ছাত্রীর গায়ে আগুন: চারজন পাঁচ দিনের রিমান্ডে

অগ্নিদগ্ধ মাদ্রাসা ছাত্রী রাফি

ছাত্রীর গায়ে আগুন: চারজন পাঁচ দিনের রিমান্ডে

নজির আহম্মদ রতন, ফেনী প্রতিনিধি

ফেনীর সোনাগাজীতে মাদরাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে মারার চেষ্টার ঘটনায় আটক সাতজনের মধ্যে চার আসামির সাত দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা।

ফেনী জেলা জজ আদালতের সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট শরাফ উদ্দিন আহমেদ চার আসামির পাঁচ দিন করে রিমান্ড মন্জুর করেন।

মামলার তদন্ত কর্মকর্তা কামাল হোসেন জানান, পুলিশ আটক সাতজনের মধ্যে দুই আসামিকে গতকাল আদালতের মাধ্যেমে কারাগারে পাঠান। বাকী একজনকে জিজ্ঞাসাবাদর জন্য থানায় রাখা হয়েছে।

গতকাল ৮ এপ্রিল  নুসরাতের ভাই মাহমুদুল হাসান নোমান সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদৌলাকে প্রধান করে আটজনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন।

এছাড়া বোরকা পরিহিত আরো চার নারীসহ অজ্ঞাত আরো অনেককে আসামি করা হয়েছে।

বাকী আসামিরা হলেন- পৌর কাউন্সিলর মাকসুদ আলম, সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার ইংরেজী প্রভাষক  আফছার উদ্দিন, শিক্ষাথী নুর উদ্দিন, শাহাদাত হোসেন শামীম, জোবায়ের আহমেদ, হাফেজ আব্দুল কাদের, জাবেদ হোসেন।

উল্লেখ্য, গত ৬ এপ্রিল শনিবার সকালে আলিম পরীক্ষা দিতে গিয়ে সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদরাসায় যায় নুসরাত জাহান রাফি।

মাদরাসার এক ছাত্রী তার বান্ধবী নিশাতকে ছাদের উপর কে বা কারা মারধর করেছে এমন সংবাদ পেয়ে তিনি ওই ভবনের তৃতিয় তলায় যান। সেখানে মুখোশপরা ৪/৫জন ছাত্রী তাকে অধ্যক্ষ সিরাজ উদ দৌলার বিরুদ্ধে মামলা ও অভিযোগ তুলে নিতে চাপ দেয়। তিনি অস্বীকৃতি জানালে তারা গায়ে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

এর আগে ২৭ মার্চ ওই ছাত্রীকে নিজ কক্ষে নিয়ে শ্লীলতাহানির অভিযোগে এনে ওই ছাত্রীর মা শিরিন আক্তার বাদী হয়ে সোনাগাজী মডেল থানায় মামলা দায়ের করলে পুলিশ মাদরাসার অধ্যক্ষ সিরাজ উদ দৌলাকে আটক করে। সে ঘটনার পর থেকে তিনি কারাগারে রয়েছেন।

(নিউজ টোয়েন্টিফোর/রতন/তৌহিদ)

সম্পর্কিত খবর