রাজনৈতিক দলগুলোর সম্মানে বিএনপির পূর্ব নির্ধারিত ইফতার মাহফিল অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে। শনিবার (৮ মার্চ) দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল (৯ মার্চ) বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির উদ্যোগে বিভিন্ন রাজনৈতিক দলসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে যে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছিল, তা অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে। সংশ্লিষ্ট সবার অবগতির জন্য স্থগিতের সিদ্ধান্ত জানানো হলো। news24bd.tv/এআর
ইফতার মাহফিল স্থগিত করলো বিএনপি
অনলাইন ডেস্ক

নারী-শিশু নিপীড়ন বন্ধ না হলে দেশের ভাবমূর্তি নষ্ট হবে: সালাহউদ্দিন
নিজস্ব প্রতিবেদক
বর্তমানে দেশে নারী ও শিশুদের প্রতি সহিংসতা-নিপীড়ন উদ্বেগজনক হারে বাড়ছে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, সরকারকে এটি কঠোর হাতে দমন করতে হবে। অন্যথায় দেশের ভাবমূর্তি নষ্ট হবে। শনিবার (৮ মার্চ) আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) ছাত্রদল আয়োজিত অদম্য নারী, শক্তিতে অজেয় শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সালাহউদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশে সব স্থানে যেভাবে নারী ও শিশুদের প্রতি সহিংসতা-নিপীড়ন বাড়ছে, তা উদ্বেগজনক। আমরা এর নিন্দা জানাই। এগুলোকে কঠোর হাতে দমন করতে হবে। নারী ও শিশু নির্যাতন যেভাবে উদ্বেগজনকভাবে বাড়ছে, তা আমরা রোধ করতে না পারলে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে। অন্তর্বর্তী সরকারের কাছে অনুরোধ করব, আপনারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনার রহস্য উন্মোচন করুন। এখানে...
মায়ের সঙ্গে কথা বলে সেই শিশুর খোঁজ নিলেন তারেক রহমান
অনলাইন ডেস্ক

মাগুরায় নির্যাতনের শিকার শিশুটির মায়ের সঙ্গে ফোনে কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তিনি শিশুটির বর্তমান পরিস্থিতির খোঁজ খবর নেন এবং চিকিৎসা, আইনিসহ সব ধরণের সহায়তার আশ্বাস দিয়েছেন তিনি। শনিবার (৮ মার্চ) শিশুটির মায়ের সঙ্গে কথা বলার সময় ঢাকা দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়নকে এ সংক্রান্ত সার্বিক দায়িত্ব পালনের নির্দেশ দেন তারেক রহমান। ফোনালাপে তারেক রহমান বলেন, মাগুরায় বিএনপির যত নেতাকর্মীরা আছেন, তারা সবাই শিশুটির পাশে থাকবে। ন্যায় বিচার পাওয়ার আশ্বাস দিয়ে তারেক রহমান বলেন, আমাদের পক্ষ থেকে সব ধরনের চেষ্টা করব। শিশুটির সঙ্গে যারা অন্যায় করেছে তারা যেন আইন অনুযায়ী শাস্তি পায়। তিনি আরও বলেন, শিশুটির চিকিৎসার জন্য যা প্রয়োজন আমরা চেষ্টা করব, আমাদের দলের অবস্থান থেকে। নির্যাতিতের মা শিশুটির ওপর চালানো...
সরকারকে আরও কঠোর হতে বললেন সেলিমা রহমান
নিজস্ব প্রতিবেদক
নারী হেনস্তার মাধ্যমে কিছু লোক দেশকে অন্য জায়গা নিয়ে যেতে চাচ্ছে। এজন্য সরকারকে কঠোর হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র্যালির আয়োজন করে জাতীয়তাবাদী মহিলা দল। কয়েকশ' নারী নেত্রীর অংশগ্রহণে র্যালিটি বিএনপি অফিসের সামনে থেকে শুরু হয়ে নাইটিংগেল মোড় ঘুরে আবারও নয়াপল্টনে গিয়ে শেষ হয়। এর আগে সংক্ষিপ্ত সমাবেশে সেলিমা রহমান বলেন, নারী নিপীড়নের বিষয়ে সমস্বরে প্রতিবাদ করতে হবে। তিনি বলেন, সমাজে মবজাস্টিসের নামে নারী নির্যাতন অব্যাহত থাকলে জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বিনষ্ট হবে। news24bd.tv/FA
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর