সবাই মিলে শান্তিতে বসবাসের জন্য সেনাবাহিনী সবকিছু করবে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ জামান। রোববার (১৩ এপ্রিল) সকালে ঢাকায় মেরুল বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের সম্প্রীতি ভবনর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এ কথা জানান। ওয়াকার-উজ-জামান বলেন, আমরা হিংসা-বিদ্বেষবিহীন দেশ গড়ে তুলতে চাই। আমরা চাই, একসঙ্গে এখানে সুন্দরভাবে বসবাস করবো। এ উদ্দেশ্যেই আমরা সবসময় কাজ করে যাচ্ছি। সেনাপ্রধান বলেন, আমরা সবসময় এ দেশের ধর্ম, বর্ণ, গোত্র সব সম্প্রদায়ের সঙ্গে অত্যন্ত ওতোপ্রোতভাবে জড়িত। আমরা একসঙ্গে বাস করি। বাংলাদেশ একটা সম্প্রীতির দেশ। এ দেশে হাজার হাজার বছর ধরে সব ধর্ম-বর্ণ, গোত্র নির্বিশেষে আমরা শান্তিতে বসবাস করে আসছি। সেটারই একটা প্রতিফলন আজকের এই অনুষ্ঠান। এটা শুধু সম্প্রীতি ভবন ভিত্তিস্থাপন অনুষ্ঠান নয়, এখানে...
সবাই মিলে শান্তিতে বসবাসের জন্য সবকিছু করবে সেনাবাহিনী: ওয়াকার-উজ-জামান
নিজস্ব প্রতিবেদক

‘ফ্যাসিস্ট মুখাকৃতি’ জ্বালিয়ে দেয়ার বিরুদ্ধে বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্য ফোরামের বিবৃতি
অনলাইন ডেস্ক

এ বছর বৈশাখের আনন্দ মিছিলের নাম পরিবর্তন করে বর্ষবরণ আনন্দ যাত্রা করায় চারুকলা ইনস্টিটিউট কর্তৃপক্ষকে সাধুবাদ জানিয়েছে বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্য ফোরাম। সেই সঙ্গে ফ্যাসিস্ট মুখাকৃতি ও শান্তির পায়রা জ্বালিয়ে দেয়ার ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে। রোববার ( ১৩ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এমনটাই জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, শনিবার (১২ এপ্রিল) ভোর ৪টার দিকে কালো টি-শার্ট ও মুখে মুখোশ পরা এক যুবক অফিসের দেয়াল টপকে গ্যাস লাইটার দিয়ে ফ্যাসিস্ট মুখাকৃতি ও শান্তির পায়রা মোটিফে আগুন ধরিয়ে দেয় ও পুড়ে ছাই হওয়া নিশ্চিত করে পুনরায় দেয়াল ডিঙিয়ে পালিয়ে যায়। এটা জাতির জন্য খুবই হতাশাজনক। বিবৃতিতে আরও বলা হয়েছে, আমরা মনে করি এই দুঃখজনক ঘটনার দায় সংস্কৃতি মন্ত্রণালয় ও চারুকলা ইনস্টিটিউট এড়াতে পারে না । দীর্ঘদিন...
‘রিজার্ভ থেকে ২ বিলিয়ন ডলার চুরির পরিকল্পনা ছিলো’
নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ২ বিলিয়ন ডলার চুরির পরিকল্পনা ছিলো বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, আসলে বাংলাদেশকে বিপদে ফেলার পরিকল্পনা ছিল তাদের। রোববার (১৩ এপ্রিল) সমসাময়িক ইস্যুতে সংবাদ সম্মেলনে এসব বলেন আইন উপদেষ্টা। তিনি বলেন, বাংলাদেশ ব্যাংক থেকে ৮৮ মিলিয়ন ডলার চুরি হয়েছে। সেজন্য একটা রিভিউ কমিটি করা হয়েছে। যেখানে তিনি (আইন উপদেষ্টা) রয়েছেন। চুরি যাওয়া ৬৬ মিলিয়ন ডলার এখনও উদ্ধার হয়নি। উপদেষ্টা বলেন, রিজার্ভ চুরির সাথে যারা জড়িত ছিল তাদেরকে বিচারের আওতায় আনা হবে। টাকা চুরির ঘটনায় সঠিক আইনগত বিষয় খতিয়ে দেখতে ডক্টর কামাল হোসেন কাজ করবেন। আগামী তিন মাসের মধ্যে জানা যাবে। চুরির ঘটনায় কেন্দ্রীয় ব্যাংকের অনেকে জড়িত আছে উল্লেখ করে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাংলাদেশ ব্যাংককে বলেছেন...
দেশের সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা
অনলাইন ডেস্ক

সারাদেশে একযোগে সব মসজিদে মুসল্লিদের সুবিধার্থে একই সময় দুপুর দেড়টায় জুমার নামাজ আদায় করার জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। রোববার (১২ এপ্রিল) ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খানের স্বাক্ষরিত এক চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়। চিঠিতে বলা হয়, জুমার দিন সর্বাপেক্ষা উত্তম ও বরকতময় দিন। সপ্তাহের শ্রেষ্ঠতম দিন। মহান আল্লাহ বলেছেন, হে বিশ্বাসীরা। জুমার দিন যখন নামাজের জন্য ডাকা হয়, তখন তোমরা আল্লাহর স্মরণের দিকে ধাবিত হও। আর বেচা-কেনা বর্জন কর। এই তোমাদের জন্য সর্বোত্তম; যদি তোমরা জানতে। (সুরা জুমা, আয়াত: ৯) জুমা পারস্পরিক দেখা সাক্ষাৎ ও সাপ্তাহিক ঈদের দিন। এ দিনকে বিশেষ মর্যাদা ও তাৎপর্যপূর্ণ হওয়ার কারণ হলো এ দিনে বিশেষ সময়ে বরকত ও কল্যাণ রয়েছে। এতে আরো বলা হয়, বাংলাদেশে বিভিন্ন মসজিদে বিভিন্ন সময়ে জুমার নামাজ আদায়...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর