কিংস অ্যারেনায় আজকের ম্যাচে শুরুতেই বিপদের মুখে পড়ে চ্যাম্পিয়নরা। প্রথম মিনিটেই গোলরক্ষক মেহেদি হাসান শ্রাবণের মারাত্মক ভুলে গোল হজম করে পিছিয়ে পড়ে কিংস। ফকিরেরপুল ইয়াংমেন্সের অপ্রত্যাশিত আক্রমণে তখন রেলিগেশন অঞ্চলের দলের কাছে হারের শঙ্কাও দেখা দেয়। তবে, ঘরের মাঠে চ্যাম্পিয়নরা মাটি ছাড়েনি এবং এক ভিন্ন গল্প রচনা করেছে। দ্বিতীয়ার্ধে ইয়াংমেন্সের ওপর আক্রমণ শুরু করে তারা এবং ৪-১ ব্যবধানে জয় পায়। কিংসের প্রথম গোলটি আসে ৬৮ মিনিটে, যখন সোহেল রানার থ্রু পাসে বক্সে ঢুকে জোনাথন ফার্নান্দেস দুর্দান্ত ফিনিশিংয়ে সমতা ফেরান। এরপর ফয়সাল আহমেদ ফাহিমের গোলের পর রফিকুল ইসলাম ও রাকিবের গোল নিশ্চিত করে বড় জয়। অপরদিকে, মোহামেডান তাদের জয়রথ অব্যাহত রেখেছে। মুন্সিগঞ্জে রহমতগঞ্জকে ৩-১ গোলে পরাজিত করেছে তারা। দলের পক্ষে গোল করেছেন রাজু আহমেদ, সুলেমান দিয়াবাতে...
বড় জয় পেল কিংস
অনলাইন ডেস্ক
বার্লের অলরাউন্ড পারফরম্যান্স জেতালো রাজশাহীকে
অনলাইন ডেস্ক
বিপিএলে নিজেদের দ্বিতীয় জয়ের দেখা পেয়েছে দুর্বার রাজশাহী। দলটির বিদেশি ক্রিকেটার রায়ান বার্লের অলরাউন্ড নৈপুণ্যে খুলনা টাইগার্সকে ২৮ রানে হারিয়েছে রাজশাহী। শুক্রবার (১০ জানুয়ারি) সিলেটে টস জিতে রাজশাহীকে ব্যাটিংয়ে পাঠান খুলনার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ব্যাট করতে নেমে ইয়াসির আলি রাব্বি ও রায়ান বার্লের ব্যাটে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭৮ রান সংগ্রহ করে রাজশাহী। ব্যাট হাতে দলীয় সর্বোচ্চ ৪৮ রান করে বল হাতে ২টি উইকেট নিলেন রায়ান বার্ল। বিপদজনক হয়ে উঠতে থাকা মাহিদুল ইসলাম অঙ্কনকে মোহাম্মদ হারিসের ক্যাচ বানানোর পর তিনি নেন আবু হায়দার রনির উইকেট, ২ ওভারে খরচ করেন মাত্র ১৩ রান। খুলনা টাইগার্সের বিপক্ষে দুর্বার রাজশাহী ম্যাচটি জিতে ২৮ রানে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথম ওভারেই খুলনার উদ্বোধনী জুটি ভাঙেন জিশান আলম। উইলিয়াম...
হেলসের সঙ্গে ঝামেলায় জড়িয়ে যে শাস্তি পেলেন তামিম
অনলাইন ডেস্ক
বরিশালের বিপক্ষে শেষ ওভারে ৩০ রান তুলে রংপুরকে দুর্দান্ত এক জয় উপহার দিয়েছে নুরুল হাসান সোহান। এরপরই উল্লাসে মাতে রংপুরের ক্রিকেটাররা। এ সময় ঘটে গেছে অপ্রীতিকর এক ঘটনা। ম্যাচ শেষে রংপুরের ইংলিশ ওপেনার অ্যালেক্স হেলসের দিকে তেড়ে যান বরিশাল অধিনায়ক। যে বিষয়টিকে লজ্জাজনক বলে মন্তব্য করেছেন হেলস। বাংলাদেশ ছাড়ার আগে তামিম ও তার মধ্যে কি ঘটেছিল দেশের একটি বেসরকারি গণমাধ্যমকে জানিয়েছেন হেলস। ইংলিশ এই ক্রিকেটার বলেন, আমার মনে হয় ম্যাচ হেরে সে (তামিম) হতাশ (আপসেট) ছিল। সে আমার কাছে এসে বললআমি কিছু বললে সেটি যেন সামনাসামনি বলি। অথচ আমি তাকে কিছুই বলিনি। তামিম তার অতীত নিয়ে খোঁচা দিয়েছেন বলেও অভিযোগ করেছেন হেলস। তার ভাষ্য, ২০২১ সালে আমি বিয়ার পানের জন্য (ক্রিকেটে) ২১ দিন নিষিদ্ধ হয়েছিলাম, সেই প্রসঙ্গ নিয়েও সে (তামিম) কথা বলেছে। আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ...
খুলনাকে ১৭৯ রানের লক্ষ্য দিলো এনামুল-তাসকিনরা
অনলাইন ডেস্ক
চলমান বিপিএলের ১৫তম ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে মাঠে নেমেছে দুর্বার রাজশাহী। এই ম্যাচে আগে ব্যাট করে খুলনাকে ১৭৯ রানের লক্ষ্য দিয়েছে এনামুল-তাসকিনরা। শুক্রবার (১০ জানুয়ারি) টস হেরে ব্যাট করতে নেমে রাজশাহীকে শুরু এনে দেন মোহাম্মদ হারিস এবং জিশান আলম। দুজনের ব্যাটে ভর করে ৪৪ রান তুলতে পারে রাজশাহী। ২০ বলে ২৭ রান করে হারিস আউট হন। এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি এনামুল হক বিজয়। ৭ রান করে এই ডান হাতি ব্যাটার। ৫ রান করে তাকে সঙ্গ দেন এসএম মেহরাব। এরপর ২২ বলে ২৩ রান করে জিশান আউট হলে দলীয় ৬৭ রানে ৪ উইকেট হারায় রাজশাহী। এরপর রাজশাহী শিবিরের হাল ধরেন ইয়াসির আলী ও রায়ান বার্ল। দুজনের ব্যাটে ভর করে ১৮তম ওভারে ১৫০ রানের কোটা পার করে রাজশাহী। তবে ফিফটি তুলতে পারেননি ইয়াসির। ২৪ বলে ৪১ রান করে বোল্ড হন এই ডান হাতি ব্যাটার। এরপর ব্যাটে এসে ৪ বলে ১৪ রান তোলেন...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর