বিজিএমইএ ভবন ভাঙার কাজ শুরু হচ্ছে

ছবি সংগৃহীত

বিজিএমইএ ভবন ভাঙার কাজ শুরু হচ্ছে

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

রাজধানীর হাতিরঝিলের মধ্যে অবৈধভাবে নির্মিত বিজিএমইএ ভবন অবশেষে ভাঙার কাজ আজই আনুষ্ঠানিকভাবে শুরু করছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। ভবনের গ্যাস, বিদ্যুৎ, পানি, টেলিফোন লাইনসহ সব ইউটিলিটি সার্ভিস সংযোগ বিচ্ছিন্নের মাধ্যমে এ কাজ শুরু হয়।

আজ (মঙ্গলবার) সকাল ৯টার দিকে বিজিএমইএ ভবনের সামনে রাজউক কর্মকর্তারাসহ আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্যরা অবস্থান নেন। পাশাপাশি ভবন ভাঙার গাড়ি প্রস্তুত রাখা হয়েছে।

রাজউকের এক কর্মকর্তা নাম প্রকাশ না করে জানন, ভবনটি ভাঙতে বিজিএমইএকে দেয়া সময় পার হওয়ার পরই এটি ভাঙার কার্যক্রম শুরু হয়েছে। ভবনটি ভাঙতে রাজউক সব ধরনের প্রস্তুতি নিয়েছে। এছাড়া ভবন থেকে মালামাল সরাতে অফিস মালিকদের স্বল্প সময় দেয়া হতে পারে। এরপরই মূল ভবন ভাঙার কাজ শুরু হবে।

উল্লেখ্য, সর্বশেষ ১২ এপ্রিলের মধ্যে ভবনটি সরিয়ে নিতে সময় দিয়েছিল আদালত। নির্দিষ্ট সময় পার হওয়ার পর আদালতের নির্দেশনা বাস্তবায়নে নামছে রাজউক।


(নিউজ টোয়েন্টিফোর/কামরুল)

সম্পর্কিত খবর