বগুড়ায় ডিবি পুলিশের অভিযানে ২ লাখ টাকার জাল নোটসহ ১৪ মামলার আসামি মো. রাসেল মন্ডলকে (৩০) গ্রেপ্তার হয়েছে। শুক্রবার (৭ মার্চ) রাতে জেলার দুঁপচাচিয়া থানার পশ্চিম আলোহালী পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এসময় ৫০০ টাকা মূল্যমানের সর্বমোট ২ লাখ ৪৪ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়। রাসেল ঐ এলাকার বনতেতুলিয়া গ্রামের মৃত আশরাফ আলীর ছেলে। বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ সুপার জেদান আল মুসা, পিপিএম মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় ডিবি বগুড়ার ইনচার্জ ইকবাল এর নেতৃত্বে টিম ডিবি বগুড়ার বিশেষ অভিযানে ৪৮৮ টি জাল নোটসহ ১ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বলেন, ঈদকে কেন্দ্র করে জাল নোটগুলো ঢাকার ওদিক থেকে বগুড়ায় আনা হয়েছে। আমরা বিষয়টি তদন্ত করছি। তার সঙ্গে আর কারা যুক্ত আছে সেই...
বগুড়ায় ২ লাখ টাকার জাল নোটসহ আসামি গ্রেপ্তার
বগুড়া প্রতিনিধি

মুন্সীগঞ্জে দুই শিশুকে ধর্ষণে অভিযুক্ত বৃদ্ধ গ্রেপ্তার
মুন্সিগঞ্জ প্রতিনিধি

মুন্সিগঞ্জ সদরে দুই শিশুকে ধর্ষণের অভিযোগে শরবত বিক্রেতা সেকান্দর আলী চোকদার (৬৫) নামের অভিযুক্তকে আটক করেছে পুলিশ। তার বিরুদ্ধে ধর্ষণ আইনে মামলা দায়ের হয়েছে। শুক্রবার (৭ মার্চ) রাত সাড়ে ৯ টার দিকে সদর উপজেলার পশ্চিম মুক্তারপুর এলাকায় স্থানীয়রা ওই বৃদ্ধকে আটক করে ৯৯৯ এ কল দিলে পুলিশ সেখানে গিয়ে তাকে আটক করে। মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল আলম এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান। সেকান্দর মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলার সেরাজবাদ গ্রামের ইসমাইল চোকদারের ছেলে। তিনি পশ্চিম মুক্তারপুর এলাকায় শরবত বিক্রি করেন। ওসি আরও জানান, ভুক্তভোগী দুই শিশু (৮) ও (১০) তাদের পরিবারের সাথে পশ্চিম মুক্তারপুর এলাকায় ভাড়াবাড়িতে থাকতেন। গত ২ মার্চ দুপুর ৩টার দিকে খাবার ও বেলুন কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে ভাড়াটিয়া ঘরে নিয়ে ধর্ষণ করেন।...
চলন্ত ট্রেনে আগুন, ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ
অনলাইন ডেস্ক

ময়মনসিংহের ত্রিশালে দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনের ইঞ্জিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ রয়েছে। আজ শনিবার (৮ মার্চ) সকাল পৌনে দশটার দিকে ঢাকা-ময়মনসিংহ রেললাইনের ধলা ও আউলিয়ানগর স্টেশনের মাঝামাঝি এলাকায় ঘটনাটি ঘটে। গফরগাঁও রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) গোলাম কিবরিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনটি ত্রিশালের ধলা স্টেশন এলাকা পার হওয়ার পর ট্রেনটির ইঞ্জিন থেকে আগুন ও প্রচুর ধোঁয়া বের হতে দেখা যায়। পরে চালক, পরিচালক (গার্ড) ট্রেন থেকে নেমে অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে আগুন নেভান। গোলাম কিবরিয়া আরও বলেন, এ ঘটনা সাময়িকভাবে ঢাকা-ময়মনসিংহ লাইনে রেলযোগাযোগ বন্ধ রয়েছে। গফরগাঁও স্টেশনে দেওয়ানগঞ্জগামী তিস্তা এক্সপ্রেস, আউলিয়ার নগর...
নড়াইলে বিএনপি অফিসে বোমা হামলা, আহত ৩
নিজস্ব প্রতিবেদক

নড়াইল সদর উপজেলার গোবরা বাজার এলাকায় বিএনপির কার্যালয়ে বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে তিনজন নেতাকর্মী আহত হয়েছেন। শুক্রবার (৭ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে দুর্বৃত্তরা অতর্কিতভাবে তিনটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে মোটরসাইকেলযোগে পালিয়ে যায়। আহতরা হলেনসিংগাশোলপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবু মোল্লা, বিএনপি কর্মী নিউটন গাজী ও সৈয়দ ওয়াজেদ আলী। স্থানীয়রা তাদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করেন। তবে সৈয়দ ওয়াজেদ আলীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম বোমা হামলার বিষয়টি নিশ্চিত করে জানান, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এলাকাবাসি সূত্রে জানা গেছে, শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে গোবরা নতুন বাসস্ট্যান্ডে সিংগাশোলপুর ইউনিয়ন বিএনপির অফিসে অতর্কিতভাবে...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর