রাজধানীর পান্থপথ এলাকায় সড়ক অবরোধ করে আন্দোলন করছেন সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যগামী প্রবাসীরা। টিকা না পেয়ে সড়ক অবরোধ করেন তারা। আজ মঙ্গলবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার পর প্রায় ৩০০ প্রবাসী পান্থপথে অবস্থিত স্কয়ার হাসপাতালের সামনে অবরোধে নামে। জানা গেছে, আজ রাজধানীর বিভিন্ন হাসপাতালে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের আরও দুই-একটি দেশে যাওয়ার জন্য টিকা নেওয়ার কথা ছিল। কিন্তু ওইসব টিকা না পেলে তাদের পান্থপথের স্কয়ার হাসপাতালে টিকা আছে বলে জানানো হয়। পরে তারা স্কয়ার হাসপাতালে এসে দেখেন, এখানেও টিকার সংকট। এরপরই রাস্তায় নামেন তারা। এ বিষয়ে শেরে-বাংলা নগর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জুবায়ের বলেন, টিকা না পেয়ে ক্ষুব্ধ প্রবাসীরা সড়ক অবরোধ করেছেন। তাদেরকে বিভিন্ন হাসপাতাল থেকে বলা হয়েছে যে, স্কয়ার হাসপাতালে গেলে তারা টিকা পাবেন। কিন্তু স্কয়ার...
টিকা না পেয়ে সড়ক অবরোধ প্রবাসীদের
নিজস্ব প্রতিবেদক
মিরপুর মডেল থানার ওসি বদলির প্রতিবাদে বিক্ষোভ
অনলাইন ডেস্ক
মিরপুর মডেল থানার ওসি গিয়াসউদ্দিন মিয়ার বদলির আদেশ স্থগিতের দাবিতে বিক্ষোভ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিরপুর জোনের ছাত্ররা। সোমবার (২০ জানুয়ারি) দিবাগত রাতে থানার সামনে অবস্থান নিয়ে তারা এই বিক্ষোভ করেন। বিক্ষোভকারীরা দাবি করেন, মঙ্গলবার সকাল ১০টার মধ্যে ওসি গিয়াসউদ্দিন মিয়ার বদলির আদেশ স্থগিত করতে হবে। অন্যথায়, থানা বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেন তারা। এছাড়া বদলির আদেশ স্থগিত না হলে রাস্তায় অবরোধ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে মিছিল করার ঘোষণা দেন আন্দোলনকারীরা। ছাত্রদের অভিযোগ, ওসি গিয়াসউদ্দিন মিয়া বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রদের দাবির প্রতি সহানুভূতিশীল ছিলেন। তাই হঠাৎ তার বদলির সিদ্ধান্তে তারা ক্ষুব্ধ।...
পল্টনে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক যুবক নিহত
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর পল্টন বিজয়নগর এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে ২২ বছর বয়সী যুবক সাজু মোল্লা নিহত হয়েছেন। সোমবার (২১ জানুয়ারি) দিবাগত রাত পৌনে ৩টার দিকে পানির ট্যাংকি এলাকায় এই ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়ে মুমূর্ষু অবস্থায় সাজুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ভোরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত সাজু মোল্লা গোপালগঞ্জ জেলার সদর উপজেলার হাটবাড়িয়া গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি মুগদার মান্ডা কদমআলী ঝিলপাড় এলাকায় বসবাস করতেন। তার বাবার নাম মোতালেব মোল্লা। গণমাধ্যমকে সাজুর বন্ধু মো. বায়জিদ জানান, তিনি সাজুকে গত রাতে মুগদা থেকে অটোরিকশায় করে বিজয়নগর নিয়ে যান। সেখানে পানির ট্যাংকি এলাকায় সাজুকে নামিয়ে দিয়ে বায়জিদ রাস্তার বিপরীত পাশে চা পান করছিলেন। কিছু সময় পর গলি থেকে চিৎকার শুনে সাজুকে ডাকতে থাকেন। দৌঁড়ে...
মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
অনলাইন ডেস্ক
রাজধানী ঢাকার বাসিন্দাদের যানজট থেকে কিছুটা স্বস্তি দিতে সপ্তাহে একদিন একেক এলাকায় মার্কেট-শপিংমল বন্ধ রাখা হয়। এ বিষয়ে আগে থেকে না জেনে গিয়ে দেখলেন মার্কেট বন্ধ রয়েছে। এ অবস্থায় মেজাজ ও মন দুটোই খারাপ হওয়া স্বাভাবিক। আসুন জেনে নিই মঙ্গলবার (২১ জানুয়ারি) রাজধানীতে বন্ধ থাকছে কোন কোন এলাকার মার্কেট ও দোকানগুলো। বন্ধ থাকবে যেসব মার্কেট: বসুন্ধরা সিটি, মোতালেব প্লাজা, ইস্টার্ন প্লাজা, সেজান পয়েন্ট, নিউ মার্কেট, চাঁদনী চক, চন্দ্রিমা মার্কেট, গাউছিয়া, ধানমন্ডি হকার্স, বদরুদ্দোজা মার্কেট, প্রিয়াঙ্গন শপিং সেন্টার, গাউসুল আজম মার্কেট, রাইফেলস স্কয়ার, অরচার্ড পয়েন্ট, ক্যাপিটাল মার্কেট, ধানমন্ডি প্লাজা, মেট্রো শপিং মল, প্রিন্স প্লাজা, রাপা প্লাজা, আনাম র্যাংগস প্লাজা, কারওয়ান বাজার ডিআইটি মার্কেট ও অর্কিড প্লাজা। যেসব এলাকার দোকানপাট বন্ধ:...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর