‘যুবরাজ সালমান ক্রিমিনাল’

ইয়েমেনের সক্রিয় মানবাধিকারকর্মী তাওয়াক্কুল কারমান।

‘যুবরাজ সালমান ক্রিমিনাল’

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান একজন ‘ক্রিমিনাল’। কারণ সে আমার দেশকে (ইয়েমেন) ধ্বংস করে দিয়েছে। ‘আল-জাজিরা’কে দেওয়া এক সাক্ষাৎকারে এমন কথা বলেছেন নোবেল শান্তি পুরস্কার জয়ী ইয়েমেনের সক্রিয় মানবাধিকারকর্মী তাওয়াক্কুল কারমান।

কারমান বলেন, সে আমার দেশটাকে ধ্বংস করে দিচ্ছে।

তবুও তার কাছ থেকে আমি কিছুই জানতে চাই না। কারণ সে একজন ‘ক্রিমিনাল’।

আন্তর্জাতিক অপরাধ আদালতে মোহামম্মদ বিন সালমান ও আবু ধাবির যুবরাজ মোহাম্মদ বিন জায়েদের বিচার করা উচিত মন্তব্য করে তিনি বলেন, তারা আমার দেশে যা করছে সেটা যুদ্ধাপরাধ।

বিভিন্ন দাতব্য সংস্থাগুলোর হিসেব অনুযায়ী ইয়েমেন যুদ্ধে এখন পর্যন্ত ৬০ হাজারের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

 

আন্তর্জাতিক দাতব্য সংস্থা সেভ দ্য চিলড্রেন বলছে, যুদ্ধের ফলে সৃষ্ট দুর্ভিক্ষের কারণে দেশটির প্রায় ৮৫ হাজার শিশু না খেতে পেয়ে মারা গেছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো বলছে, ইয়েমেনে যুদ্ধের জন্য সৌদি আরবকে দায়ী করা হয়।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর