ধর্মঘটে সারা দেশের নৌপথ অচল

ফাইল ছবি

ধর্মঘটে সারা দেশের নৌপথ অচল

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

নৌযান শ্রমিকরা ধর্মঘট ডাকায় সারা দেশে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে। মঙ্গলবার প্রথম প্রহর থেকে নৌযান শ্রমিকরা লাগাতার এই ধর্মঘট শুরু করে।

তবে এর আগে সোমবার শ্রম প্রতিমন্ত্রীর সঙ্গে নেতাদের ফলপ্রসূ আলোচনার ফলে শ্রমিক নেতারা ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন বলে শ্রম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আখতারুল ইসলাম জানিয়েছিলেন। তবে সেই আলোচনা ভেস্তে গেছে।

মঙ্গলবার সকালে শ্রমিকদের ধর্মঘটে ঢাকার সদরঘাট থেকে কোনও লঞ্চ ছেড়ে যায়নি। অনেকেই ঘাটে এসে কোনও লঞ্চ না পেয়ে বিপাকে পড়েছেন। ফিরে গেছেন যাত্রীরা।

বিআইডব্লিউটিএর পরিবহন পরিদর্শক দীনেশ কুমার সাহা জনান, সকালে সদরঘাটে অনেক যাত্রী এসেছিল।

কিন্তু লঞ্চ না চলায় তারা ফিরে যান।

তিনি জানান, সোমবার রাত ১২টার পর সদরঘাট থেকে কোনও লঞ্চ ছাড়েনি। তবে দক্ষিণাঞ্চল থেকে রাত ১২টার আগে ছেড়ে আসা ৪৩টি লঞ্চ সদরঘাটে এসেছে।

সরকার নির্ধারিত কাঠামোয় মালিকরা বেতন না দেওয়ায় এই ধর্মঘট ডাকা হয়েছে বলে শ্রমিকরা জানিয়েছেন।

এক লঞ্চ শ্রমিক জানান, সরকার কর্তৃক নির্ধারিত বেতন মালিকরা আমাদের এখনও দিচ্ছে না। ইনক্রিমেন্ট বা কোনও ধরনের নিরাপত্তা নেই। তাই নৌযান চলাচল বন্ধ রেখেছি। ফলপ্রসূ আলোচনা না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।


(নিউজ টোয়েন্টিফোর/কামরুল)

সম্পর্কিত খবর