্রামে এ ঘটনা ঘটে। জানা যায়, আগ্রান গ্রামের ইব্রাহিম সরকারের ছেলে মুদি ব্যবসায়ী জহুরুল ইসলাম বাবলু নীচতলায় এবং তার ভাই গরু ও পুকুর ব্যবসায়ী রেজাউল করিম একই বাড়ির উপরতলায় বসবাস করতেন। বুধবার রাত দেড়টার দিকে ৭ থেকে ৮ জনের একটি ডাকাত দল প্রথমে বাবলুর দরজায় নক করে। এ সময় নিজেদের কেউ ডাকছে ভেবে দরজা খুলে দিলে বাড়ির সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতরা। পরে তাদের দিয়ে উপর তলায় রেজাউল করিমকে ডেকে দরজা খুলে বাড়িতে থাকা সবাইকে দড়ি ও গামছা দিয়ে হাত-পা ও মুখ বেঁধে ফেলে। এরপর তাদের দুই পরিবারের আলমারির ভেঙ্গে গরু বিক্রির নগদ সাড়ে ৪ লাখ টাকা ও মোট ৬ ভরি স্বর্ণসহ কয়েকটি বিদেশী কম্বল নিয়ে পালিয়ে যায় তারা। ক্ষতিগ্রস্ত...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর