মাগুরায় নির্যাতনের শিকার শিশুটির মায়ের সঙ্গে ফোনে কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তিনি শিশুটির বর্তমান পরিস্থিতির খোঁজ খবর নেন এবং চিকিৎসা, আইনিসহ সব ধরণের সহায়তার আশ্বাস দিয়েছেন তিনি। শনিবার (৮ মার্চ) শিশুটির মায়ের সঙ্গে কথা বলার সময় ঢাকা দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়নকে এ সংক্রান্ত সার্বিক দায়িত্ব পালনের নির্দেশ দেন তারেক রহমান। ফোনালাপে তারেক রহমান বলেন, মাগুরায় বিএনপির যত নেতাকর্মীরা আছেন, তারা সবাই শিশুটির পাশে থাকবে। ন্যায় বিচার পাওয়ার আশ্বাস দিয়ে তারেক রহমান বলেন, আমাদের পক্ষ থেকে সব ধরনের চেষ্টা করব। শিশুটির সঙ্গে যারা অন্যায় করেছে তারা যেন আইন অনুযায়ী শাস্তি পায়। তিনি আরও বলেন, শিশুটির চিকিৎসার জন্য যা প্রয়োজন আমরা চেষ্টা করব, আমাদের দলের অবস্থান থেকে। নির্যাতিতের মা শিশুটির ওপর চালানো...
মায়ের সঙ্গে কথা বলে সেই শিশুর খোঁজ নিলেন তারেক রহমান
অনলাইন ডেস্ক

সরকারকে আরও কঠোর হতে বললেন সেলিমা রহমান
নিজস্ব প্রতিবেদক
নারী হেনস্তার মাধ্যমে কিছু লোক দেশকে অন্য জায়গা নিয়ে যেতে চাচ্ছে। এজন্য সরকারকে কঠোর হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র্যালির আয়োজন করে জাতীয়তাবাদী মহিলা দল। কয়েকশ' নারী নেত্রীর অংশগ্রহণে র্যালিটি বিএনপি অফিসের সামনে থেকে শুরু হয়ে নাইটিংগেল মোড় ঘুরে আবারও নয়াপল্টনে গিয়ে শেষ হয়। এর আগে সংক্ষিপ্ত সমাবেশে সেলিমা রহমান বলেন, নারী নিপীড়নের বিষয়ে সমস্বরে প্রতিবাদ করতে হবে। তিনি বলেন, সমাজে মবজাস্টিসের নামে নারী নির্যাতন অব্যাহত থাকলে জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বিনষ্ট হবে। news24bd.tv/FA
জিয়ার রাজনৈতিক দল গঠনের সঙ্গে নাগরিক পার্টির তুলনা ভুল: টুকু
নিজস্ব প্রতিবেদক

কোনো দল হুমকি-ধমকি দিলে বিএনপিও আর চুপচাপ বসে থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, জিয়ার রাজনৈতিক দল গঠনের সাথে নাগরিক পার্টি গঠনের তুলনা করা ভুল। শনিবার (৮ মার্চ) তারেক রহমানের কারাবন্দী দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভায় তিনি একথা বলেন। এসময় টুকু আরও বলেন, ৬৯ গণঅভ্যুত্থানে ছাত্ররা নেতৃত্ব দিয়েছিলো কিন্তু দল করেনি, ক্ষমতায় যেতে চায়নি। সব বিষয়ে পরিপক্কতা লাগে উল্লেখ্য করে বিএনপির এই নেতা বলেন, তারেক রহমান দেশে ফিরবেন, নির্বাচন হতেই হবে। একটা গোষ্ঠী ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে, যাতে পতিত স্বৈরাচার ফিরে আসে। এসময় ধর্মভিত্তিক দলগুলোর সমালোচনা করে টুকু বলেন, নতুন করে কেউ ধর্ম, কেউ খেলাফতের ট্যাবলেট বিক্রি শুরু করেছে, যাতে মানুষ বিভ্রান্ত হয়।...
ক্ষমতায় এলে নারীদের নিরাপত্তা নিশ্চিত করবে বিএনপি: রিজভী
নিজস্ব প্রতিবেদক

সারাদেশে নারী হেনস্তার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, এসব ঘটনায় উগ্রবাদী গোষ্ঠীর মদদ থাকতে পারে। শনিবার (৮ মার্চ) নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে রিজভী বলেন, নিষিদ্ধ সংগঠন কীভাবে মিছিল করে, তা সরকারকে গুরুত্বের সঙ্গে দেখতে হবে। দেশে যেন কোনো অশুভ শক্তির উত্থান না ঘটে, সেদিকে লক্ষ্য রাখতে হবে। তিনি আরও বলেন, ক্যাম্পাসে নারীদের পোশাক নিয়ে উগ্রবাদী গোষ্ঠী সক্রিয় রয়েছে এবং এটি বাংলাদেশের অতি রক্ষণশীল রাষ্ট্র হিসেবে পরিচিতি বাড়ানোর ষড়যন্ত্রের অংশ। রিজভী জানান, বিএনপি ক্ষমতায় এলে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেবে এবং নতুন যুগের সূচনা করবে।...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর