উপাচার্যের দাবিতে আমরণ অনশন শিক্ষার্থীদের

ছবি সংগৃহীত

উপাচার্যের দাবিতে আমরণ অনশন শিক্ষার্থীদের

  মুন্নি আক্তার, গণ বিশ্ববিদ্যালয় 

উপাচার্যের দাবিতে আমরণ অনশনে বসেছে সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) ১৪ শিক্ষার্থী। অনশন কর্মসূচিতে বেশ কিছু ছাত্র-ছাত্রী অংশ নিয়েছে। আজ মঙ্গলবার বৃষ্টিতে ভিজেই প্রশাসনিক ভবনের সামনে এ অনশনে বসেন তারা।  

সাধারণ ছাত্র পরিষদের সম্বয়ক শেখ রনি বলেন, 'গণ বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানের সাথে আলোচনার দাবিতে আমরা আমরণ অনশনে বসেছি।

ট্রাস্টি বোর্ডের পক্ষ থেকে আলোচনার কোন সিদ্ধান্ত না আসা পর্যন্ত আমরা অনশন থেকে নড়ব না। '

এর আগে শেখ রনি সামাজিক যোগাযোগ মাধ্যমে অনশনে বসার ঘোষণা দেন। পরে শিক্ষার্থীরা তাদের সাথে সহমত পোষণ করে অনশন এ অংশ নেন।  

অনশনের পাশাপাশি সাধারণ ছাত্র পরিষদের আহবায়ক রনি আহম্মেদের নেতৃত্বে অন্য আন্দোলনকারীদের বিক্ষোভ মিছিল করতে দেখা যায়।

বৃষ্টির বাধা উপেক্ষা করেই অনশন এবং বিক্ষোভ  মিছিল করার মাধ্যমে ভিসি'র দাবি জানাতে থাকে আন্দোলনকারীরা।  

এছাড়া সকাল ১০টায় তারা পুনরায় বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করে সকল ভবনে তালা লাগিয়ে দেয় আন্দোলনকারীরা।  

আন্দোলনের প্রথম দিন থেকেই ট্রাস্টি বোর্ডের সাথে আলোচনায় বসার তাগিদ দিচ্ছে আন্দোলনকারীরা কিন্তু ট্রাস্টিবোর্ডের পক্ষ থেকে যোগাযোগ না করায় চতুর্থ দিনের মতো আন্দোলন চলছে বিশ্ববিদ্যালয়ে।  

(নিউজ টোয়েন্টিফোর/কামরুল)

সম্পর্কিত খবর