রাঙামাটিতে অনির্দিষ্টকালের নৌ ধর্মঘট

নৌ ধর্মঘটে আটকা যাত্রীরা

রাঙামাটিতে অনির্দিষ্টকালের নৌ ধর্মঘট

ফাতেমা জান্নাত মুমু, রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটির কাপ্তাই হ্রদে অবৈধভাবে চলাচলরত স্পীড বোট ও স্টাফ বোট বন্ধের দাবিতে অনির্দিষ্টকালের নৌ-পথে ধর্মঘট শুরু করেছে স্থানীয় অভ্যন্তরীণ নৌ-চলাচল (যাত্রী পরিবহন) সংস্থা।  

বুধবার সকাল ছয়টা থেকে ধর্মঘটের কারণে রাঙামাটি নৌপথে কোনো উপজেলায় নৌযান চলাচল করছে না। ফলে আটকা পড়েছে শত শত যাত্রী। কোনো রকম পূর্ব ঘোষণা ছাড়া এমন কর্মসূচির জন্য ক্ষোভ দেখা দিয়েছে যাত্রীদের মধ্যে।

অন্যদিকে পাহাড়ে চলছে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের বৈসাবি উৎসব। তার মধ্যে হঠাৎ ধর্মঘট। তাতে দুর্ভোগ বেড়েছে সাধারণ মানুষের। কারণ রাঙামাটি ১০টি উপজেলা মধ্য সদর, লংগদু, বরকল, বিলাইছড়ি, জুরাছড়ি ও বাঘাইছড়ি।

এসব উপজেলায় বসবাস করে কয়েক লাখ মানুষ। তাই রাঙামাটি শহরের সাথে তাদের যোগাযোগে একমাত্র মাধ্যম নৌ-পথ। কিন্তু ধর্মঘটের কারণে কাপ্তাই হ্রদে হঠাৎ নৌযান চলাচল বন্ধ থাকার কারণে দুর্ভোগ বাড়ছে উপজেলাবাসির।

প্রসঙ্গত, মঙ্গলবার রাতে গণমাধ্যমকে দেওয়া এক বিবৃতিতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল (যাত্রী পরিবহন) সংস্থা রাঙামাটি জোনের চেয়ারম্যান মো. মঈন উদ্দিন সেলিম কাপ্তাই হ্রদে নৌ-পথে অনির্দিষ্টকালের ধর্মঘটের ঘোষণা করেন।

(নিউজ টোয়েন্টিফোর/মুমু/তৌহিদ)

সম্পর্কিত খবর