অধ্যক্ষ সিরাজের ঘনিষ্ঠরা উধাও

অধ্যক্ষ সিরাজের ঘনিষ্ঠরা

অধ্যক্ষ সিরাজের ঘনিষ্ঠরা উধাও

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় সারা দেশে নিন্দা ও প্রতিবাদের ঝড় বইছে। হত্যাকারী ও এ ঘটনায় সহায়তাকারীদের প্রতি সর্বত্র ধিক্কার ও ক্ষুব্ধ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এ ভয়ে অধ্যক্ষ সিরাজ-উদ-দৌলার ঘনিষ্ঠ জনরা এলাকা ছেড়ে পালিয়েছে বলে জানা গেছে।

এদিকে নুসরাত হত্যা মামলার অন্যতম আসামি নূর উদ্দিন ও সোনাগাজী পৌর কাউন্সিলর মকসুদুল আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১২ এপ্রিল) বেলা ১১টার দিকে ময়মনসিংহের ভালুকার সিডস্টোর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) ময়মনসিংহ ব্রাঞ্চ।

তাকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করে ভালুকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার বলেন, নূর উদ্দিনকে গ্রেপ্তার করে পিবিআই কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে।

আরও পড়ুন: নুসরাত হত্যার দুই নম্বর আসামি নূর উদ্দিন ভালুকায় গ্রেপ্তার

আর বৃহস্পতিবার রাত ১০টার দিকে সোনাগাজী পৌর কাউন্সিলর মকসুদুল আলমকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়।

পিবিআইয়ের ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মো. মনিরুজ্জামান বলেন, গ্রেপ্তার মকসুদুলকে ফেনীতে আনা হচ্ছে।

পরে এ বিষয়ে গণমাধ্যমকে বিস্তারিত জানানো হবে।

আরও পড়ুন: নুসরাত হত্যা: আরেক আসামি ঢাকায় গ্রেপ্তার

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর