ইস্ট-ওয়েস্ট মিডিয়া ঘুরে গেলেন অর্ধশত বিদেশি সাংবাদিক

ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড কার্যালয়ের বিভিন্ন গণমাধ্যমের হাউজ ঘুরে দেখেন বাংলাদেশ সফররত বিশ্বের বিভিন্ন দেশের সাংবাদিকরা

ইস্ট-ওয়েস্ট মিডিয়া ঘুরে গেলেন অর্ধশত বিদেশি সাংবাদিক

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

দেশের সবচেয়ে বড় মিডিয়া হাউজ ইস্ট-ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের (ইডব্লিউএমজিএল) গণমাধ্যমগুলো পরিদর্শন করেছেন বাংলাদেশ সফররত বিশ্বের বিভিন্ন দেশের প্রায় অর্ধশত সাংবাদিক।

সোমবার তারা রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ইস্ট-ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড কার্যালয়ের বিভিন্ন গণমাধ্যমের হাউজ ঘুরে দেখেন এবং সম্পাদকদের সঙ্গে মতবিনিময় করেন।  

এ সময় দেশের সর্বাধিক প্রচারিত দৈনিক বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম, কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন, দৈনিক ডেইলি সানের সম্পাদক এনামুল হক চৌধুরী, স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল নিউজটোয়েন্টিফোরের নির্বাহী পরিচালক হাসনাইন খোরশেদ, বাংলানিউজটোয়েন্টিফোর.কম সম্পাদক জুয়েল মাজহার, নিউজটোয়েন্টিফোরের হেড অব কারেন্ট অ্যাফেয়ার্স সামিয়া রহমান, ডেইলি সানের কনসালট্যান্ট এডিটর নাদিম কাদির, কালের কণ্ঠের নির্বাহী সম্পাদক মোস্তফা কামাল প্রমুখ উপস্থিত ছিলেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ‘ভিজিট বাংলাদেশ’-কর্মসূচির আওতায় বিশ্বের ২৬টি দেশের ৪৮ জন সাংবাদিক বাংলাদেশ সফরে এসেছেন।

প্রতিনিধি দলে ভারত, জাপান, ইতালি, জার্মানি, ব্রাজিল, গ্রিস, যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডস, দক্ষিণ কোরিয়ার মতো দেশের সাংবাদিক রয়েছেন।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর